দিল্লি, 6 জুন : বাঙালি ছেলে মেয়েদের নিয়ে করা তাঁর টুইট ঘিরে শুরু হয়েছিল বিতর্ক । এতদিন মুখ না খুললেও এবার মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের সেই বিতর্কিত টুইট নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সাংবিধানিক পদে থেকে কীভাবে তথাগত এমন মন্তব্য করেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।
হিন্দি আগ্রাসন এবং বাঙালির ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তথাগত রায় টুইটে লিখেছিলেন, 'বাঙালি মেয়েরা এখন মেঝে ঝাঁট দেয় অথবা মুম্বইয়ের বারে ডান্স করেন ।' তথাগত-র এই মন্তব্যের পরই ঝড় ওঠে রাজ্য-রাজনীতিতে । সরব হয় তৃণমূল নেতৃত্ব । এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ নিমতায় প্রয়াত দলীয় নেতা নির্মল কুণ্ডুর বাড়িতে গেছিলেন তৃণমূল নেত্রী । সেখান থেকেই তিনি BJP-কে আক্রমণ করেন । তথাগত রায়ের টুইট নিয়েও মুখ খোলেন । পাশে তখন দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় । মমতা বলেন, "তথাগত রায়ের টুইটার দেখে কখনই মনে হয় না তিনি সাংবিধানিক পদে আছেন । তাঁকে অনেক বেশি দলীয় কর্মী মনে হয় । মমতার কথায়, "কোনও সাংবিধানিক পদে থেকে এমন মন্তব্য যে করা যায় না সেটাও তিনি জানেন না ।"
তথাগত রায়ের মন্তব্যকে রীতিমতো ধিক্কার জানান তৃণমূল নেত্রী । BJP নেতা-কর্মীদের কথা বলার সময় সঠিক বাক্য ব্যবহারের উপদেশও দেন তিনি ।