ETV Bharat / state

Mamata to Meet TMC MPs: সংসদের শীতকালীন অধিবেশনের কৌশল ঠিক করতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা ! - সংসদের শীতকালীন অধিবেশন

সংসদের শীতকালীন অধিবেশনের (Parliament winter session) কৌশল ঠিক করতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ দলের একটি সূত্র এমনই দাবি করেছে (Mamata to Meet TMC MPs)৷

Mamata Banerjee to finalise Trinamool's strategy for Parliament winter session
সংসদের শীতকালীন অধিবেশনের কৌশল ঠিক করতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা !
author img

By

Published : Nov 30, 2022, 1:54 PM IST

কলকাতা, 30 নভেম্বর: সংসদে আসন্ন শীতকালীন অধিবেশন (Parliament winter session) নিয়ে দলের কৌশল ঠিক করতে ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! বিশেষ সূত্রে খবর, সামনের মাসে নয়াদিল্লিতে দলের সমস্ত সাংসদদের সঙ্গে দেখা করবেন তিনি ৷ সেই বৈঠকেই সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের জন্য দলের কৌশল চূড়ান্ত করবেন মমতা (Mamata to Meet TMC MPs)৷

দলীয় সূত্র জানিয়েছে, আগামী 7 ডিসেম্বর লোকসভার সাংসদ সৌগত রায়ের সরকারি বাসভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । অধিবেশন চলাকালীন যে বিষয়গুলি দলের তরফে তুলে ধরা হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে ৷ নাম প্রকাশ অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, "দলের সমস্ত লোকসভা ও রাজ্যসভার সদস্যদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে সেই বৈঠকে ৷" সূত্র আরও জানিয়েছে যে, রাজ্যের বিভিন্ন কেলেঙ্কারি সংক্রান্ত বিতর্কিত বিষয়গুলি তুলে ধরে অন্য দলের সাংসদরা আক্রমণ শানালে কী জবাব দেওয়া হবে, সে সম্পর্কেও রূপরেখা তৈরি করে দেবেন তৃণমূল নেত্রী ।

আরও পড়ুন: নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী বছর ভারত আয়োজিত জি20 শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন ৷ সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে মমতা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেবেন ৷ এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হওয়া নিয়েও জল্পনা চলছে ৷ যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু নিশ্চিত খবর জানা যায়নি ৷ এই সফরের সময় আজমের শরিফ যাওয়ারও পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর । দলীয় সূত্র জানিয়েছে যে, জাতীয় রাজধানীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও কয়েকটি অ-বিজেপি দলের নেতাদের সঙ্গে বৈঠকের সূচি ঠিক করারও চেষ্টা চলছে । তবে এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি ৷

কলকাতা, 30 নভেম্বর: সংসদে আসন্ন শীতকালীন অধিবেশন (Parliament winter session) নিয়ে দলের কৌশল ঠিক করতে ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! বিশেষ সূত্রে খবর, সামনের মাসে নয়াদিল্লিতে দলের সমস্ত সাংসদদের সঙ্গে দেখা করবেন তিনি ৷ সেই বৈঠকেই সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের জন্য দলের কৌশল চূড়ান্ত করবেন মমতা (Mamata to Meet TMC MPs)৷

দলীয় সূত্র জানিয়েছে, আগামী 7 ডিসেম্বর লোকসভার সাংসদ সৌগত রায়ের সরকারি বাসভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । অধিবেশন চলাকালীন যে বিষয়গুলি দলের তরফে তুলে ধরা হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে ৷ নাম প্রকাশ অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, "দলের সমস্ত লোকসভা ও রাজ্যসভার সদস্যদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে সেই বৈঠকে ৷" সূত্র আরও জানিয়েছে যে, রাজ্যের বিভিন্ন কেলেঙ্কারি সংক্রান্ত বিতর্কিত বিষয়গুলি তুলে ধরে অন্য দলের সাংসদরা আক্রমণ শানালে কী জবাব দেওয়া হবে, সে সম্পর্কেও রূপরেখা তৈরি করে দেবেন তৃণমূল নেত্রী ।

আরও পড়ুন: নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী বছর ভারত আয়োজিত জি20 শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন ৷ সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে মমতা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেবেন ৷ এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হওয়া নিয়েও জল্পনা চলছে ৷ যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু নিশ্চিত খবর জানা যায়নি ৷ এই সফরের সময় আজমের শরিফ যাওয়ারও পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর । দলীয় সূত্র জানিয়েছে যে, জাতীয় রাজধানীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও কয়েকটি অ-বিজেপি দলের নেতাদের সঙ্গে বৈঠকের সূচি ঠিক করারও চেষ্টা চলছে । তবে এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.