ETV Bharat / state

Mamata Halts Madan: 21 নভেম্বর কাতার যাত্রায় না মমতার, বিশ্বকাপ দেখতে কবে যাচ্ছেন 'কালারফুল' মদন? - মদন মিত্র

21 নভেম্বর মদন মিত্রকে (Madan Mitra) কাতার যেতে নিষেধ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বিধানসভার শীতকালীন অধিবেশনের কারণে বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য কাতার সফর কাটছাঁট (Mamata Halts Madan) করতে হচ্ছে তৃণমূল বিধায়ককে ৷

Madan Mitra
21 নভেম্বর কাতার যাত্রায় না মমতার, বিশ্বকাপ দেখতে কবে যাচ্ছেন 'কালারফুল' মদন
author img

By

Published : Nov 18, 2022, 8:18 PM IST

কলকাতা, 18 নভেম্বর: দলনেত্রীর নির্দেশ মেনে আগামী 21 তারিখ কাতার যাচ্ছেন না কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর বেশ কিছু দিন পর বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে যেতে পারেন তিনি (Mamata Halts Madan)। বিধানসভার শীতকালীন অধিবেশনের জেরেই সফর কাটছাঁট করতে হয়েছে 'কালারফুল' তৃণমূল নেতাকে (Mamata Banerjee)।

আজ অর্থাৎ 18 নভেম্বর থেকে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন । চলবে 30 নভেম্বর পর্যন্ত । অন্যদিকে, রবিবার থেকে শুরু ফুটবল বিশ্বকাপ । সেই বিশ্বকাপ দেখতে 21 তারিখ কাতারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মদন মিত্রের । তবে বিধানসভার অধিবেশন চলাকালীন কেউ যেন অনুপস্থিত না থাকেন, তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর যদি কেউ অনুপস্থিত থাকেন, তাহলে তাঁকে অনুপস্থিতির জন্য যথার্থ কারণ প্রমাণ সহকারে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি । সে জন্যই 21 তারিখ 'কালারফুল' বিধায়ককে কাতারে যেতেও নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তাঁর বিশ্বকাপ দেখতে কাতার যাওয়া একেবারে বন্ধ হচ্ছে না ৷ জানা গিয়েছে, 21 এর পরিবর্তে আগামী 24 নভেম্বর কাতার পাড়ি দেবেন তৃণমূল বিধায়ক । আগামী 23 নভেম্বর পর্যন্ত মদন মিত্রকে কলকাতায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: বিশ্বকাপ ও পঞ্চায়েত ভোটের থিমে গান গাইলেন মদন

প্রসঙ্গত, এ বছর বিশ্বকাপ দেখতে কাতারে যাবেন মদন মিত্র । তিনি জানিয়েছিলেন, মাঠে বসে এক হাতে দলনেত্রীর ছবি ও অন্য হাতে তৃণমূলের পতাকা নিয়ে 'জয় বাংলার' স্লোগানও দেবেন তিনি । পাশাপাশি শুনবেন নিজের বিশ্বকাপ নিয়ে রেকর্ড করা গানও । এমনকী এ বার পঞ্চায়েত ভোটের আগে কোনও খেলোয়াড়কে যাতে বাংলায় নিয়ে আসা যায়, সে বিষয়েও কথা বলে আসবেন বলে জানিয়েছেন মদন । তবে নেত্রীর নির্দেশ পাওয়ার পর তাঁর কাতার যাত্রা কিছুটা পিছোচ্ছে ৷ তবে সম্পূর্ণভাবে মাঠে বসে বিশ্বকাপ দেখা 'মিস' করতে হবে না দলনেত্রীর 'অনুগত সৈনিক'কে । একাধিক পরিকল্পনা নিয়ে 24 তারিখেই কাতারের উদ্দেশে বিমানে পা রাখতে চলেছেন মদন মিত্র ।

কলকাতা, 18 নভেম্বর: দলনেত্রীর নির্দেশ মেনে আগামী 21 তারিখ কাতার যাচ্ছেন না কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর বেশ কিছু দিন পর বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে যেতে পারেন তিনি (Mamata Halts Madan)। বিধানসভার শীতকালীন অধিবেশনের জেরেই সফর কাটছাঁট করতে হয়েছে 'কালারফুল' তৃণমূল নেতাকে (Mamata Banerjee)।

আজ অর্থাৎ 18 নভেম্বর থেকে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন । চলবে 30 নভেম্বর পর্যন্ত । অন্যদিকে, রবিবার থেকে শুরু ফুটবল বিশ্বকাপ । সেই বিশ্বকাপ দেখতে 21 তারিখ কাতারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মদন মিত্রের । তবে বিধানসভার অধিবেশন চলাকালীন কেউ যেন অনুপস্থিত না থাকেন, তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর যদি কেউ অনুপস্থিত থাকেন, তাহলে তাঁকে অনুপস্থিতির জন্য যথার্থ কারণ প্রমাণ সহকারে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি । সে জন্যই 21 তারিখ 'কালারফুল' বিধায়ককে কাতারে যেতেও নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তাঁর বিশ্বকাপ দেখতে কাতার যাওয়া একেবারে বন্ধ হচ্ছে না ৷ জানা গিয়েছে, 21 এর পরিবর্তে আগামী 24 নভেম্বর কাতার পাড়ি দেবেন তৃণমূল বিধায়ক । আগামী 23 নভেম্বর পর্যন্ত মদন মিত্রকে কলকাতায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: বিশ্বকাপ ও পঞ্চায়েত ভোটের থিমে গান গাইলেন মদন

প্রসঙ্গত, এ বছর বিশ্বকাপ দেখতে কাতারে যাবেন মদন মিত্র । তিনি জানিয়েছিলেন, মাঠে বসে এক হাতে দলনেত্রীর ছবি ও অন্য হাতে তৃণমূলের পতাকা নিয়ে 'জয় বাংলার' স্লোগানও দেবেন তিনি । পাশাপাশি শুনবেন নিজের বিশ্বকাপ নিয়ে রেকর্ড করা গানও । এমনকী এ বার পঞ্চায়েত ভোটের আগে কোনও খেলোয়াড়কে যাতে বাংলায় নিয়ে আসা যায়, সে বিষয়েও কথা বলে আসবেন বলে জানিয়েছেন মদন । তবে নেত্রীর নির্দেশ পাওয়ার পর তাঁর কাতার যাত্রা কিছুটা পিছোচ্ছে ৷ তবে সম্পূর্ণভাবে মাঠে বসে বিশ্বকাপ দেখা 'মিস' করতে হবে না দলনেত্রীর 'অনুগত সৈনিক'কে । একাধিক পরিকল্পনা নিয়ে 24 তারিখেই কাতারের উদ্দেশে বিমানে পা রাখতে চলেছেন মদন মিত্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.