ETV Bharat / state

Mamata Banerjee: স্পেনে বসেও আরজি করের দিকে নজর মমতার, দেন সমাধানের নির্দেশও - দুবাইতে মমতা

Mamata Banerjee in Dubai: স্পেনে বসেও আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ সমস্যা সমাধানে নির্দেশও দিলেন তিনি ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 3:41 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: গত কয়েকদিন শাসকদলের অন্তর্দ্বন্দ্বের কারণে শিরোনামে উঠে এসেছিল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল আরজি কর । বিদেশ সফরে থাকলেও আরজি করের এই অবস্থা নজর এড়ায়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এ বার এই নিয়েই কড়া পদক্ষেপ করলেন তিনি । স্পেন থেকে দুবাই রওনা হওয়ার আগেই আরজি কর নিয়ে দলীয় শীর্ষ নেতৃত্বকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে তৃণমূল ভবনে ছাত্র নেতৃত্বকে ডাকেন দলের রাজ্য সভাপতি সুব্রত বকসি । গত সোমবার তিনি দলের ছাত্র নেতৃত্বকে তৃণমূল ভবনে ডেকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন, কোনওভাবেই হাসপাতালে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না । ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে দল কড়া ব্যবস্থা নেওয়া হবে । শুধু তাই নয়, আর জি করের ছাত্র নেতাদের তিনি জানিয়ে দেন, প্রয়োজন হলে দল থেকে বহিষ্কারের মতো কঠিন পদক্ষেপ করতেও পিছপা হবে না তৃণমূল কংগ্রেস ।

এ দিকে, স্পেন সফর শেষ করে বৃহস্পতিবারই দুবাই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত যা সূচি রয়েছে, তাতে দুবাইতে দু'দিন থাকার কথা তাঁর । বিমানযাত্রার ধকল থাকলেও হাতে যেহেতু সময় কম, এ দিনই দুবাইয়ের 'জাফজা ডিপি ওয়ার্ল্ড' এবং 'জেবেল আলি বন্দর' পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এই দুইটি জায়গা পরিদর্শনের পেছনে গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ৷ কারণ রাজ্য যেহেতু তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে চায়, তাই দুবাইয়ের জেবেল আলি বন্দরের পরিকাঠামোর থেকে শিক্ষা নিয়ে সেই পথে এগোতে চায় ।

আরও পড়ুন: পর্যটনে ভারতসেরা মুর্শিদাবাদের কিরীটেশ্বরী, দুবাই থেকে অভিনন্দন মমতার

একইভাবে দুবাইয়ে বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জাফজা ডিপি ওয়ার্ল্ড । এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য ৷ তাই এই পরিকাঠামো এ দিন ঘুরে দেখবে রাজ্যের প্রতিনিধি দল । এরপর আগামিকাল অর্থাৎ শুক্রবার দুবাইয়ের শিল্প সম্মেলনে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই শিল্প সম্মেলন থেকেই তিনি সে দেশের শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানাবেন ।

কলকাতা, 21 সেপ্টেম্বর: গত কয়েকদিন শাসকদলের অন্তর্দ্বন্দ্বের কারণে শিরোনামে উঠে এসেছিল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল আরজি কর । বিদেশ সফরে থাকলেও আরজি করের এই অবস্থা নজর এড়ায়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এ বার এই নিয়েই কড়া পদক্ষেপ করলেন তিনি । স্পেন থেকে দুবাই রওনা হওয়ার আগেই আরজি কর নিয়ে দলীয় শীর্ষ নেতৃত্বকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে তৃণমূল ভবনে ছাত্র নেতৃত্বকে ডাকেন দলের রাজ্য সভাপতি সুব্রত বকসি । গত সোমবার তিনি দলের ছাত্র নেতৃত্বকে তৃণমূল ভবনে ডেকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন, কোনওভাবেই হাসপাতালে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না । ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে দল কড়া ব্যবস্থা নেওয়া হবে । শুধু তাই নয়, আর জি করের ছাত্র নেতাদের তিনি জানিয়ে দেন, প্রয়োজন হলে দল থেকে বহিষ্কারের মতো কঠিন পদক্ষেপ করতেও পিছপা হবে না তৃণমূল কংগ্রেস ।

এ দিকে, স্পেন সফর শেষ করে বৃহস্পতিবারই দুবাই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত যা সূচি রয়েছে, তাতে দুবাইতে দু'দিন থাকার কথা তাঁর । বিমানযাত্রার ধকল থাকলেও হাতে যেহেতু সময় কম, এ দিনই দুবাইয়ের 'জাফজা ডিপি ওয়ার্ল্ড' এবং 'জেবেল আলি বন্দর' পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এই দুইটি জায়গা পরিদর্শনের পেছনে গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ৷ কারণ রাজ্য যেহেতু তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে চায়, তাই দুবাইয়ের জেবেল আলি বন্দরের পরিকাঠামোর থেকে শিক্ষা নিয়ে সেই পথে এগোতে চায় ।

আরও পড়ুন: পর্যটনে ভারতসেরা মুর্শিদাবাদের কিরীটেশ্বরী, দুবাই থেকে অভিনন্দন মমতার

একইভাবে দুবাইয়ে বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জাফজা ডিপি ওয়ার্ল্ড । এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য ৷ তাই এই পরিকাঠামো এ দিন ঘুরে দেখবে রাজ্যের প্রতিনিধি দল । এরপর আগামিকাল অর্থাৎ শুক্রবার দুবাইয়ের শিল্প সম্মেলনে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই শিল্প সম্মেলন থেকেই তিনি সে দেশের শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.