ETV Bharat / state

Mamata Banerjee: 'সাক্ষী ছাড়া রেড করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা', তোপ মমতার; নিশানায় প্রধানমন্ত্রীও - মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Lambasts Central Agencies: কোনও রকম সাক্ষী না রেখে রেড করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তারাই যদি বন্দুক, বিস্ফোরক বা টাকা রেখে আসে, তাহলে তার দায় কে নেবে ? এই প্রশ্নই ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 7:13 PM IST

Updated : Aug 22, 2023, 8:00 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 22 অগস্ট: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সংস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দেওয়া নিয়ে এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তদন্তকারীর সংস্থার সক্রিয়তা নিয়ে এ দিন সরব হয়েছেন তিনি । মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সদ্য বিদেশ ফেরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা । এ দিন তিনি তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেও ৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের বাড়িতে রোজ ওরা অত্যাচার করছে । আর কালকেও সারারাত ওরা তল্লাশি চালিয়েছে । আমাকে কেউ বলেনি, আমি আইজির কাছ থেকে জানতে পেরেছি । না জানিয়ে... হঠাৎ ৷ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গিয়েছে তাঁর চার-পাঁচটা জায়গায় । সকাল ছ'টায় আমি জানতে পারলাম বাবুরা বেরিয়েছেন । আমার সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটা, আচ্ছা বলুন তো যখন পুজো কমিটিগুলিকে বলা হয়েছিল ইনকাম ট্যাক্স দিতে হবে । এই নিয়ে জোরদার আন্দোলন হয়েছিল । তারপর বাধ্য হয়েছিল ওরা ব্যাক আউট করতে ।"

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, "ধরুন আমার বাড়িতে কেউ গেল বা আমি আপনার বাড়িতে পুলিশ পাঠালাম । নিয়মটা কী, একটা ওয়ারেন্ট তো থাকবে ! বা বাড়ির লোককে ডেকে কথা বলবে, তাঁকে জানাবে কেন এসেছে ! রেড করতে হলে বাড়ির অন্যান্য লোকেরাও থাকবেন । অনেকেই আছেন ইংরেজি ভালো জানেন না । বা বাংলায় ভালো ড্রাফ্ট করতে পারেন না । তাঁরা আইনজীবীর সাহায্য নেন । তুমি একটা জায়গায় যাচ্ছো রেড করতে, তুমি তালা ভেঙে ঢুকছো । জানাচ্ছো না। ধরুন, সে নেই বাড়িতে আর যদি কেউ থাকেন তাঁকেও ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে । ঢুকে কোনও উইটনেস রাখছো না । তুমি যে একটা বিস্ফোরক রেখে যাচ্ছ না-কে তার গ্যারান্টার হবে । তুমি নিজে ঢুকছো নিজে করছ তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছো না, কে গ্যারান্টি নেবে । তুমি যে কয়েক কোটি টাকা নিজের বাক্সে করে নিয়ে ঢুকছো না তা কে বলতে পারে !"

আরও পড়ুন: আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা

মমতার কথায়, "এ সব জানাবারও কোনও জায়গা নেই । যা ইচ্ছা তাই করব । অর্থাৎ এটা আইনি নয়, বেআইনিভাবে বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা চলছে । আমি তাও বলব আমি আমার কথা বলি না । হরীশ চ্যাটার্জি স্ট্রিটে কাল ওরা যায়নি । কোনও একটি কাগজ লিখেছে উসকে দেওয়ার জন্য । গেলে যাবে । কালীমন্দিরেও যেতে পারে দক্ষিণেশ্বরেও যেতে পারে । নাখোদা মসজিদেও যেতে পারে । এটা তাদের ব্যাপার । কে বারণ করেছে ? যাবেন এক কাপ চা খাবেন চলে আসবেন । কিন্তু তাই বলে কে কাকে বিয়ে করেছেন, তাঁর কোথায় জন্ম হয়েছে ! তাঁর কটা বাচ্চা হয়েছে, তিনি কোন স্কুলে পড়েন, তাঁর বাড়িতে কী চলছে, এ সব প্রশ্ন করা যায় না । স্বাধীন দেশের নাগরিক আমরা । বাইরে গিয়ে প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছেন । হাম তো সবকো লেকে চলতে হ্যায় । আর বিরোধী রাজ্যগুলোকে দেখুন, সবাইকে পিঁপড়ের মতো কামড়াচ্ছে ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 22 অগস্ট: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সংস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দেওয়া নিয়ে এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তদন্তকারীর সংস্থার সক্রিয়তা নিয়ে এ দিন সরব হয়েছেন তিনি । মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সদ্য বিদেশ ফেরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা । এ দিন তিনি তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেও ৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের বাড়িতে রোজ ওরা অত্যাচার করছে । আর কালকেও সারারাত ওরা তল্লাশি চালিয়েছে । আমাকে কেউ বলেনি, আমি আইজির কাছ থেকে জানতে পেরেছি । না জানিয়ে... হঠাৎ ৷ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গিয়েছে তাঁর চার-পাঁচটা জায়গায় । সকাল ছ'টায় আমি জানতে পারলাম বাবুরা বেরিয়েছেন । আমার সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটা, আচ্ছা বলুন তো যখন পুজো কমিটিগুলিকে বলা হয়েছিল ইনকাম ট্যাক্স দিতে হবে । এই নিয়ে জোরদার আন্দোলন হয়েছিল । তারপর বাধ্য হয়েছিল ওরা ব্যাক আউট করতে ।"

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, "ধরুন আমার বাড়িতে কেউ গেল বা আমি আপনার বাড়িতে পুলিশ পাঠালাম । নিয়মটা কী, একটা ওয়ারেন্ট তো থাকবে ! বা বাড়ির লোককে ডেকে কথা বলবে, তাঁকে জানাবে কেন এসেছে ! রেড করতে হলে বাড়ির অন্যান্য লোকেরাও থাকবেন । অনেকেই আছেন ইংরেজি ভালো জানেন না । বা বাংলায় ভালো ড্রাফ্ট করতে পারেন না । তাঁরা আইনজীবীর সাহায্য নেন । তুমি একটা জায়গায় যাচ্ছো রেড করতে, তুমি তালা ভেঙে ঢুকছো । জানাচ্ছো না। ধরুন, সে নেই বাড়িতে আর যদি কেউ থাকেন তাঁকেও ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে । ঢুকে কোনও উইটনেস রাখছো না । তুমি যে একটা বিস্ফোরক রেখে যাচ্ছ না-কে তার গ্যারান্টার হবে । তুমি নিজে ঢুকছো নিজে করছ তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছো না, কে গ্যারান্টি নেবে । তুমি যে কয়েক কোটি টাকা নিজের বাক্সে করে নিয়ে ঢুকছো না তা কে বলতে পারে !"

আরও পড়ুন: আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা

মমতার কথায়, "এ সব জানাবারও কোনও জায়গা নেই । যা ইচ্ছা তাই করব । অর্থাৎ এটা আইনি নয়, বেআইনিভাবে বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা চলছে । আমি তাও বলব আমি আমার কথা বলি না । হরীশ চ্যাটার্জি স্ট্রিটে কাল ওরা যায়নি । কোনও একটি কাগজ লিখেছে উসকে দেওয়ার জন্য । গেলে যাবে । কালীমন্দিরেও যেতে পারে দক্ষিণেশ্বরেও যেতে পারে । নাখোদা মসজিদেও যেতে পারে । এটা তাদের ব্যাপার । কে বারণ করেছে ? যাবেন এক কাপ চা খাবেন চলে আসবেন । কিন্তু তাই বলে কে কাকে বিয়ে করেছেন, তাঁর কোথায় জন্ম হয়েছে ! তাঁর কটা বাচ্চা হয়েছে, তিনি কোন স্কুলে পড়েন, তাঁর বাড়িতে কী চলছে, এ সব প্রশ্ন করা যায় না । স্বাধীন দেশের নাগরিক আমরা । বাইরে গিয়ে প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছেন । হাম তো সবকো লেকে চলতে হ্যায় । আর বিরোধী রাজ্যগুলোকে দেখুন, সবাইকে পিঁপড়ের মতো কামড়াচ্ছে ।"

Last Updated : Aug 22, 2023, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.