কলকাতা, 29 ডিসেম্বর: এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন রুটিন চেকআপ করানোর তিনি হাসপাতালে এসেছেন ৷ সেইসঙ্গে তিনি নতুন বছরের আগাম শুভেচ্ছাও জানালেন ৷
মখ্যমন্ত্রী এদিন হাসপাতালে পৌঁছনোর আগে সকালে স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগম তত্তাবধান করে যান ৷ মুখ্যমন্ত্রী আসার আগে তিনি হাসপাতালে পৌঁছন ৷ নিগমের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন 02.40 মিনিট নাগাদ হাসপাতালে প্রবেশ করেন ৷ হাসপাতালে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ব্যাতিব্যস্ত হওয়ার কিছু নেই ৷ শরীর ঠিক রয়েছে রুটিন চেকআপ করাতে এসেছি ৷ আর এক্স রেও করাব। আমি রোজ বিশ হাজার পথ হাঁটি ৷ সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার ৷"
সূত্রের খবর, সামনেই গঙ্গাসাগর উৎসব । তার আগে বেশ কিছু শারীরিক পরীক্ষা করাতে তিনি হাসপাতালে আসেন ৷ তাঁর আসার পর হাসপাতালে আসেন সিপি ৷ উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন তিনি ৷ গত সেপ্টেম্বর মাসে স্পেন এবং দুবাই সফর সেরে এসএসকেএমে এসেছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছিল, বিদেশে থাকাকালীনই বাঁ-পায়ের হাঁটুতে চোট পান তিনি। ব্যস্ত কর্মসূচি থাকায় বিদেশ সফরে পায়ের চিকিৎসা করাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শহরে ফিরে পায়ের চিকিৎসা করাতে যান তিনি। তখন হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রীকে 10 দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা ৷ সে মতো তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন।
গত কয়েক মাস ধরেই পায়ের সমস্যায় ভুগছেন মুখ্যমন্ত্রী। গত জুন মাসে উত্তরবঙ্গ সফরে পায়ে চোট পান। জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে ওই হেলিকপ্টারটি। সেই সময়ই পায়ে চোট লাগে তাঁর। কলকাতায় ফিরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান।
আরও পড়ুন: