ETV Bharat / state

Mamata Banerjee on EVM Hacking: ইভিএম হ্যাকিংয়ের পরিকল্পনা করছে বিজেপি, অভিযোগ মমতার

author img

By

Published : Aug 3, 2023, 6:37 PM IST

Updated : Aug 3, 2023, 8:14 PM IST

Mamata Banerjee on Electronic Voting Machines Hacking: বিজেপির বিরুদ্ধে আরও একবার ইভিএম হ্যাকিং করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই নিয়ে বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনা হবে তিনি জানিয়েছেন ৷

Mamata Banerjee on EVM Hacking
Mamata Banerjee on EVM Hacking

ইভিএম হ্যাকিংয়ের পরিকল্পনা করছে বিজেপি, অভিযোগ মমতার

কলকাতা, 3 অগস্ট: মানুষের রায়ে নয়, ইভিএম হ্যাক করেই ভোটে জেতে বিজেপি ৷ এমন অভিযোগ এর আগে বহুবার শোনা গিয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের মুখে ৷ বৃহস্পতিবার সেই কথা আবার তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর অভিযোগ, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ইভিএম হ্যাক করার পরিকল্পনা করছে ৷

এ দিন নবান্ন সভাঘরে এক সরকারি অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন ৷ সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি ৷ সেখানেই একটি গবেষণাপত্রের উল্লেখ করা হয় ৷ সেখানে নাকি 2019 সালে বিজেপি কারচুপি করে ভোটে জিতেছে বলে উল্লেখ রয়েছে ৷ এই বিষয়টি শোনার পর মুখ্যমন্ত্রীও বিজেপির বিরুদ্ধে ইভিএম হ্যাক করার অভিযোগ আরও একবার তোলেন ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘ওরা ইলেকট্রনিক মেশিন হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে ৷ আমাদের কাছেও কথাবার্তা এসেছে ৷ কিছু প্রমাণ পেয়েছি ৷ কিছু খুঁজছি ৷ ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনা হবে ৷ আগে পরের বৈঠকের দিন জানাক ৷ তার পর বৈঠকে এই নিয়ে আলোচনা হবে ৷’’

প্রসঙ্গত, ইভিএম হ্যাকের অভিযোগ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বহুবার করেছে ৷ বিশেষ করে 2014 থেকে 2019 সালের মধ্যে বিজেপি কোনও রাজ্যে ক্ষমতা দখল করলেই এই অভিযোগে সরব হত বিরোধীরা ৷ বিজেপির বিরুদ্ধে ইভিএম হ্যাক করে জেতার অভিযোগ করত ৷ যদিও এর পালটা জবাবও বিজেপি দিত ৷ তাদের বক্তব্য, ভোটে জিততে না পেরে অজুহাত দিচ্ছে বিরোধীরা ৷

আরও পড়ুন: দেশ রক্ষায় তৈরি ‘ইন্ডিয়া’ জোটই দিল্লিতে সরকার গড়বে, আত্মবিশ্বাসী মমতা

সামনের বছর লোকসভা নির্বাচন ৷ সেই ভোটে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে একজোট হয়েছে বিরোধীরা ৷ ইউপিএ-কে সরিয়ে বিরোধীদের নতুন জোট তৈরি হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া ৷ সেই ইন্ডিয়া জোটের শরিকরা ইতিমধ্যে সংসদের বাদল অধিবেশনে একজোট হয়ে লড়াই করছে ৷ এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি হল ৷ এই বিতর্ক আগামী লোকসভা ভোটের ফলপ্রকাশ কিংবা তার পরও হয়তো জারি থাকবে ৷

মমতার এই অভিযোগের প্রতিক্রিয়ায় বিজেপির সিনিয়র নেতা রাহুল সিনহা সংবাদসংস্থাকে বলেন, “পুরো দেশ দেখেছে কে নির্বাচন হ্যাক করে । তারা সবসময় এই ধরনের অভিযোগ করে । তারা (তৃণমূল কংগ্রেস) 2021 সালে জিতে ইভিএম হ্যাকিংয়ের বিষয়ে অভিযোগ করেনি ।”

একই সঙ্গে মমতা বিজেপির বিরুদ্ধে গেরুয়া রংকে রাজনৈতিক ভাবে ব্যবহারের অভিযোগ করেছেন ৷ মমতার অভিযোগ, ‘‘সবকিছুকে গেরুয়া বানিয়ে দেবে ৷ মেট্রো স্টেশনগুলোকে আধা গেরুয়া করে দিয়েছে ৷ আধুনিকতার নামে গেরুয়া করার প্ল্যান ৷ সারা দেশ গেরুয়া হয়ে গেলে অন্য রংগুলি কোথায় যাবে? গেরুয়া খুব পবিত্র রং ৷ এটাকে অত্যাচারের প্রতীক হিসেবে ব্যবহার করলে মানুষ গ্রহণ করবে না ৷’’

ইভিএম হ্যাকিংয়ের পরিকল্পনা করছে বিজেপি, অভিযোগ মমতার

কলকাতা, 3 অগস্ট: মানুষের রায়ে নয়, ইভিএম হ্যাক করেই ভোটে জেতে বিজেপি ৷ এমন অভিযোগ এর আগে বহুবার শোনা গিয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের মুখে ৷ বৃহস্পতিবার সেই কথা আবার তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর অভিযোগ, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ইভিএম হ্যাক করার পরিকল্পনা করছে ৷

এ দিন নবান্ন সভাঘরে এক সরকারি অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন ৷ সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি ৷ সেখানেই একটি গবেষণাপত্রের উল্লেখ করা হয় ৷ সেখানে নাকি 2019 সালে বিজেপি কারচুপি করে ভোটে জিতেছে বলে উল্লেখ রয়েছে ৷ এই বিষয়টি শোনার পর মুখ্যমন্ত্রীও বিজেপির বিরুদ্ধে ইভিএম হ্যাক করার অভিযোগ আরও একবার তোলেন ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘ওরা ইলেকট্রনিক মেশিন হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে ৷ আমাদের কাছেও কথাবার্তা এসেছে ৷ কিছু প্রমাণ পেয়েছি ৷ কিছু খুঁজছি ৷ ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনা হবে ৷ আগে পরের বৈঠকের দিন জানাক ৷ তার পর বৈঠকে এই নিয়ে আলোচনা হবে ৷’’

প্রসঙ্গত, ইভিএম হ্যাকের অভিযোগ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বহুবার করেছে ৷ বিশেষ করে 2014 থেকে 2019 সালের মধ্যে বিজেপি কোনও রাজ্যে ক্ষমতা দখল করলেই এই অভিযোগে সরব হত বিরোধীরা ৷ বিজেপির বিরুদ্ধে ইভিএম হ্যাক করে জেতার অভিযোগ করত ৷ যদিও এর পালটা জবাবও বিজেপি দিত ৷ তাদের বক্তব্য, ভোটে জিততে না পেরে অজুহাত দিচ্ছে বিরোধীরা ৷

আরও পড়ুন: দেশ রক্ষায় তৈরি ‘ইন্ডিয়া’ জোটই দিল্লিতে সরকার গড়বে, আত্মবিশ্বাসী মমতা

সামনের বছর লোকসভা নির্বাচন ৷ সেই ভোটে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে একজোট হয়েছে বিরোধীরা ৷ ইউপিএ-কে সরিয়ে বিরোধীদের নতুন জোট তৈরি হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া ৷ সেই ইন্ডিয়া জোটের শরিকরা ইতিমধ্যে সংসদের বাদল অধিবেশনে একজোট হয়ে লড়াই করছে ৷ এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি হল ৷ এই বিতর্ক আগামী লোকসভা ভোটের ফলপ্রকাশ কিংবা তার পরও হয়তো জারি থাকবে ৷

মমতার এই অভিযোগের প্রতিক্রিয়ায় বিজেপির সিনিয়র নেতা রাহুল সিনহা সংবাদসংস্থাকে বলেন, “পুরো দেশ দেখেছে কে নির্বাচন হ্যাক করে । তারা সবসময় এই ধরনের অভিযোগ করে । তারা (তৃণমূল কংগ্রেস) 2021 সালে জিতে ইভিএম হ্যাকিংয়ের বিষয়ে অভিযোগ করেনি ।”

একই সঙ্গে মমতা বিজেপির বিরুদ্ধে গেরুয়া রংকে রাজনৈতিক ভাবে ব্যবহারের অভিযোগ করেছেন ৷ মমতার অভিযোগ, ‘‘সবকিছুকে গেরুয়া বানিয়ে দেবে ৷ মেট্রো স্টেশনগুলোকে আধা গেরুয়া করে দিয়েছে ৷ আধুনিকতার নামে গেরুয়া করার প্ল্যান ৷ সারা দেশ গেরুয়া হয়ে গেলে অন্য রংগুলি কোথায় যাবে? গেরুয়া খুব পবিত্র রং ৷ এটাকে অত্যাচারের প্রতীক হিসেবে ব্যবহার করলে মানুষ গ্রহণ করবে না ৷’’

Last Updated : Aug 3, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.