ETV Bharat / state

Mamata Slams BJP on Choksi Issue: আদানি ও মেহুল বিজেপির সবচেয়ে ভালো বন্ধু, কটাক্ষ মমতার - শিল্পপতি গৌতম আদানি

ইন্টারপোলের রেড লিস্ট থেকে বাদ পড়েছে মেহুল চোকসির নাম ৷ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams BJP on Choksi Issue) ৷

Mamata Slams BJP on Choksi Issue
Mamata Slams BJP on Choksi Issue
author img

By

Published : Mar 21, 2023, 5:47 PM IST

আদানি ও মেহুল বিজেপির সবচেয়ে ভালো বন্ধু, কটাক্ষ মমতার

কলকাতা, 21 মার্চ: মেহুল চোকসির (Mehul Choksi) নাম ইন্টারপোলের রেড লিস্ট (Interpol Red Notices List) থেকে বাতিল করার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই নিয়ে কেন্দ্রকে নিশানা করতে গিয়ে টেনে আনলেন আদানি বিতর্কের প্রসঙ্গও ৷ বললেন, ‘‘আদানি ও মেহুল বিজেপির (BJP) সবচেয়ে ভালো বন্ধু ।’’

মঙ্গলবার দু’দিনের ওড়িশা সফরের জন্য কলকাতা থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে বিমানবন্দরের বাইরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন, ‘‘এই মুহূর্তে দেশ কয়েকজনের জন্য চলছে । ব্যাংকের পরিকাঠামো ভেঙে পড়েছে । 100 দিনের কর্মীরা টাকা পাচ্ছেন না ।’’

এর পরই তাঁর মুখে শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) ও পিএনবি আর্থিক প্রতারণা কাণ্ডে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসির নাম একসঙ্গে শোনা যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আদানি ও মেহুল বিজেপির সবচেয়ে ভালো বন্ধু । তাদের জন্য এলআইসি ও স্টেট ব্যাংক শূন্য হয়ে যাচ্ছে । কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদের জন্য কাজ করছে ।’’

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শেষ থেকে আদানি বিতর্ক (Adani Controversy) নিয়ে হইচই চলছে ৷ মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সংসদ চত্বরে বিক্ষোভ চলছে ৷ সংসদের অন্দরমহলও অচল বিরোধীদের বিক্ষোভের জেরে ৷ তৃণমূলের তরফে এই নিয়ে প্রতিবাদ করা হচ্ছে৷ চোকসি ইস্যুতেও সরব হয়েছে ঘাসফুল শিবির ৷

শুধু মমতা নন, অন্য বিরোধী দলগুলিও চোকসি ইস্যুতে কাঠগড়ায় তুলেছে বিজেপিকে ৷ এই নিয়ে বিজেপির সমালোচনা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে মেহুল চোকসিকে সুরক্ষা দেওয়ার অভিযোগ করেছেন ৷ কার্যত একই কথা শোনা গেল মমতার বক্তব্যেও ৷ ফলে রাজনৈতিক মহল মনে করছে, আদানি ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়েছে ৷ চোকসি ইস্যুতেও সেভাবেই বিরোধীদের একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যেতে পারে আগামিদিনে ৷

আরও পড়ুন: সিবিআই-ইডির ডিরেক্টরদের বিজেপির লোকাল প্রেসিডেন্ট বলে কটাক্ষ মমতার

আদানি ও মেহুল বিজেপির সবচেয়ে ভালো বন্ধু, কটাক্ষ মমতার

কলকাতা, 21 মার্চ: মেহুল চোকসির (Mehul Choksi) নাম ইন্টারপোলের রেড লিস্ট (Interpol Red Notices List) থেকে বাতিল করার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই নিয়ে কেন্দ্রকে নিশানা করতে গিয়ে টেনে আনলেন আদানি বিতর্কের প্রসঙ্গও ৷ বললেন, ‘‘আদানি ও মেহুল বিজেপির (BJP) সবচেয়ে ভালো বন্ধু ।’’

মঙ্গলবার দু’দিনের ওড়িশা সফরের জন্য কলকাতা থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে বিমানবন্দরের বাইরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন, ‘‘এই মুহূর্তে দেশ কয়েকজনের জন্য চলছে । ব্যাংকের পরিকাঠামো ভেঙে পড়েছে । 100 দিনের কর্মীরা টাকা পাচ্ছেন না ।’’

এর পরই তাঁর মুখে শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) ও পিএনবি আর্থিক প্রতারণা কাণ্ডে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসির নাম একসঙ্গে শোনা যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আদানি ও মেহুল বিজেপির সবচেয়ে ভালো বন্ধু । তাদের জন্য এলআইসি ও স্টেট ব্যাংক শূন্য হয়ে যাচ্ছে । কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদের জন্য কাজ করছে ।’’

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শেষ থেকে আদানি বিতর্ক (Adani Controversy) নিয়ে হইচই চলছে ৷ মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সংসদ চত্বরে বিক্ষোভ চলছে ৷ সংসদের অন্দরমহলও অচল বিরোধীদের বিক্ষোভের জেরে ৷ তৃণমূলের তরফে এই নিয়ে প্রতিবাদ করা হচ্ছে৷ চোকসি ইস্যুতেও সরব হয়েছে ঘাসফুল শিবির ৷

শুধু মমতা নন, অন্য বিরোধী দলগুলিও চোকসি ইস্যুতে কাঠগড়ায় তুলেছে বিজেপিকে ৷ এই নিয়ে বিজেপির সমালোচনা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে মেহুল চোকসিকে সুরক্ষা দেওয়ার অভিযোগ করেছেন ৷ কার্যত একই কথা শোনা গেল মমতার বক্তব্যেও ৷ ফলে রাজনৈতিক মহল মনে করছে, আদানি ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়েছে ৷ চোকসি ইস্যুতেও সেভাবেই বিরোধীদের একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যেতে পারে আগামিদিনে ৷

আরও পড়ুন: সিবিআই-ইডির ডিরেক্টরদের বিজেপির লোকাল প্রেসিডেন্ট বলে কটাক্ষ মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.