ETV Bharat / state

Mamata to Give Widow Allowance : বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার হাত ধরে আরও 8 লক্ষকে বিধবাভাতা - State Government)

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবাভাতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to Give 8 Lakh Widow Allowance at Netaji Indoor Stadium on Wednesday) ৷ সেখানে নতুন 8 লক্ষকে বিধবাভাতা মঞ্জুর করা হবে বলে জানা গিয়েছে । আগে বিধবাভাতা 700 টাকা দেওয়া হত, তা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে ।

Mamata Banerjee to present in Netaji Indoor Stadium
Mamata Banerjee
author img

By

Published : Mar 22, 2022, 3:06 PM IST

কলকাতা, 22 মার্চ : মহিলা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার । বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নতুন করে প্রায় 8 লক্ষকে বিধবাভাতা দেওয়া হবে (Mamata Banerjee to Give 8 Lakh Widow Allowance at Netaji Indoor Stadium on Wednesday) । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কয়েকজনের হাতে পরিষেবা প্রদান করবেন ৷

প্রসঙ্গত, রাজ্য়ে ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের ওপর বাড়তি নজর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷

আরও পড়ুন : PM Modi on World Water Day : জল সংরক্ষণে দেশবাসীকে ফের শপথগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

আর সেই মহিলা ভোটব্যাঙ্ক যাতে কোনওভাবেই হাতছাড়া না হয়ে যায়, সেই দিকেই তাকিয়ে একের পর এক মহিলাদের জন্য প্রকল্প আনছে রাজ্য সরকার ৷ রাজ্যে মহিলাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইতিমধ্য়ে একগুচ্ছ প্রকল্প ও ভাতা চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (State Government)। সম্প্রতি রাজ্য বাজেট পেশ করার সময়ও মহিলাদের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ৷

বিরোধীদের করা অভিযোগ অনুযায়ী রাজ্যের কোষাগার শূন্য হলেও জনকল্যাণমুখী প্রকল্পে কোনও ধরনের খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার । আর সে কারণেই রাজ্যের আরও 8 লক্ষ বিধবাকে ভাতা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ।

আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা হতে পারে আগামীকাল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে বিধবাদের ভাতা প্রদান নিয়ে একটি অনুষ্ঠান । যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবারের অনুষ্ঠান থেকেই 8 লক্ষ বিধবাভাতা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে ৷

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর থেকে সমস্ত রকম ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে ৷ আগে যেখানে বিধবাভাতা 700 টাকা দেওয়া হত, তা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে । সম্প্রতি রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প সম্পন্ন হয়েছে । সেখানে কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে বিধবাভাতার জন্য । সেখান থেকেই বেছে নতুন করে বেশ কিছু উপভোক্তার হাতে ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে পরিষেবা প্রদান করবেন বলে নবান্ন সূত্রে খবর ।

আরও পড়ুন : Chetla Chemical Factory Fire : চেতলায় রঙ কারখানায় ভয়াবহ আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই উদ্যোগকে যথারীতি কটাক্ষ করা হয়েছে । বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার খেলামেলা আর অনুদানের সরকার । বাস্তবিকভাবে মানুষের, নাগরিক জীবনের উন্নয়ন নিয়ে এই সরকার ভাবে না । মূলত ভাতা দিয়ে নিজস্ব ভোটব্যাঙ্ক হিসেবে তাদের ব্যবহার করতে চাইছে রাজ্য ।"

যদিও বিরোধীদের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তাপস রায়। তিনি বলেন, "উন্নয়ন আর মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক । এই সরকারের আমলে সব শ্রেণীর মানুষের উন্নয়নের দিকে নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে সহায়-সম্বলহীন বিধবারাই বা কেন অবহেলিত থাকবেন ।"

আরও পড়ুন : Fuel Price Hike : এক লাফে 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মহার্ঘ্য পেট্রল-ডিজেলও

উল্লেখ্য, বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য বাজেটে বিধবা মহিলাদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । বিধবাভাতার জন্য বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 2 হাজার 500 কোটি টাকা । রাজ্যে বর্তমানে আনুমানিক প্রায় 13 লক্ষের বেশি মহিলা বিধবা ভাতা পান । এবার আগামী বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আরও 8 লাখ বিধবাভাতা চালু করবেরাজ্য় সরকার । অর্থাৎ, সব মিলিয়ে প্রায় 21 লক্ষের বেশি মহিলা বিধবা ভাতার সুবিধা পাবেন ।

কলকাতা, 22 মার্চ : মহিলা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার । বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নতুন করে প্রায় 8 লক্ষকে বিধবাভাতা দেওয়া হবে (Mamata Banerjee to Give 8 Lakh Widow Allowance at Netaji Indoor Stadium on Wednesday) । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কয়েকজনের হাতে পরিষেবা প্রদান করবেন ৷

প্রসঙ্গত, রাজ্য়ে ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের ওপর বাড়তি নজর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷

আরও পড়ুন : PM Modi on World Water Day : জল সংরক্ষণে দেশবাসীকে ফের শপথগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

আর সেই মহিলা ভোটব্যাঙ্ক যাতে কোনওভাবেই হাতছাড়া না হয়ে যায়, সেই দিকেই তাকিয়ে একের পর এক মহিলাদের জন্য প্রকল্প আনছে রাজ্য সরকার ৷ রাজ্যে মহিলাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইতিমধ্য়ে একগুচ্ছ প্রকল্প ও ভাতা চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (State Government)। সম্প্রতি রাজ্য বাজেট পেশ করার সময়ও মহিলাদের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ৷

বিরোধীদের করা অভিযোগ অনুযায়ী রাজ্যের কোষাগার শূন্য হলেও জনকল্যাণমুখী প্রকল্পে কোনও ধরনের খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার । আর সে কারণেই রাজ্যের আরও 8 লক্ষ বিধবাকে ভাতা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ।

আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা হতে পারে আগামীকাল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে বিধবাদের ভাতা প্রদান নিয়ে একটি অনুষ্ঠান । যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবারের অনুষ্ঠান থেকেই 8 লক্ষ বিধবাভাতা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে ৷

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর থেকে সমস্ত রকম ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে ৷ আগে যেখানে বিধবাভাতা 700 টাকা দেওয়া হত, তা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে । সম্প্রতি রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প সম্পন্ন হয়েছে । সেখানে কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে বিধবাভাতার জন্য । সেখান থেকেই বেছে নতুন করে বেশ কিছু উপভোক্তার হাতে ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে পরিষেবা প্রদান করবেন বলে নবান্ন সূত্রে খবর ।

আরও পড়ুন : Chetla Chemical Factory Fire : চেতলায় রঙ কারখানায় ভয়াবহ আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই উদ্যোগকে যথারীতি কটাক্ষ করা হয়েছে । বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার খেলামেলা আর অনুদানের সরকার । বাস্তবিকভাবে মানুষের, নাগরিক জীবনের উন্নয়ন নিয়ে এই সরকার ভাবে না । মূলত ভাতা দিয়ে নিজস্ব ভোটব্যাঙ্ক হিসেবে তাদের ব্যবহার করতে চাইছে রাজ্য ।"

যদিও বিরোধীদের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তাপস রায়। তিনি বলেন, "উন্নয়ন আর মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক । এই সরকারের আমলে সব শ্রেণীর মানুষের উন্নয়নের দিকে নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে সহায়-সম্বলহীন বিধবারাই বা কেন অবহেলিত থাকবেন ।"

আরও পড়ুন : Fuel Price Hike : এক লাফে 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মহার্ঘ্য পেট্রল-ডিজেলও

উল্লেখ্য, বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য বাজেটে বিধবা মহিলাদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । বিধবাভাতার জন্য বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 2 হাজার 500 কোটি টাকা । রাজ্যে বর্তমানে আনুমানিক প্রায় 13 লক্ষের বেশি মহিলা বিধবা ভাতা পান । এবার আগামী বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আরও 8 লাখ বিধবাভাতা চালু করবেরাজ্য় সরকার । অর্থাৎ, সব মিলিয়ে প্রায় 21 লক্ষের বেশি মহিলা বিধবা ভাতার সুবিধা পাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.