কলকাতা, 30 অক্টোবর: বিশ্বভারতীর ফলক বিতর্কে আবার কড়াবার্তা দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় । কয়েকদিন আগেই কালীঘাটে সাংবাদিক সম্মেলন করে এই ফলক বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন তিনি । ইউনেস্কোর স্বীকৃতি সংক্রান্ত যে ফলক বিশ্বভারতী কর্তৃপক্ষ তৈরি করেছে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দেওয়া নিয়ে সরব হয়েছিলেন মমতা । এরপর আরও একবার এই নিয়ে কড়া বার্তা দিলেন তিনি । সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় ফলক বিতর্কে দিল্লিকে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি ।
এই বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘কবিগুরুকে ভুলে আত্মপ্রচারমূলক, অহংকারী প্রচার চলছে বিশ্বভারতীতে । শান্তিনিকেতনকে সম্মান দিয়েছে ইউনেস্কো । কিন্তু বর্তমানে সেখানকার প্রধান কবিগুরুর অবদান ভুলে নিজের নামের প্রচার চালাচ্ছেন । ঈশ্বরের দোহাই, ওই ফলক সরিয়ে ফেলুন যেখানে কবিগুরুকে অসম্মান করা হয়েছে । সামান্য মানবিকতা দেখান । সম্মান করুন ।’’ একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর কেন্দ্রের কাছে তাঁর আর্জি, এই চরম ভুল শুধরে নেওয়ার জন্য পদক্ষেপ করুক দিল্লিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ।
প্রসঙ্গত, এর আগে এই বিতর্কিত ফলক নিয়ে একবার উষ্মা প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো । জানিয়েছিলেন, যেভাবে শান্তিনিকেতনকে ইউনেস্কোর স্বীকৃতির ফলকের রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হয়েছে, তা কোনোভাবেই মেনে নেবেন না তিনি । ইতিমধ্যেই এই নিয়ে ব্যবস্থা না নিলে সেখানে আন্দোলন করবে তৃণমূল । সেই মতো এখনও পর্যন্ত শান্তিনিকেতনে আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস । কিন্তু এই অবস্থায় পালটা আক্রমণের পথে গিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । আর সেই কারণেই মনে করা হচ্ছে এ দিন এই বার্তার মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইলেন ।
আরও পড়ুন: 'আপনি কান দিয়ে দেখেন', ফলক বিতর্কে মুখ্যমন্ত্রীকে আক্রমণ উপাচার্যের; সমালোচনায় তৃণমূল