ETV Bharat / state

Mamata Banerjee: বালু মারা গেলে বিজেপি-ইডির বিরুদ্ধে এফআইআর করব, হুঁশিয়ারি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর - কেন্দ্রের বিজেপি সরকার

Mamata Banerjee Slams BJP: কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 2:51 PM IST

Updated : Oct 26, 2023, 4:05 PM IST

কলকাতা, 26 অক্টোবর: রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সরাসরি বললেন, ‘‘বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) খুব সুগার আছে ৷ শরীর খুব খারাপ ৷ ও যদি মরে যায়, তাহলে বিজেপি ও ইডির বিরুদ্ধে আমাকে এফআইআর করতে হবে ৷’’

বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে এই প্রসঙ্গে তিনি প্রয়াত সুলতান আহমেদের নাম উল্লেখ করেছেন ৷ তিনি নারদা কাণ্ডে অভিযুক্ত ছিলেন ৷ এই সংক্রান্ত সিবিআইয়ের চিঠি পাওয়ার সুলতান আহমেদ মারা গিয়েছেন বলে অভিযোগ করেছে মমতা ৷ তাঁর দাবি, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও একই ভয়ের কারণে মারা গিয়েছেন ৷ কিন্তু এই নিয়ে কেউ কিছু বলেন না আরও হেনস্তা করা হবে, এই ভয়ে ৷

জিজ্ঞাসাবাদের সময় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা শারীরিক নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগ, গোপনাঙ্গে অত্যাচার করা হয় কারও কারও নাম বলানোর জন্য ৷

বনমন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘আজকে বলতে বাধ্য হচ্ছি, সকলেই জানেন আজ জেলায় জেলায় পুজোর কার্নিভাল ৷ আজ ভোরবেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গিয়েছে ৷ গিয়ে দেখে বালুর ঘরে তল্লাশি করছে ৷ যদি সব মন্ত্রীদের ঘরে তল্লাশি করে, তাহলে সরকারের আর বাকি থাকল কী ?’’

উল্লেখ্য, পুজোর আগে রেশন দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল ৷ সেই নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর বক্তব্য, পুজোর আগের দিন রথীনের বাড়ি রেড করেছে ? এই নিয়ে সরাসরি তিনি বিজেপির বিরুদ্ধে সরব হন ৷ মুখ্যমন্ত্রীর প্রশ্ন তোলেন, ‘‘যদি বিজেপি মনে করে সবার মুখ বন্ধ করা যাবে ? এটা নোংরা খেলা ?’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের আরও প্রশ্ন, কটা বিজেপি নেতাদের বাড়ি তল্লাশি হয়েছে ? বিজেপির ডাকাতদের বাড়ি তল্লাশি কি হয়েছে ? বিজেপির মন্ত্রীদের বাড়ি তল্লাশি হয়েছে কি ? বিজেপির চোরেদের বাড়ি কি তল্লাশি হয়েছে ?

আরও পড়ুন: পাঠ্যবইয়ে ইন্ডিয়ার সঙ্গেই ভারত থাকবে, এনসিইআরটি-র প্রস্তাবের পালটা মুখ্যমন্ত্রী

কলকাতা, 26 অক্টোবর: রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সরাসরি বললেন, ‘‘বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) খুব সুগার আছে ৷ শরীর খুব খারাপ ৷ ও যদি মরে যায়, তাহলে বিজেপি ও ইডির বিরুদ্ধে আমাকে এফআইআর করতে হবে ৷’’

বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে এই প্রসঙ্গে তিনি প্রয়াত সুলতান আহমেদের নাম উল্লেখ করেছেন ৷ তিনি নারদা কাণ্ডে অভিযুক্ত ছিলেন ৷ এই সংক্রান্ত সিবিআইয়ের চিঠি পাওয়ার সুলতান আহমেদ মারা গিয়েছেন বলে অভিযোগ করেছে মমতা ৷ তাঁর দাবি, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও একই ভয়ের কারণে মারা গিয়েছেন ৷ কিন্তু এই নিয়ে কেউ কিছু বলেন না আরও হেনস্তা করা হবে, এই ভয়ে ৷

জিজ্ঞাসাবাদের সময় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা শারীরিক নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগ, গোপনাঙ্গে অত্যাচার করা হয় কারও কারও নাম বলানোর জন্য ৷

বনমন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘আজকে বলতে বাধ্য হচ্ছি, সকলেই জানেন আজ জেলায় জেলায় পুজোর কার্নিভাল ৷ আজ ভোরবেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গিয়েছে ৷ গিয়ে দেখে বালুর ঘরে তল্লাশি করছে ৷ যদি সব মন্ত্রীদের ঘরে তল্লাশি করে, তাহলে সরকারের আর বাকি থাকল কী ?’’

উল্লেখ্য, পুজোর আগে রেশন দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল ৷ সেই নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর বক্তব্য, পুজোর আগের দিন রথীনের বাড়ি রেড করেছে ? এই নিয়ে সরাসরি তিনি বিজেপির বিরুদ্ধে সরব হন ৷ মুখ্যমন্ত্রীর প্রশ্ন তোলেন, ‘‘যদি বিজেপি মনে করে সবার মুখ বন্ধ করা যাবে ? এটা নোংরা খেলা ?’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের আরও প্রশ্ন, কটা বিজেপি নেতাদের বাড়ি তল্লাশি হয়েছে ? বিজেপির ডাকাতদের বাড়ি তল্লাশি কি হয়েছে ? বিজেপির মন্ত্রীদের বাড়ি তল্লাশি হয়েছে কি ? বিজেপির চোরেদের বাড়ি কি তল্লাশি হয়েছে ?

আরও পড়ুন: পাঠ্যবইয়ে ইন্ডিয়ার সঙ্গেই ভারত থাকবে, এনসিইআরটি-র প্রস্তাবের পালটা মুখ্যমন্ত্রী

Last Updated : Oct 26, 2023, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.