কলকাতা, 2 জুন: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে ফের শাসক দলের বিরুদ্ধে কাটমানি ইস্যুতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ব্যর্থ হওয়ায় এ বার দলীয় নেতাদের ফের কাটমানি তোলার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তৃণমূলকে ফের 'তোলামূল' বলে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, পঞ্চায়েত নির্বাচনের কাটমানি তোলার শেষ সুযোগকে কাজে লাগাতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ শুক্রবার সকালে দীর্ঘ একটি টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন, "যেহেতু ভাইপোর নবজোয়ার তরঙ্গ তৈরি করতে ব্যর্থ হয়েছে, সেই কারণে পিসি অবশেষে পঞ্চায়েত স্তরের তোলামূল নেতাদের জন্য 'আসল নবজোয়ার' চালু করার উদ্যোগ নিয়েছেন ৷ কাটমানির নবজোয়ার !!!"
শুভেন্দুর ঠিক কী অভিযোগ ?
টুইটে বিরোধী দলনেতা একটি তথ্য তুলে ধরেছেন ৷ তিনি জানান, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক দ্য ন্যাশনাল সোশাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম (NSAP)-এর অধীনে নতুন যোগ্য সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে ৷ এই অনুমোদন অনুযায়ী, জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য 1,66,453 জন সুবিধাভোগীকে আরও বাছাই করা যেতে পারে এবং জাতীয় বিধবা পেনশন প্রকল্পের ওয়েটিং লিস্ট থেকে আরও 68,630 জন সুবিধাভোগীকে সুবিধা পাওয়ার জন্য নির্বাচন করা যেতে পারে ।
এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ ওয়েটিং লিস্টে থাকা প্রতিটি ব্যক্তিকে চিহ্নিত করে 'যোগ্য' নাকি 'যোগ্য নয়' তা জানতে একটি শারীরিক যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা করতে বলেছে জেলাশাসকদের । এই যাচাইয়ের প্রক্রিয়ার ক্ষেত্রেই কাটমানি ইস্যুর ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন শুভেন্দু ৷
-
As "Bhaipo's Nabojowar" has failed to create ripples, Pishi has finally stepped in to usher in the "Original Nabojowar" for the Panchayat level Tolamool Leaders. The Nabojowar of Cut Money (কাট মানির নব জোয়ার) !!!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Central Ministry of Rural Development (@MoRD_GoI) has… pic.twitter.com/uDM6KMngKx
">As "Bhaipo's Nabojowar" has failed to create ripples, Pishi has finally stepped in to usher in the "Original Nabojowar" for the Panchayat level Tolamool Leaders. The Nabojowar of Cut Money (কাট মানির নব জোয়ার) !!!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 2, 2023
The Central Ministry of Rural Development (@MoRD_GoI) has… pic.twitter.com/uDM6KMngKxAs "Bhaipo's Nabojowar" has failed to create ripples, Pishi has finally stepped in to usher in the "Original Nabojowar" for the Panchayat level Tolamool Leaders. The Nabojowar of Cut Money (কাট মানির নব জোয়ার) !!!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 2, 2023
The Central Ministry of Rural Development (@MoRD_GoI) has… pic.twitter.com/uDM6KMngKx
এ প্রসঙ্গে তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতি বিশ্লেষণ করার আবেদন জানিয়েছেন ৷ বিজেপি নেতা জানান, বার্ধক্য পেনশন প্রকল্পে আরও 1,66,453 জনকে নির্বাচনের সুযোগ রয়েছে ৷ তবে ওয়েটিং লিস্টে নাম রয়েছে 7,85,506 জনের ৷ আর বিধবা পেনশন স্কিমে আরও 68,630 জনের নির্বাচনের সুযোগ রয়েছে ৷ অথচ ওয়েটিং লিস্টে নাম রয়েছে 2,50,773 জনের ৷ পঞ্চায়েতগুলি যাচাইকরণ প্রক্রিয়া চালাবে । আর তখনই কাটমানির বাড়-বাড়ন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ৷
তিনি বলেছেন, পঞ্চায়েতগুলির অতীত রেকর্ডকে মাথায় রেখে, যেমনটা হয়েছে ঘূর্ণিঝড় আমফানের পরে ত্রাণ বণ্টনের ক্ষেত্রে বা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী নির্বাচন, সেগুলি বিবেচনা করে 3টি সম্ভাব্য পরিস্থিতি কল্পনা করা যেতে পারে:
ক) ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ কাটমানি সংগ্রহ করা হবে । যাঁরা 'যোগ্য' হিসেবে চিহ্নিত হবেন শুধুমাত্র তাঁদের থেকে নয়, এই প্রক্রিয়ায় লক্ষাধিক লোক প্রতারিত হবেন, যাঁরা শেষ পর্যন্ত 'যোগ্য নয়' হিসেবে চিহ্নিত হবেন ।
খ) তোলামূল নেতা-কর্মীদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহযোগীরা সুবিধা পাবেন । নথিগুলিকে অনৈতিকভাবে হেরফের করে নির্বাচনের মাপকাঠিতে মান্যতা না পেলেও তাঁদের যোগ্য হিসেবে চিহ্নিত করা হবে ।
গ) এই যাচাইকরণ প্রক্রিয়াটি পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করার একটি হাতিয়ার হবে ৷ সুবিধাভোগী হিসেবে নির্বাচনের বিনিময়ে রাজনৈতিক আনুগত্য চাওয়া হবে ।
তৃণমূলের তীব্র সমালোচনা করে শুভেন্দুর দাবি, "পঞ্চায়েত স্তরের তোলামূল নেতাদের অবৈধ আয়ের প্রবাহ নিয়ে বেশ কিছুদিন ধরেই খরা চলছে । কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আবাস যোজনা এবং এমজিনারেগা কঠোর হাতে ধরেছে । দুর্ভাগ্যবশত তোলামূল নেতাদের জন্য মোকার মতো শেষ ঘূর্ণিঝড় তার পথ বদলে নিয়ে পশ্চিমবঙ্গে আছড়ে পড়েনি । তাই তাঁরা ত্রাণ তহবিল চুরি করতে এবং ত্রাণ সামগ্রী চুরি করতে পারেননি । সেই কারণে 2023 সালের অগাস্ট মাসে পঞ্চায়েতগুলির মেয়াদ শেষ হওয়ার আগে এটি তাঁদের লুটপাটের শেষ সুযোগ ।"
আরও পড়ুন: 'ভাইপো চোর', নন্দীগ্রামে অভিষেকের নবজোয়ার যাত্রার আগে দেওয়াল লিখন ঘিরে বিতর্ক