ETV Bharat / state

Mamata Banerjee: বিশাখাপত্তনমে কলকাতার ছাত্রীর মৃত্যু, পরিবারকে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর - বিশাখাপত্তনম

ভিনরাজ্যে পড়তে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে এরাজ্যের এক পড়ুয়ায় ৷ রবিবার ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রয়োজনে সিআইডি তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 20, 2023, 9:32 PM IST

Updated : Aug 20, 2023, 9:51 PM IST

কলকাতা, 20 অগস্ট: বিশাখাপত্তনমে পড়তে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে টালিগঞ্জের নেতাজি নগরের এক ছাত্রীর । চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল পরীক্ষা 'নিট'-এর প্রস্তুতি নিতে সেখানে গিয়েছিল ওই ছাত্রী ৷ কিন্তু পরীক্ষার আগেই রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয় । রবিবার ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনার তদন্তভার প্রয়োজনে সিআইডিকেও দিতে পারে রাজ্য ৷

এদিন নিহত ওই ছাত্রীর বাড়ি যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । অরূপ বিশ্বাসের ফোন থেকেই মুখ্যমন্ত্রী ওই ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। কঠিন সময়ে ওই পরিবারের পাশে থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । যাদবপুরে ছাত্র-মৃত্যু নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল তারই মাঝে ভিনরাজ্যে পড়তে গিয়ে বাংলার এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ছাত্রীর পরিবারকে প্রয়োজনীয় তদন্তের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হবে । একইসঙ্গে এই ঘটনার তদন্তভার দেওয়া হচ্ছে সিআইডিকে। যতদূর জানা গিয়েছে মুখ্যমন্ত্রী পরিবারকে আশ্বাস দিয়েছেন প্রয়োজন হলে সিআইডি বিশাখাপত্তনমে গিয়ে এই ঘটনার তদন্ত করবে ।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত 14 জুলাই । মৃত ছাত্রীর বাবা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, তাঁর মেয়ে কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না । বরং তাঁর মেয়েকে খুন করা হয়েছে । তাঁর দাবি, ঘর থেকে মদের বোতল পাওয়ায় মেয়ে অভিযোগ জানিয়েছিল। তাই প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: চোখের চিকিৎসা করিয়ে যুক্তরাষ্ট্র থেকে কলকাতা ফিরলেন অভিষেক

ছাত্রীটির পরিবারের তরফ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি । মৃত ছাত্রীর দিদি জানান, ঘটনার একদিন আগেই তাঁর সঙ্গে বোনের কথা হয় । কিন্তু, তার কথায় বোঝা যায়নি যে সে খারাপ অবস্থায় ছিল । সব কথা শোনার পর মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই নাবালিকা ছাত্রীর মৃত্যু রহস্যের সমাধান হবে ৷ প্রয়োজনে সিআইডিকে বিশাখাপত্তনমে পাঠিয়ে তদন্ত করা হবে ।

কলকাতা, 20 অগস্ট: বিশাখাপত্তনমে পড়তে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে টালিগঞ্জের নেতাজি নগরের এক ছাত্রীর । চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল পরীক্ষা 'নিট'-এর প্রস্তুতি নিতে সেখানে গিয়েছিল ওই ছাত্রী ৷ কিন্তু পরীক্ষার আগেই রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয় । রবিবার ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনার তদন্তভার প্রয়োজনে সিআইডিকেও দিতে পারে রাজ্য ৷

এদিন নিহত ওই ছাত্রীর বাড়ি যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । অরূপ বিশ্বাসের ফোন থেকেই মুখ্যমন্ত্রী ওই ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। কঠিন সময়ে ওই পরিবারের পাশে থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । যাদবপুরে ছাত্র-মৃত্যু নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল তারই মাঝে ভিনরাজ্যে পড়তে গিয়ে বাংলার এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ছাত্রীর পরিবারকে প্রয়োজনীয় তদন্তের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হবে । একইসঙ্গে এই ঘটনার তদন্তভার দেওয়া হচ্ছে সিআইডিকে। যতদূর জানা গিয়েছে মুখ্যমন্ত্রী পরিবারকে আশ্বাস দিয়েছেন প্রয়োজন হলে সিআইডি বিশাখাপত্তনমে গিয়ে এই ঘটনার তদন্ত করবে ।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত 14 জুলাই । মৃত ছাত্রীর বাবা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, তাঁর মেয়ে কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না । বরং তাঁর মেয়েকে খুন করা হয়েছে । তাঁর দাবি, ঘর থেকে মদের বোতল পাওয়ায় মেয়ে অভিযোগ জানিয়েছিল। তাই প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: চোখের চিকিৎসা করিয়ে যুক্তরাষ্ট্র থেকে কলকাতা ফিরলেন অভিষেক

ছাত্রীটির পরিবারের তরফ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি । মৃত ছাত্রীর দিদি জানান, ঘটনার একদিন আগেই তাঁর সঙ্গে বোনের কথা হয় । কিন্তু, তার কথায় বোঝা যায়নি যে সে খারাপ অবস্থায় ছিল । সব কথা শোনার পর মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই নাবালিকা ছাত্রীর মৃত্যু রহস্যের সমাধান হবে ৷ প্রয়োজনে সিআইডিকে বিশাখাপত্তনমে পাঠিয়ে তদন্ত করা হবে ।

Last Updated : Aug 20, 2023, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.