ETV Bharat / state

Mamata Sings Rabindra Sangeet: কবি প্রণামে মমতার হাতে মাইক্রোফোন, কণ্ঠে রবীন্দ্র সংগীত

মঙ্গলবার রাজ্যের তরফে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান আয়োজিত হয় ধনধান্য স্টেডিয়ামে ৷ এই অনুষ্ঠানে এদিন রবি ঠাকুরের গান গান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 9, 2023, 9:26 PM IST

কলকাতা, 9 মে: রাজ্য সরকারের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান হয়েছে আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে । এই রবি প্রণাম অনুষ্ঠানে এদিন মাইক্রোফোন হাতে গান গাইতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুরোধে রবীন্দ্র সংগীত পরিবেশন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

এদিন সন্ধ্যার অনুষ্ঠানে স্টেজে তখন বিশিষ্ট গায়ক রাঘব চট্টোপাধ্যায় ৷ তখন সবেমাত্র তাঁর সঙ্গীত শেষ করেছেন । সঞ্চালকের ভূমিকায় উপস্থিত হয়ে গায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন,"শ্রোতার আসনে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি প্রায় প্রত্যেক শিল্পীর সঙ্গে গানে গলা মেলাতে । কিন্তু একমাত্র তাঁর গান তাঁর পাশে থাকা বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় শুনতে পাচ্ছেন । আমরাও তাঁর গান শুনতে চাই। যদি তিনি একটা গান আমাদের শোনান ।"

কিন্তু, শ্রোতাদের আসনে বসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই এই অনুরোধ মানতে রাজি নন । তবে শেষ পর্যন্ত ইন্দ্রনীল সেনের অনুরোধ ফেলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় । ইচ্ছা না-থাকলেও মাইক হাতে মঞ্চে উঠে আসেন মুখ্যমন্ত্রী । তারপর শুরু করেন গান। প্রথমে শুরু করেন ইন্দ্রনীল সেন 'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরও আরও দাও প্রাণ...।' প্রথমে একটু আমতা আমতা করলেও পরে তাঁর সঙ্গে সুর মেলান মুখ্যমন্ত্রী । একক সংগীত না হলেও ধনধান্য স্টেডিয়ামে এদিন মুখ্যমন্ত্রীর এই গান গাওয়াকে কেন্দ্র করে একটা অন্য রকমের আবহ তৈরি হয় ।

রাজনৈতিক নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রীকে মাইক হাতে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য রাখতে দেখেছেন রাজ্যের মানুষ । তবে প্রকাশ্যে কোন অনুষ্ঠানে তাঁর এভাবে গান গাওয়ার দৃশ্য শেষ কবে দেখা গিয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না । কয়েক বছর আগে পুজোর অ্যালবাম প্রকাশের আগে মিউজিক অ্যারেঞ্জের সময় তাঁর গান গাওয়ার চিত্র ধরা পড়েছিল টেলিভিশনের পর্দায় । কিন্তু প্রকাশ্য কোনও অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনওই জাতীয় সংগীত ছাড়া আলাদা করে মাইক ধরে গান গাইতে দেখা যায়নি ৷ এদিন প্রশাসনিক কাজে ব্যস্ত রাজ্যের প্রশাসনিক প্রধানকে রবীন্দ্রজয়ন্তীর আবহে একজন নিখাদ সংগীতপ্রেমী হিসাবে দেখতে পেল বাংলার মানুষ ।

আরও পড়ুন: নিমতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন সমরেশ, বিদায়বেলায় ঘুচল রাজনীতির বিভেদ

কলকাতা, 9 মে: রাজ্য সরকারের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান হয়েছে আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে । এই রবি প্রণাম অনুষ্ঠানে এদিন মাইক্রোফোন হাতে গান গাইতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুরোধে রবীন্দ্র সংগীত পরিবেশন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

এদিন সন্ধ্যার অনুষ্ঠানে স্টেজে তখন বিশিষ্ট গায়ক রাঘব চট্টোপাধ্যায় ৷ তখন সবেমাত্র তাঁর সঙ্গীত শেষ করেছেন । সঞ্চালকের ভূমিকায় উপস্থিত হয়ে গায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন,"শ্রোতার আসনে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি প্রায় প্রত্যেক শিল্পীর সঙ্গে গানে গলা মেলাতে । কিন্তু একমাত্র তাঁর গান তাঁর পাশে থাকা বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় শুনতে পাচ্ছেন । আমরাও তাঁর গান শুনতে চাই। যদি তিনি একটা গান আমাদের শোনান ।"

কিন্তু, শ্রোতাদের আসনে বসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই এই অনুরোধ মানতে রাজি নন । তবে শেষ পর্যন্ত ইন্দ্রনীল সেনের অনুরোধ ফেলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় । ইচ্ছা না-থাকলেও মাইক হাতে মঞ্চে উঠে আসেন মুখ্যমন্ত্রী । তারপর শুরু করেন গান। প্রথমে শুরু করেন ইন্দ্রনীল সেন 'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরও আরও দাও প্রাণ...।' প্রথমে একটু আমতা আমতা করলেও পরে তাঁর সঙ্গে সুর মেলান মুখ্যমন্ত্রী । একক সংগীত না হলেও ধনধান্য স্টেডিয়ামে এদিন মুখ্যমন্ত্রীর এই গান গাওয়াকে কেন্দ্র করে একটা অন্য রকমের আবহ তৈরি হয় ।

রাজনৈতিক নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রীকে মাইক হাতে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য রাখতে দেখেছেন রাজ্যের মানুষ । তবে প্রকাশ্যে কোন অনুষ্ঠানে তাঁর এভাবে গান গাওয়ার দৃশ্য শেষ কবে দেখা গিয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না । কয়েক বছর আগে পুজোর অ্যালবাম প্রকাশের আগে মিউজিক অ্যারেঞ্জের সময় তাঁর গান গাওয়ার চিত্র ধরা পড়েছিল টেলিভিশনের পর্দায় । কিন্তু প্রকাশ্য কোনও অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনওই জাতীয় সংগীত ছাড়া আলাদা করে মাইক ধরে গান গাইতে দেখা যায়নি ৷ এদিন প্রশাসনিক কাজে ব্যস্ত রাজ্যের প্রশাসনিক প্রধানকে রবীন্দ্রজয়ন্তীর আবহে একজন নিখাদ সংগীতপ্রেমী হিসাবে দেখতে পেল বাংলার মানুষ ।

আরও পড়ুন: নিমতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন সমরেশ, বিদায়বেলায় ঘুচল রাজনীতির বিভেদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.