ETV Bharat / state

Mamata on Pulwama Attack: পুলওয়ামা হামলার ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চান মমতা - পুলওয়ামা হামলা

পুলওয়ামা হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata on Pulwama Attack ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 17, 2023, 4:50 PM IST

কলকাতা, 17 এপ্রিল: পুলওয়ামা কাণ্ডে কেন্দ্রের ভূমিকা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য প্রকাশ্যে আসা জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বক্তব্য তুলে ধরে পুলওয়ামা জঙ্গি হামলায় তদন্ত দাবি করলেন । মমতার প্রশ্ন, বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় দল পাঠায় । পুলওয়ামায় ক'টা কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে ?

প্রসঙ্গত, সম্প্রতি সংবাদমাধ্যমে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল সিংয়ের একটি সাক্ষাত্‍কার প্রকাশিত হয়েছে । সেই সাক্ষাত্‍কারে সত্যপাল দাবি করেছেন, 2019 সালের লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাফিলতি স্পষ্ট ছিল ! সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তিনি জানিয়েছিলেন । কিন্তু, তাঁরা দু'জনই তাঁকে 'চুপ' করে থাকতে বলেন !

এ দিন সেই পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জাতীয় নিরাপত্তার ইস্যু বলে আগে কিছু বলিনি । কিন্তু সত্যটা একদিন সামনে আসবেই । আজকের পরিস্থিতি দেখুন । 2-3 দিন আগে কাশ্মীরের প্রাক্তন রাজ্য়পাল যে কথা প্রকাশ্যে বলেছেন, তা থেকে তো প্রমাণিত নিরাপত্তায় গলদ ছিল । আমরা তখন‌ও বলেছিলাম, এটায় ইন্টিলিজেন্স ফেলিওর হয়েছে । এখন তো সত্যপাল মালিকও বলছেন । কী তদন্ত হয়েছে আমরা জানি না । তাই এ বার তদন্ত দাবি করছি ।"

মুখ্যমন্ত্রী বলেন, কথায় কথায় বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে । তিনি পুলওয়ামা হামলার ঘটনায় তদন্ত দাবি করেছেন । তাঁর কথায়, "পুলওয়ামা কাণ্ডে কটা কেন্দ্রীয় দল গিয়েছে ? পুলওয়ামা কাণ্ডে সুপ্রিম কোর্টের বর্তমানে কর্মরত বিচারপতি দিয়ে তদন্ত হোক । সংবিধানের প্রতি আমার পূর্ণ আস্থা আছে ।"

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, তাঁর দলের কর্মীদের মিথ্যে মামলায়, পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে । সবটাই একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।

আরও পড়ুন: বাংলার সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহকে নিশানা মমতার

কলকাতা, 17 এপ্রিল: পুলওয়ামা কাণ্ডে কেন্দ্রের ভূমিকা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য প্রকাশ্যে আসা জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বক্তব্য তুলে ধরে পুলওয়ামা জঙ্গি হামলায় তদন্ত দাবি করলেন । মমতার প্রশ্ন, বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় দল পাঠায় । পুলওয়ামায় ক'টা কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে ?

প্রসঙ্গত, সম্প্রতি সংবাদমাধ্যমে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল সিংয়ের একটি সাক্ষাত্‍কার প্রকাশিত হয়েছে । সেই সাক্ষাত্‍কারে সত্যপাল দাবি করেছেন, 2019 সালের লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাফিলতি স্পষ্ট ছিল ! সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তিনি জানিয়েছিলেন । কিন্তু, তাঁরা দু'জনই তাঁকে 'চুপ' করে থাকতে বলেন !

এ দিন সেই পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জাতীয় নিরাপত্তার ইস্যু বলে আগে কিছু বলিনি । কিন্তু সত্যটা একদিন সামনে আসবেই । আজকের পরিস্থিতি দেখুন । 2-3 দিন আগে কাশ্মীরের প্রাক্তন রাজ্য়পাল যে কথা প্রকাশ্যে বলেছেন, তা থেকে তো প্রমাণিত নিরাপত্তায় গলদ ছিল । আমরা তখন‌ও বলেছিলাম, এটায় ইন্টিলিজেন্স ফেলিওর হয়েছে । এখন তো সত্যপাল মালিকও বলছেন । কী তদন্ত হয়েছে আমরা জানি না । তাই এ বার তদন্ত দাবি করছি ।"

মুখ্যমন্ত্রী বলেন, কথায় কথায় বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে । তিনি পুলওয়ামা হামলার ঘটনায় তদন্ত দাবি করেছেন । তাঁর কথায়, "পুলওয়ামা কাণ্ডে কটা কেন্দ্রীয় দল গিয়েছে ? পুলওয়ামা কাণ্ডে সুপ্রিম কোর্টের বর্তমানে কর্মরত বিচারপতি দিয়ে তদন্ত হোক । সংবিধানের প্রতি আমার পূর্ণ আস্থা আছে ।"

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, তাঁর দলের কর্মীদের মিথ্যে মামলায়, পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে । সবটাই একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।

আরও পড়ুন: বাংলার সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহকে নিশানা মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.