কলকাতা, 21 নভেম্বর: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও কেন্দ্রীয় বঞ্চনা এবং 100 দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে তুললেন জিএসটির টাকা না দেওয়ার প্রসঙ্গও । 100 দিনের কাজের টাকা না দেওয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে ৷ এই নিয়ে দিল্লি অভিযান পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস ৷
আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তাৎপর্যপূর্ণভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে তুলে আনেন কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে 100 দিনের কাজের বকেয়া না দেওয়ার প্রসঙ্গ । সবচেয়ে বড় কথা এদিন মুখ্যমন্ত্রী যখন এই কথাগুলি বলছেন, তখন মঞ্চে রয়েছেন দেশের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানি থেকে শুরু করে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রদূত, শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিরা ।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় সরকার রাজ্যকে অর্থনৈতিকভাবে সাহায্য না করলে কীভাবে রাজ্য তার উন্নয়নের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে । এই মুহূর্তে রাজ্য আলাদা করে ট্যাক্স নিতে পারে না । সব কিছুই যে ট্যাক্সের মধ্যে অন্তর্ভুক্ত এখন সেটা হল জিএসটি । আমি দুঃখিত, এখানে এসব আলোচনা করতে চাইছিলাম না । কিন্তু বাস্তব তো এটাই যে আমরা আমাদের জিএসটির শেয়ার পাচ্ছি না । এমনকি 100 দিনের কর্মী যারা তাদের কাজ করেছে কেন্দ্র তাদেরও টাকা দিচ্ছে না । কিন্তু আমি আপনাদের একটা বিষয় নিশ্চয়তা দিতে পারি কোথাও কোনও দুর্ঘটনা ঘটলে ও তাতে কারও মৃত্যু হলে আমি সাহায্য করি । এমনকি কোথাও হিংসার ঘটনা ঘটলেও আমরা সাহায্য করি । আমরা আলাদা করে কোনও হিংসার উল্লেখ করতে চাই না । কারণ আমি সব সময় শান্তির পক্ষে । সব সম্প্রদায় সব শ্রেণির মানুষকে নিয়ে যাতে আমরা শান্তিতে থাকতে পারি সেটাই আমরা চাই ।"
তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শিল্প সম্মেলনের মঞ্চে 100 দিনের কাজের বকেয়া টাকার প্রসঙ্গ উঠে আসাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই দেখছে রাজনৈতিক মহল । মমতার এই পদক্ষেপ কেন্দ্রের উপর চাপ তৈরির প্রয়াস হিসাবেও দেখছেন তাঁরা ।
আরও পড়ুন :
1 বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, বাণিজ্য সম্মেলনের মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর
2 বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্পোরেট লুকে মমতা
3 বাণিজ্য সম্মেলন থেকে তাজপুর বন্দরের জন্য নতুন টেন্ডারের ইঙ্গিত, তবে কি আদানিদের সঙ্গে চুক্তি বাদ!