ETV Bharat / state

Mamata Banerjee on Party Candidate List : "বক্সী-পার্থর দেওয়া তালিকাই ফাইনাল", প্রার্থী বিতর্কে জল ঢেলে মন্তব্য মমতার - Mamata Banerjee on Party Candidate List

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে (UP Assembly Election) অখিলেশ যাদবের সমর্থনে প্রচার করতে এদিন লখনউ রওনা হলেন মমতা ৷

Mamata Banerjee on Party Candidate List
পৌরভোটে দলের প্রার্থী বিক্ষোভ নিয়ে বার্তা মমতার
author img

By

Published : Feb 7, 2022, 4:28 PM IST

Updated : Feb 7, 2022, 9:09 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : পৌরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা নিয়ে জেলায় জেলায় দলের মধ্যে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee speaks on TMC candidate list controversy) ৷ সোমবার উত্তরপ্রদেশ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে তৃণমূল সুপ্রিমো বলেন, '‘সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া তালিকাই ফাইনাল ৷’' তিনি আরও বলেন, "সবাইকে খুশি করা সম্ভব না ৷ তালিকা নিয়ে আর কোনও বিভ্রান্তি নেই" ৷ তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তির জেরে প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে রাজ্যের শাসকদলের দূরত্ব বৃদ্ধি, এমনকি চুক্তি বাতিলের যে গুঞ্জন চলছে, সে প্রসঙ্গে অবশ্য এদিন মমতা মুখ খোলেননি ৷ শুধু বলেছেন, "এটা দলের আভ্যন্তরীণ বিষয় নয়, এখানে এই নিয়ে কিছু বলব না ৷"

অন্যদিকে, এদিন দলের প্রার্থী তালিকা নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানেও পার্থ জানান, প্রার্থীতালিকা নিয়ে কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল তা ঠিক করে নেওয়া হয়েছে ৷ তাঁর কথায়, "আমার এবং সুব্রত বক্সীর সই করা প্রার্থীতালিকা জেলা সভাপতিদের কাছে পাঠিয়ে দিয়েছি ৷ কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল তাও ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে গতকালই জেলায় জেলায় সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তাই প্রার্থীতালিকা নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয় ৷" বিক্ষুদ্ধদের প্রতি তাঁর বার্তা, "প্রার্থী তো সকলকে করা সম্ভব নয়, কোথাও কোথাও যাঁরা পথে নেমেছেন, অসন্তোষ হয়েছে তাঁদের বলব আমাদের দল এক, নেত্রী এক, দলের প্রতীক এক ৷ তাই অসন্তোষ ভুলে সকলকেই দলীয় প্রার্থীকে জেতানোর কাজে নামতে হবে ৷"

আরও পড়ুন : আইপ্যাক ও তৃণমূলের সম্পর্কের কি শেষের শুরু, তালিকা বিভ্রাটে বাড়ছে জল্পনা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থনের কথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন অখিলেশের সমর্থনে সভা করতে লখনউ রওনা হলেন মমতা ৷ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে তিনি বলেন, "আমি চাই অখিলেশ জিতুক, সমাজবাদী পার্টি জিতুক উত্তরপ্রদেশে ৷ বিজেপি হারুক ৷ অখিলেশ আমন্ত্রণ জানিয়েছেন, সপার হাত শক্ত করতে যাচ্ছি ৷ অখিলেশের পাশে সবার দাঁড়ানো উচিত ৷ " পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে মমতা এদিন বলেন, "সবাই এক হয়ে লড়লে ভাল হত, কিন্তু হল না, আমরা চেষ্টা করেছিলাম ৷ ভোট কেটে তো লাভ নেই ৷" বারাণসীতেও তিনি প্রচারে যাবেন বলে মমতা এদিন জানিয়েছেন ৷ বলেছেন, লোকসভা ভোটে পঞ্জাবেও তৃণমূল লড়বে ৷

দ্বিতীয় বিমানবন্দর তৈরির জন্য রাজ্যে জোর করে জমি অধিগ্রহণ করা হবে না বলেও এদিন স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি : পৌরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা নিয়ে জেলায় জেলায় দলের মধ্যে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee speaks on TMC candidate list controversy) ৷ সোমবার উত্তরপ্রদেশ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে তৃণমূল সুপ্রিমো বলেন, '‘সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া তালিকাই ফাইনাল ৷’' তিনি আরও বলেন, "সবাইকে খুশি করা সম্ভব না ৷ তালিকা নিয়ে আর কোনও বিভ্রান্তি নেই" ৷ তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তির জেরে প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে রাজ্যের শাসকদলের দূরত্ব বৃদ্ধি, এমনকি চুক্তি বাতিলের যে গুঞ্জন চলছে, সে প্রসঙ্গে অবশ্য এদিন মমতা মুখ খোলেননি ৷ শুধু বলেছেন, "এটা দলের আভ্যন্তরীণ বিষয় নয়, এখানে এই নিয়ে কিছু বলব না ৷"

অন্যদিকে, এদিন দলের প্রার্থী তালিকা নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানেও পার্থ জানান, প্রার্থীতালিকা নিয়ে কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল তা ঠিক করে নেওয়া হয়েছে ৷ তাঁর কথায়, "আমার এবং সুব্রত বক্সীর সই করা প্রার্থীতালিকা জেলা সভাপতিদের কাছে পাঠিয়ে দিয়েছি ৷ কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল তাও ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে গতকালই জেলায় জেলায় সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তাই প্রার্থীতালিকা নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয় ৷" বিক্ষুদ্ধদের প্রতি তাঁর বার্তা, "প্রার্থী তো সকলকে করা সম্ভব নয়, কোথাও কোথাও যাঁরা পথে নেমেছেন, অসন্তোষ হয়েছে তাঁদের বলব আমাদের দল এক, নেত্রী এক, দলের প্রতীক এক ৷ তাই অসন্তোষ ভুলে সকলকেই দলীয় প্রার্থীকে জেতানোর কাজে নামতে হবে ৷"

আরও পড়ুন : আইপ্যাক ও তৃণমূলের সম্পর্কের কি শেষের শুরু, তালিকা বিভ্রাটে বাড়ছে জল্পনা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থনের কথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন অখিলেশের সমর্থনে সভা করতে লখনউ রওনা হলেন মমতা ৷ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে তিনি বলেন, "আমি চাই অখিলেশ জিতুক, সমাজবাদী পার্টি জিতুক উত্তরপ্রদেশে ৷ বিজেপি হারুক ৷ অখিলেশ আমন্ত্রণ জানিয়েছেন, সপার হাত শক্ত করতে যাচ্ছি ৷ অখিলেশের পাশে সবার দাঁড়ানো উচিত ৷ " পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে মমতা এদিন বলেন, "সবাই এক হয়ে লড়লে ভাল হত, কিন্তু হল না, আমরা চেষ্টা করেছিলাম ৷ ভোট কেটে তো লাভ নেই ৷" বারাণসীতেও তিনি প্রচারে যাবেন বলে মমতা এদিন জানিয়েছেন ৷ বলেছেন, লোকসভা ভোটে পঞ্জাবেও তৃণমূল লড়বে ৷

দ্বিতীয় বিমানবন্দর তৈরির জন্য রাজ্যে জোর করে জমি অধিগ্রহণ করা হবে না বলেও এদিন স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Feb 7, 2022, 9:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.