কলকাতা, 7 মে : ভোট-পরবর্তী হিংসায় রাজ্যে যাঁদের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার তাঁদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবিষয়ে বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই আর্থিক সাহায্যের ক্ষেত্রে কোন দলের কর্মী বা সমর্থক তা দেখা হবে না । তিনি যে দলেরই হোক না কেন, তাঁর পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য । একইসঙ্গে পূর্ব প্রতিশ্রুতি মতোই শীতলকুচি নিয়ে সিআইডি তদন্তের কথাও বলেন তিনি ৷ বলেন, সিআইডি তদন্ত হচ্ছে । ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে এসআইটি ঘোষণা করা হয়েছে । শীতলকুচির নিহতদের বাড়ির সদস্যদের মধ্যে একজনের চাকরির কথাও ঘোষণা করেন তিনি ৷
ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাজ্যে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চার প্রতিনিধির একটি দল । কোনও সরকারের শপথের 24 ঘণ্টার মধ্যে এভাবে কেন্দ্রীয় দলের আসা নজিরবিহীন । বৃহস্পতিবার এনিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "রাজ্যে যখন অক্সিজেন ছিল না, তখন তো ওঁরা আসেননি । উত্তরপ্রদেশে হাথরসে যখন অত বড় ঘটনা ঘটে গেল, তখনই বা কী করছিলেন এঁরা ? আর বাংলায় ভোট পরবর্তী হিংসার খোঁজ নিতে এর মধ্যেই চলে এলেন!" তিনি বলেন, কেন্দ্রীয় দল আসতেই পারে, কিন্তু কেউ এলে আরটিপিসিআর পরীক্ষা করতেই হবে। মন্ত্রী হলেও। বিশেষ উড়ানে আসলেও আরটিপিসিআর হবে। কোভিড ধরা পড়লেই কোয়ারেন্টাইন। কোভিড প্রসঙ্গে তিনি আরও জানান, ভ্যাকসিন নিয়ে আমরা কেন্দ্রকে একাধিক চিঠি দিয়েছি কিন্তু তার একটিরও জবাব আসেনি ।
আরও পড়ুন : আগামী 15 দিন বাড়বে করোনা সংক্রমণ, সাবধানে থাকুন: মমতা
এদিন বিজেপিকে সংযত হওয়ারও সতর্ক বার্তাও দেন তিনি । একই সঙ্গে মুখ্যমন্ত্রী আবারও মনে করিয়ে দেন, কমিশনের অধীনে আইনশৃঙ্খলা থাকাকালীনই 16 জনের মৃত্যু হয়েছে । কোচবিহারে আক্রান্ত হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ । এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "কোচবিহারে গুণ্ডামি একটু বেশিই হচ্ছে । উদয়নের হাত ভেঙে দেওয়া হয়েছে । যেখানে বিজেপি আসন বেশি পেয়েছে, সেখানে গুণ্ডামি বেশি হচ্ছে । গুণ্ডামিতে বেশি উস্কানি দিচ্ছে বিজেপি ।" তাঁর কথায়, রাজনৈতিক মিছিল মিটিং নেই, তবুও কেন্দ্রের মন্ত্রীরা দাঙ্গা করার জন্য প্ররোচনা দিচ্ছে । কিন্তু এই হিংসা রোখা যাবে কীভাবে? এই ব্যাপারে মমতা স্পষ্ট বলেন, "আমরা ব্ল্যাক স্পটগুলি চিহ্নিত করেছি । আমরা সেগুলিতে যথাযথ ব্যবস্থা নেব ।" একই সঙ্গে তৃণমূলের নীচুতলার নেতাকর্মীদেরও এদিন সতর্ক করেন মমতা ।