কলকাতা, 31 জুলাই: বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি জানালেন, তাঁকে দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাত নেড়েছেন ৷ মুখ্যমন্ত্রী এ দিন বলেন যে, তিনি আশা করছেন যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷
হাসপাতালে মুখ্যমন্ত্রী: আজ বিকেল সওয়া চারটে নাগাদ আলিপুরের হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ হাসপাতালের ভেতরে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে আসেন তিনি ৷ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন হাসপাতালের চিকিৎসকদের কাছে ৷
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উনি আমাকে দেখে হাত নাড়ালেন বলে আমার মনে হল ৷ বাকিটা কেমন আছেন ডাক্তাররা বলতে পারবেন ৷ তাঁরা বলছেন, প্যারামিটারগুলো ঠিকঠাক আছে ৷ ঘণ্টায় ঘণ্টায় প্যারামিটার চেক করা হচ্ছে ৷ ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে ৷ আশা করছি উনি পারবেন ৷"
এ দিন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রী হাসপাতালে প্রবেশের আগেই গোটা চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ৷
শনিবার ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী: দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ এর আগে, কোভিডে আক্রান্ত হয়েও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ তবে তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান তিনি ৷ তবে গত শনিবার আবারও শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ভর্তি হন আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ৷ তাঁকে প্রথমে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হলেও পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেই রাতেই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয় ৷ তাঁর চিকিৎসায় গঠিত হয় মেডিক্যাল বোর্ড ৷ চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি ৷
আরও পড়ুন: ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্টে বুদ্ধদেব, সংক্রমণ কমার কথা জানাল মেডিক্যাল বোর্ড
বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত: রবিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয় ৷ তিনি সংকটে থাকলেও স্থিতিশীল ছিলেন ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন ৷ এরই মধ্যে তাঁর জ্ঞানও ফেরে ৷ ইশারায় কথা বোঝানোরও চেষ্টা করেন তিনি ৷ ডাক্তাররা জানান, ফুসফুসে ভালো রকম সংক্রমণ থাকলেও হার্টটা ভালো থাকায় লড়াই চালিয়ে যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তিনি বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানান চিকিৎসকরা ৷
শারীরিক অবস্থা উন্নতি: সোমবার তাঁর ফুসফুসের সিটি স্ক্যান হয়েছে ৷ সেই রিপোর্ট দেখে ডাক্তাররা বলেন, আগের থেকে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তবে এখনও তিনি বিপন্মুক্ত নন ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে ৷ সকালে সিটি স্ক্যান করার পরেই চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে । ওই রিপোর্টের উপর নির্ভর করেই ভেন্টিলেশনের পরিমাপ ঠিক করার কথা ছিল । দুপুরে 11 সদস্যদের মেডিক্যাল বোর্ড একটি বৈঠক করেন । তারপরেই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হয় । প্রায় 2 ঘণ্টার বেশি তাঁকে পর্যবেক্ষণ করা হয় । দেখা যায়, তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি ।