ETV Bharat / state

পোস্তায় কার পার্কিং অবৈধ, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর নিশানায় বন্দর কর্তৃপক্ষ - জগদ্ধাত্রী পুজো

Mamata Banerjee: শুক্রবার কলকাতার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি নিশানা করলেন কলকাতার বন্দর কর্তৃপক্ষ ৷ সরব হলেন পোস্তা বাজার এলাকায় অবৈধ পার্কিং নিয়ে ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 8:04 PM IST

কলকাতা, 17 নভেম্বর: পোস্তায় তৈরি হওয়া কার পার্কিংকে শুক্রবার অবৈধ বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি এই নিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানান, পোস্তা বাজারের মালিকানা এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে রয়েছে । এই অবস্থায় যারা চিরকুটের মাধ্যমে টাকা দিয়ে ব্যবসা করছেন, তাঁদের কোনও বৈধতা নেই । এই মুহূর্তে বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে । কাউকে নতুন করে কার পার্কিং বা ব্যবসার জন্য অনুমতি দেওয়া যাবে না ।

শুক্রবার প্রতিবছরের মতো এই বছরও জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে পোস্তা বাজার এলাকায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই উদ্বোধন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পোস্তা নিয়ে সমস্যার কথা আগেই আমার কানে এসেছিল । আমি আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম, এই জায়গাটা কার । এই জায়গাটা রাজ্য সরকারের । কলকাতা পোর্ট থেকে কেউ কোনও চিরকুট নিয়ে এলে তার কোনও বৈধতা নেই । এই মুহূর্তে আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে । এই অবস্থায় কেউ যদি কার পার্কিং তৈরি করে, তা বেআইনি হবে । এই অবস্থায় কেউ যদি পাঁচিল দেওয়ার চেষ্টা করে, আমি বলব আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে তা বেআইনি ঘোষণা করুন ।’’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পার্কিং সেন্টারের জন্য একটা চিরকুট দেওয়া হচ্ছে, সেটা আসল না ফেক কীভাবে বুঝব । কারণ, আদালতে তো এখনও কোনও সিদ্ধান্ত হয়নি । যে রসিদ কেটে কাজ করা হচ্ছে, তার বৈধতা কোথায় ? যাঁরা এই মুহূর্তে এই রসিদ নিয়ে কাজ করছেন, তাঁরাও জানেন আগামিদিনে তাঁদের আইন মেনে সরিয়ে দেওয়া হতে পারে । এভাবে কাউকে পয়সা দেবেন না ।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমি পোস্তাতে কৃষি বিপণনের বাজার তৈরি করতে চাই । কত মানুষ পোস্তা থেকে বাজার করেন । করোনার সময় যখন সবকিছু বন্ধ ছিল, তখন আমি এখানে এসে আগরওয়ালদের সঙ্গে নিয়ে পোস্তার বাজার খুলে দিতে বলেছিলাম । মনে রাখতে হবে এটা সবথেকে বড় খাদ্য সামগ্রীর বাজার । এই বাজার বন্ধ থাকলে সাধারণ মানুষের খাওয়া হবে না ।’’ বেচারাম মান্নার উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে পোস্তা এলাকায় একটি কৃষি বিপণন বাজার যাতে তৈরি করা যায়, তার ব্যবস্থা করতে ।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘‘আপনাদের কোনও সমস্যা তৈরি করার চেষ্টা করে আপনারা পুলিশের সাহায্য নিন ।পোস্তা বাজার নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও মালিকানা কিন্তু রাজ্য সরকারের হাতেই রয়েছে ।’’ কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বাজার কমিটি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠক করতে । তিনি বলেন, ‘‘সব পক্ষকে নিয়ে একটা কমিটি করে এগোতে হবে ।’’

আরও পড়ুন:

  1. 'ভারতীয় দলের জার্সির রং কেন গেরুয়া!' মোদিকে কটাক্ষ করে প্রশ্ন মমতার
  2. খেলার মাঠ থেকে হাসপাতাল, সর্বত্র গেরুয়াকরণের প্রয়াস দেখছেন মমতা

কলকাতা, 17 নভেম্বর: পোস্তায় তৈরি হওয়া কার পার্কিংকে শুক্রবার অবৈধ বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি এই নিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানান, পোস্তা বাজারের মালিকানা এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে রয়েছে । এই অবস্থায় যারা চিরকুটের মাধ্যমে টাকা দিয়ে ব্যবসা করছেন, তাঁদের কোনও বৈধতা নেই । এই মুহূর্তে বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে । কাউকে নতুন করে কার পার্কিং বা ব্যবসার জন্য অনুমতি দেওয়া যাবে না ।

শুক্রবার প্রতিবছরের মতো এই বছরও জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে পোস্তা বাজার এলাকায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই উদ্বোধন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পোস্তা নিয়ে সমস্যার কথা আগেই আমার কানে এসেছিল । আমি আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম, এই জায়গাটা কার । এই জায়গাটা রাজ্য সরকারের । কলকাতা পোর্ট থেকে কেউ কোনও চিরকুট নিয়ে এলে তার কোনও বৈধতা নেই । এই মুহূর্তে আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে । এই অবস্থায় কেউ যদি কার পার্কিং তৈরি করে, তা বেআইনি হবে । এই অবস্থায় কেউ যদি পাঁচিল দেওয়ার চেষ্টা করে, আমি বলব আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে তা বেআইনি ঘোষণা করুন ।’’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পার্কিং সেন্টারের জন্য একটা চিরকুট দেওয়া হচ্ছে, সেটা আসল না ফেক কীভাবে বুঝব । কারণ, আদালতে তো এখনও কোনও সিদ্ধান্ত হয়নি । যে রসিদ কেটে কাজ করা হচ্ছে, তার বৈধতা কোথায় ? যাঁরা এই মুহূর্তে এই রসিদ নিয়ে কাজ করছেন, তাঁরাও জানেন আগামিদিনে তাঁদের আইন মেনে সরিয়ে দেওয়া হতে পারে । এভাবে কাউকে পয়সা দেবেন না ।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমি পোস্তাতে কৃষি বিপণনের বাজার তৈরি করতে চাই । কত মানুষ পোস্তা থেকে বাজার করেন । করোনার সময় যখন সবকিছু বন্ধ ছিল, তখন আমি এখানে এসে আগরওয়ালদের সঙ্গে নিয়ে পোস্তার বাজার খুলে দিতে বলেছিলাম । মনে রাখতে হবে এটা সবথেকে বড় খাদ্য সামগ্রীর বাজার । এই বাজার বন্ধ থাকলে সাধারণ মানুষের খাওয়া হবে না ।’’ বেচারাম মান্নার উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে পোস্তা এলাকায় একটি কৃষি বিপণন বাজার যাতে তৈরি করা যায়, তার ব্যবস্থা করতে ।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘‘আপনাদের কোনও সমস্যা তৈরি করার চেষ্টা করে আপনারা পুলিশের সাহায্য নিন ।পোস্তা বাজার নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও মালিকানা কিন্তু রাজ্য সরকারের হাতেই রয়েছে ।’’ কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বাজার কমিটি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠক করতে । তিনি বলেন, ‘‘সব পক্ষকে নিয়ে একটা কমিটি করে এগোতে হবে ।’’

আরও পড়ুন:

  1. 'ভারতীয় দলের জার্সির রং কেন গেরুয়া!' মোদিকে কটাক্ষ করে প্রশ্ন মমতার
  2. খেলার মাঠ থেকে হাসপাতাল, সর্বত্র গেরুয়াকরণের প্রয়াস দেখছেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.