কলকাতা, 27 জুলাই: বিচার ব্যবস্থার প্রতি এবার ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আগেই হাইকোর্ট এবং বিচারপতিদের একাংশের ভূমিকা নিয়ে বিজেপি’কে তীব্র আক্রমণ করেছিলেন ৷ সেই সুরই কার্যত বৃহস্পতিবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায় ৷ এদিন বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি বিচারপতিদের বিজেপি ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ বিজেপি গণতন্ত্রকে কণ্ঠরোধ করছে বলেও এদিন আক্রমণাত্মক ভঙ্গিতে অভিযোগ করেন মমতা ৷ তবে বিধানসভায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী যে রীতিতে সরাসরি বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় তুললেন তা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির আনা মুলতুবি প্রস্তাবে আলোচনায় একাধিক প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায় ৷ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এদিন বিচার ব্যবস্থার প্রসঙ্গও তুলে আনেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে, তাঁর গলায় উঠে আসে মণিপুর প্রসঙ্গও ৷ আর তাতেই ক্ষুব্ধ বিজেপি বিধায়করা ওয়েলে নেমে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ যদিও তাতে মুখ্যমন্ত্রীকে অবশ্য থামানো যায়নি ৷ পালটা ঝাঁঝ চড়িয়ে এদিন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিধানসভায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এরা (বিজেপি) গণতন্ত্র মানে না ৷ বিচার ব্যবস্থাকে মানে না ৷ সবার কণ্ঠরোধ করা হচ্ছে ৷ বেশিরভাগ বিচারপতিরা ভয়ে কাঁপেন ৷ তাঁদের ভয় দেখানো হয় ৷" মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির পছন্দ মতো রায় না দিলে, বিচারপতিদের দিল্লিতে নিয়ে যাওয়া হবে না বলে ভয় দেখানো হয় ৷
তবে এই প্রথম নয় ৷ এর আগেও একাধিক বার একাধিক ইস্যুতে মুখ খুলতে গিয়ে বিচার ব্যবস্থাকে টার্গেট করেছে তৃণমূল ৷ মুখ খুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সম্প্রতি এসএসকেএম হাসপাতালে আহত তৃণমূল কর্মীদের দেখতে গিয়ে বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের আক্রমণ করেছিলেন অভিষেক ৷ এমনকী তিনি হাইকোর্টের একজন বিচারপতির নাম না করেও তীব্র আক্রমণ করেছিলেন ৷ এবার সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী নিজেও ৷ তবে প্রেক্ষিত অবশ্যই আলাদা ৷
আরও পড়ুন: 'নন্দীগ্রামে 2 ঘণ্টা লাইট অফ করে দিয়ে হঠাৎ রেজাল্ট বদলে গেল...', বিধানসভায় খোঁচা মমতার
রাজনৈতিক মহলের মতে, এদিন মুখ্যমন্ত্রী যেভাবে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে আচমকা বিচার ব্যবস্থার প্রতিও ক্ষোভ উগড়ে দিলেন, তা এক কথায় নজির বিহীন ৷ প্রসঙ্গত, সম্প্রতি একাধিক মামলায় হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্য সরকারের ৷ এমনকী সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোট নিয়েও একাধিক মামলায় খোদ প্রধান বিচারপতি তীব্র উষ্মা প্রকাশ করে একের পর এক সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন ৷ আর যা নিয়েই হাইকোর্টের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল ৷ এবার তারই নবতম সংযোজন খোদ মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গেল সেই সমালোচনা ৷