ETV Bharat / state

Mamata seeks Apology: বিধানসভায় শুভেন্দুর হয়ে অধ্যক্ষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী - রাজ্যপাল সিভি আনন্দ বোস

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দু অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ৷ সেই নিয়েই ক্ষমা চান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee seeks Apology) ৷

Mamata seeks Apology
Mamata seeks Apology
author img

By

Published : Feb 13, 2023, 3:57 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: বিধানসভায় আবারও সৌজন্যের নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে ক্ষমা চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হয়ে ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে ৷ তৃণমূল কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর এই সৌজন্যের নজিরকে সামনে রেখে বিরোধীদের কটাক্ষ করা হয়েছে ৷ তবে বিরোধী বিজেপি অবশ্য বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ ৷

গত 8 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন (West Bengal Assembly Budget Session) শুরু হয়েছে ৷ প্রথামাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে অধিবেশন ৷ তার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে নিজেদের বক্তব্য তুলে ধরছেন বিধায়করা ৷ সোমবার সেই প্রস্তাব নিয়েই প্রথমে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর পরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সময়ই তিনি বিরোধী দলনেতার হয়ে ক্ষমা চান অধ্যক্ষের কাছে ৷

ঠিক কী হয়েছিল এদিন: বিধানসভা সূত্রে খবর, ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ দুর্নীতির অভিযোগ করেন ৷ সেই সময় তিনি দাবি করেন, সরকারি আধিকারিকরাও এতে জড়িয়ে পড়ছেন ৷ তখন তাঁর এই মন্তব্য নিয়ে আপত্তি তোলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় বিরোধী দলনেতা ও অধ্যক্ষের মধ্যে বাদানুবাদ হয় ৷ নিজের আসন ছেড়ে ওয়েলেও নেমে পড়তে দেখা যায় শুভেন্দুকে ৷ তৃণমূলের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে রীতিমতো মারমুখী হয়ে উঠেছিলেন শুভেন্দু ৷

এদিকে এই নিয়ে হইচই শুরু করেন বিজেপি (BJP) বিধায়করা ৷ তাঁরা বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন ৷ তার পর তৃণমূলের তরফে বিধায়ক তাপস রায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন ৷ কিন্তু কিছুক্ষণ পর ভাষণ দিতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষের কাছে শুভেন্দুর হয়ে ক্ষমা চান ৷ মুখ্যমন্ত্রীর ভাষণ শেষের পর স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠ করতে বলেন তাপস রায়কে ৷

তিনি শুভেন্দুকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সাসপেন্ড করতে অনুরোধ করেন ৷ তিনি জানান, অধ্যক্ষকে সংবিধান সেই ক্ষমতা দিয়েছে, যার জেরে অধ্যক্ষ নিজেই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন ৷ এর জন্য কোনও প্রস্তাবের প্রয়োজন হয় না ৷ যদিও অধ্যক্ষ জানান, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ও বিরোধী দলের প্রতি যে উদারতা দেখিয়েছেন, তা নজিরবিহীন । তাই তিনি এই প্রস্তাব প্রত্যাহার করে নিতে বলেন ৷ তার পর তাপস রায় প্রস্তাব প্রত্যাহার করে নেন ৷

আরও পড়ুন: ধনকড় জমানার বিতর্ক সরিয়ে বিধানসভায় রাজ্যপালের আনন্দ-ভাষণ

কলকাতা, 13 ফেব্রুয়ারি: বিধানসভায় আবারও সৌজন্যের নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে ক্ষমা চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হয়ে ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে ৷ তৃণমূল কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর এই সৌজন্যের নজিরকে সামনে রেখে বিরোধীদের কটাক্ষ করা হয়েছে ৷ তবে বিরোধী বিজেপি অবশ্য বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ ৷

গত 8 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন (West Bengal Assembly Budget Session) শুরু হয়েছে ৷ প্রথামাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে অধিবেশন ৷ তার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে নিজেদের বক্তব্য তুলে ধরছেন বিধায়করা ৷ সোমবার সেই প্রস্তাব নিয়েই প্রথমে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর পরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সময়ই তিনি বিরোধী দলনেতার হয়ে ক্ষমা চান অধ্যক্ষের কাছে ৷

ঠিক কী হয়েছিল এদিন: বিধানসভা সূত্রে খবর, ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ দুর্নীতির অভিযোগ করেন ৷ সেই সময় তিনি দাবি করেন, সরকারি আধিকারিকরাও এতে জড়িয়ে পড়ছেন ৷ তখন তাঁর এই মন্তব্য নিয়ে আপত্তি তোলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় বিরোধী দলনেতা ও অধ্যক্ষের মধ্যে বাদানুবাদ হয় ৷ নিজের আসন ছেড়ে ওয়েলেও নেমে পড়তে দেখা যায় শুভেন্দুকে ৷ তৃণমূলের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে রীতিমতো মারমুখী হয়ে উঠেছিলেন শুভেন্দু ৷

এদিকে এই নিয়ে হইচই শুরু করেন বিজেপি (BJP) বিধায়করা ৷ তাঁরা বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন ৷ তার পর তৃণমূলের তরফে বিধায়ক তাপস রায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন ৷ কিন্তু কিছুক্ষণ পর ভাষণ দিতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষের কাছে শুভেন্দুর হয়ে ক্ষমা চান ৷ মুখ্যমন্ত্রীর ভাষণ শেষের পর স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠ করতে বলেন তাপস রায়কে ৷

তিনি শুভেন্দুকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সাসপেন্ড করতে অনুরোধ করেন ৷ তিনি জানান, অধ্যক্ষকে সংবিধান সেই ক্ষমতা দিয়েছে, যার জেরে অধ্যক্ষ নিজেই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন ৷ এর জন্য কোনও প্রস্তাবের প্রয়োজন হয় না ৷ যদিও অধ্যক্ষ জানান, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ও বিরোধী দলের প্রতি যে উদারতা দেখিয়েছেন, তা নজিরবিহীন । তাই তিনি এই প্রস্তাব প্রত্যাহার করে নিতে বলেন ৷ তার পর তাপস রায় প্রস্তাব প্রত্যাহার করে নেন ৷

আরও পড়ুন: ধনকড় জমানার বিতর্ক সরিয়ে বিধানসভায় রাজ্যপালের আনন্দ-ভাষণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.