ETV Bharat / state

CAA ইশুতে সুর নরম মমতার, চাইলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ - মমতা বন্দ্যোপাধ্যায়

সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীকে আইন প্রত্যাহারের অনুরোধ মমতার ৷

সুর নরম মমতার, চাইলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ
সুর নরম মমতার, চাইলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ
author img

By

Published : Dec 20, 2019, 3:24 PM IST

Updated : Dec 20, 2019, 5:35 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : CAA বাতিল করতে এবারে সুর নরম করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানালেন তিনি । আজ তৃণমূল ভবনে বৈঠকের পর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, "আপনি BJP-র প্রধানমন্ত্রী না । দেশের প্রধানমন্ত্রী । দেশজুড়ে যে প্রতিবাদের আগুন জ্বলছে তা থামানোর জন্য হস্তক্ষেপ করুন । বার বার অনুরোধ করছি CAA প্রত্যাহার করে নিন । আসুন সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করি ।''

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে গতকাল কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক ।" এই মন্তব্যের পরই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয় । অনেকেই বলতে থাকেন মুখ্যমন্ত্রীর গণতন্ত্রের প্রতি আস্থা নেই । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রত্যাহারের জন্য আবেদন জানান রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁকে ট্যাগ করে দু'টি টুইট করেন তিনি ।

এরপর আজ তৃণমূল ভবনে জরুরি বৈঠক শেষে গণভোট প্রসঙ্গে গতকালের অবস্থান থেকে কার্যত সরে এসে ব্যাখা দেন মমতা । তিনি বলেন, "নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়ার কথা বলেছি । রাষ্ট্রসংঘ ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলেছি । জনমত নেওয়ার কথা বোঝাতে চেয়েছি ।" গতকাল গণভোটের জোরালো দাবি থেকে একটু হলেও সরে সুর নরম করে CAA প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি । বলেন, " বার বার অনুরোধ করছি CAA প্রত্যাহার করে নিন।"

কলকাতা, 20 ডিসেম্বর : CAA বাতিল করতে এবারে সুর নরম করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানালেন তিনি । আজ তৃণমূল ভবনে বৈঠকের পর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, "আপনি BJP-র প্রধানমন্ত্রী না । দেশের প্রধানমন্ত্রী । দেশজুড়ে যে প্রতিবাদের আগুন জ্বলছে তা থামানোর জন্য হস্তক্ষেপ করুন । বার বার অনুরোধ করছি CAA প্রত্যাহার করে নিন । আসুন সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করি ।''

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে গতকাল কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক ।" এই মন্তব্যের পরই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয় । অনেকেই বলতে থাকেন মুখ্যমন্ত্রীর গণতন্ত্রের প্রতি আস্থা নেই । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রত্যাহারের জন্য আবেদন জানান রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁকে ট্যাগ করে দু'টি টুইট করেন তিনি ।

এরপর আজ তৃণমূল ভবনে জরুরি বৈঠক শেষে গণভোট প্রসঙ্গে গতকালের অবস্থান থেকে কার্যত সরে এসে ব্যাখা দেন মমতা । তিনি বলেন, "নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়ার কথা বলেছি । রাষ্ট্রসংঘ ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলেছি । জনমত নেওয়ার কথা বোঝাতে চেয়েছি ।" গতকাল গণভোটের জোরালো দাবি থেকে একটু হলেও সরে সুর নরম করে CAA প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি । বলেন, " বার বার অনুরোধ করছি CAA প্রত্যাহার করে নিন।"

Intro:কলকাতা, ২০ ডিসেম্বর : CAA বাতিল করতে এবারে সুর নরম করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানালেন তিনি । আজ তৃণমূল ভবনের বৈঠকের পর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, "আপনি বিজেপির প্রধানমন্ত্রী না। দেশের প্রধানমন্ত্রী । দেশজুড়ে যে প্রতিবাদের আগুন জ্বলছে তা থামানোর জন্য হস্তক্ষেপ করুন । বার বার অনুরোধ করছি CAA প্রত্যাহার করে নিন । আসুন সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করি।


Body:r57i


Conclusion:
Last Updated : Dec 20, 2019, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.