কলকাতা, 5 ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমান পরিস্থিতিতে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা । তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পরিস্থিতি গুরুতর হলেও ভীত নন তিনি । বিভাজনকারী শক্তির বিরুদ্ধে তাঁর লড়াই চলবে ।
মমতা এদিন বলেন, "বাংলা ভীত নয় । আমরা ভারত এবং ভারতের মানুষকে ভালোবাসি । আমরা সমস্ত কাস্ট এবং সম্প্রদায়কে সমান ভাবি ৷ বিভাজনকারী শক্তি আমাদের বিভাজিত করতে পারবে না । কারণ কোনওভাবেই আমরা বিভাজনকে সমর্থন করি না । আমরা মানবতার পক্ষে ।"
প্রসঙ্গত, চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে আওয়াজ তোলার ঘটনা এবারই প্রথম নয় । অতীতেও চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিভাজনকারী শক্তি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে বার্তা পাওয়া গিয়েছে এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল থেকেই । এদিন মূলত যজ্ঞের আগুনে ঘি ঢালার কাজটা করেছিলেন আসানসোলের সাংসদ ৷ বক্তব্য রাখার সময় বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, "আজকের যা পরিস্থিতি তাতে ঘাবড়াবেন না । ইউ আর আয়রন লেডি উইথ কাইন্ড হার্ট ।"
এখানেই শেষ নয় একটি কবিতার লাইন তুলে ধরে এই অভিনেতা রাজনীতিক বলেন, "ইয়ে খামোশ মিজাজি তুমহে জিনে নেহি দেঙ্গে ৷ ইস জামানে মে রেহেনা হে তো কো হরাম মাচাদো ।"
এদিন শত্রুঘ্ন সিনহার বক্তব্যে সমর্থনের সুর পাওয়া গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । অস্থির পরিস্থিতিতে বাংলা যে উদ্বিগ্ন নয়, তা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী । পালটা একটি উর্দু শায়েরি আউরে মমতা বলেন, "ফানুস বানকে জিসকে হিফাজত খাওয়া করে, ওহ সমমা ক্যায়া জিসে রেশন খুদা করে ।" এরপরেই মমতার মুখে সেই লড়াইয়ের কথা শোনা যায় । বিভাজনকারী শক্তির বিরুদ্ধে সকলকে নিয়ে চলাই যে তার অস্ত্র এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি । তবে এই বক্তব্যে একবারও কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি । তবু রাজনৈতিক মহলের বুঝতে অসুবিধা হয়নি এই বক্তব্য কাদের উদ্দেশ্যে ।
আরও পড়ুন :
1 'আমাদের প্রতি উদার হোন, বাংলায় কাজের সুযোগ দিন !' চলচ্চিত্র উৎসবে বললেন সলমন
2 'নায়ক'এর চোখে হিন্দি ফিল্মের মহানায়ক সলমন, 'এভারগ্রিন' উত্তমকেও কুর্নিশ আবেগী অনিলের
3 এত ছোট বাড়িতে কী করে থাকেন মমতা, চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিস্ময় প্রকাশ ভাইজানের