ETV Bharat / state

Mamata on JU Student Death: যাদবপুর এখন আতঙ্কপুর, ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে মমতার নিশানায় মার্কসবাদীরা - যাদবপুর

Mamata on JU Student Mysterious Death Case: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দিনকয়েক আগে প্রথমবর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু হয় ৷ ওই ঘটনা নিয়ে উদ্বিগ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সোমবার তিনি তাঁর উদ্বেগের কথা প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন যে সিপিএমের কারণেই যাদবপুরে যেতে চান না ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Aug 14, 2023, 7:10 PM IST

Updated : Aug 14, 2023, 7:54 PM IST

ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে মমতার নিশানায় মার্কসবাদীরা

কলকাতা, 14 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে কার্যত সিপিএম-কেই তিনি কাঠগড়ায় তুলেছেন ৷ আর সেই কারণে তিনি যে সেখানে যান সেই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, ‘‘আমি দুঃখিত, স্তম্ভিত । আমি সব জায়গায় গেলেও যাদবপুরে যেতে চাই না । ওরা পড়াশোনায় ভালো হতে পারে । কিন্তু শুধু পড়াশোনায় ভালো হলে হয় না । সবাই খারাপ না । পড়ুয়ারা ভালো । কিন্তু কয়েকটা আগমার্কা সিপিএম আছে । তারা মনে করে নতুন ছেলেমেয়েরা গ্রামবাংলা থেকে এলেই অত্যাচার করা অধিকার । জামাকাপড় খুলে নিচ্ছে । আজও লজ্জা নেই ।’’

সোমবার বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয় ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন ৷ পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থা নিয়েও তিনি সরব হয়েছেন৷ বলেছেন, ‘‘ওখানে পুলিশ ঢুকতে দেয় না, সিসিটিভি লাগাতে দেয় না । একটা আতঙ্কপুর হয়ে গিয়েছে । যে ঘটনা ঘটেছে তাতে আমি দুঃখিত, আমি স্তম্ভিত, আমি মর্মাহত ৷’’

আরও পড়ুন: মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি লিখেছিল দীপশেখর! জেরায় স্বীকারোক্তি

তাছাড়া প্রথমবর্ষের ওই পড়ুয়ার মৃত্যু নিয়ে যে তিনি উদ্বিগ্ন, সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ নিহত ওই পড়ুয়ার বাবার সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছেন মমতা ৷ তাঁর সঙ্গে কী কথা হয়েছে, সেটাও এদিন তিনি জানিয়েছেন ৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাদবপুরের ছেলেটির উপর অত্যাচার করতে করতে ওকে মেরে ফেলল ! ওর বাবাকে ফোন করেছিলাম । ওর বাবা কাঁদতে কাঁদতে আমাকে বলছিলেন, দিদি আমি ভেবেছিলাম কালকেই যাব । ছেলেটা বলছিল, বাবা আমার উপর অত্যাচার করছে । কিন্তু আমি যাওয়ার আগেই সব শেষ হয়ে গেল ! ওরা আমার ছেলের উপর অত্যাচার করে উপর থেকে ছুড়ে ফেলেছে ।’’

ওই ছাত্রের মৃত্যু নিয়ে তিনি আরও বলেন, ‘‘ছেলেটা একটা মাদুলি পরে ছিল বলে ওকে বলেছে ওটা খোল খোল । এটা রেড ফোর্ট । এখানে মাদুলি পরা যাবে না । মানে ওদের জমিদারি ।’’

আরও পড়ুন: বুধে আসবেন প্রতিনিধিরা, ছাত্রমৃত্যু কাণ্ডে ইউজিসি-কে রিপোর্ট পাঠাল যাদবপুর

ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে মমতার নিশানায় মার্কসবাদীরা

কলকাতা, 14 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে কার্যত সিপিএম-কেই তিনি কাঠগড়ায় তুলেছেন ৷ আর সেই কারণে তিনি যে সেখানে যান সেই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, ‘‘আমি দুঃখিত, স্তম্ভিত । আমি সব জায়গায় গেলেও যাদবপুরে যেতে চাই না । ওরা পড়াশোনায় ভালো হতে পারে । কিন্তু শুধু পড়াশোনায় ভালো হলে হয় না । সবাই খারাপ না । পড়ুয়ারা ভালো । কিন্তু কয়েকটা আগমার্কা সিপিএম আছে । তারা মনে করে নতুন ছেলেমেয়েরা গ্রামবাংলা থেকে এলেই অত্যাচার করা অধিকার । জামাকাপড় খুলে নিচ্ছে । আজও লজ্জা নেই ।’’

সোমবার বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয় ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন ৷ পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থা নিয়েও তিনি সরব হয়েছেন৷ বলেছেন, ‘‘ওখানে পুলিশ ঢুকতে দেয় না, সিসিটিভি লাগাতে দেয় না । একটা আতঙ্কপুর হয়ে গিয়েছে । যে ঘটনা ঘটেছে তাতে আমি দুঃখিত, আমি স্তম্ভিত, আমি মর্মাহত ৷’’

আরও পড়ুন: মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি লিখেছিল দীপশেখর! জেরায় স্বীকারোক্তি

তাছাড়া প্রথমবর্ষের ওই পড়ুয়ার মৃত্যু নিয়ে যে তিনি উদ্বিগ্ন, সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ নিহত ওই পড়ুয়ার বাবার সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছেন মমতা ৷ তাঁর সঙ্গে কী কথা হয়েছে, সেটাও এদিন তিনি জানিয়েছেন ৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাদবপুরের ছেলেটির উপর অত্যাচার করতে করতে ওকে মেরে ফেলল ! ওর বাবাকে ফোন করেছিলাম । ওর বাবা কাঁদতে কাঁদতে আমাকে বলছিলেন, দিদি আমি ভেবেছিলাম কালকেই যাব । ছেলেটা বলছিল, বাবা আমার উপর অত্যাচার করছে । কিন্তু আমি যাওয়ার আগেই সব শেষ হয়ে গেল ! ওরা আমার ছেলের উপর অত্যাচার করে উপর থেকে ছুড়ে ফেলেছে ।’’

ওই ছাত্রের মৃত্যু নিয়ে তিনি আরও বলেন, ‘‘ছেলেটা একটা মাদুলি পরে ছিল বলে ওকে বলেছে ওটা খোল খোল । এটা রেড ফোর্ট । এখানে মাদুলি পরা যাবে না । মানে ওদের জমিদারি ।’’

আরও পড়ুন: বুধে আসবেন প্রতিনিধিরা, ছাত্রমৃত্যু কাণ্ডে ইউজিসি-কে রিপোর্ট পাঠাল যাদবপুর

Last Updated : Aug 14, 2023, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.