কলকাতা, 22 জুন: উত্তপ্ত মণিপুর। শান্তি প্রতিষ্ঠার জন্য সেখানে যেতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেনাকে চিঠি । অবশেষে জবাব এল সেই চিঠির । কেন্দ্র সর্বদল বৈঠক ডাকার পর এই চিঠির জবাব এল । বৃহস্পতিবার নিজেই এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রতিক্রিয়া, এই উদ্যোগ গ্রহণে অনেক দেরি হয়ে গেল ।
পটনা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ সেখানেই এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় । এক্ষেত্রে শান্তি প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের পদক্ষেপ নিয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগ এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী । এদিন তিনি বলেন, ‘‘অনেক দেরি হয়ে গেল । শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মণিপুর যেতে চেয়েছিলাম আমি । এই নিয়ে চিঠিও দিয়েছিলাম । এতদিনে অর্থাৎ গতকাল তার রিপ্লাই পেয়েছি । সর্বদল বৈঠক ডাকার পর তার জবাবে এসেছে । কিন্তু সবেতেই বড্ড দেরি হয়ে গেল ।’’
বাংলার মুখ্যমন্ত্রী মনে করছেন এই মুহূর্তে মণিপুরের যা পরিস্থিতি, তার সবটার জন্যই দায়ী কেন্দ্রীয় সরকার । তিনি বলেন, ‘‘মণিপুর জ্বলছে । একই সঙ্গে জ্বলছে আমাদের হৃদয় । মণিপুর তথা উত্তর-পূর্ব ভারত আমাদের বড় বোনের মতো । আমরা সেখানকার মানুষদের খুব ভালোবাসি । সেখানকার মানুষেরা সমস্যার মধ্যে আছেন । ছাত্র-ছাত্রীরাও রাস্তায় বেরোতে পারছেন না । সাধারণ মানুষের রাস্তাঘাটে কোনও নিরাপত্তা নেই । এমনকি মন্ত্রীর বাড়ি পর্যন্ত সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে । কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই সবটা ঘটছে । রক্তক্ষরণ কিন্তু চলছে । আর সবটার পেছনেই রয়েছে কেন কেন্দ্রের ব্যর্থতা । আমি আবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি শান্তি প্রতিষ্ঠার জন্য যথাযথ পদক্ষেপ করা হোক ।’’
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, মণিপুর নিয়ে ডাকা সর্বদল বৈঠকে তাঁর দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে থাকবেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও'ব্রায়েন ।
আরও পড়ুন: শাহের মণিপুর সফরকে কটাক্ষ, নিজে যেতে চেয়ে কেন্দ্রকে চিঠি মমতার