ETV Bharat / state

Mamata Banerjee: শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Nov 7, 2022, 7:28 PM IST

শিখ ধর্মগুরু গুরু নানকের 553 তম জন্মোৎসবের (Guru Nanak Jayanti) অনুষ্ঠানে সোমবার শহিদ মিনারের পাদদেশে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানেই তিনি সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

mamata-banerjee-promises-to-give-land-for-guru-nanak-bhawan-in-kolkata-on-guru-nanak-jayanti
Mamata Banerjee: শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

কলকাতা, 7 নভেম্বর: শিখ ধর্মগুরু গুরু নানকের 553 তম জন্মোৎসব (Guru Nanak Jayanti) উপলক্ষে শহিদ মিনারের পাদদেশে উপস্থিত হয়ে শিখ সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন থেকেই সেখানে উৎসব শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী সেখানেই উপস্থিত থেকে বলেন, ‘‘স্বাধীনতার লড়াইয়ে পঞ্জাবের (Punjab) অবদান প্রচুর । বাংলার সঙ্গে একইভাবে উচ্চারিত হয় পঞ্জাবের নাম ।’’

প্রসঙ্গত, শিখদের বড় সব অনুষ্ঠানেই যোগ দেন মুখ্যমন্ত্রী । তাই এই দিন শিখদের অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘গুরু নানকজি, গুরু তোগবাহাদুরজি, ভগত সিংজি, সবাই পঞ্জাবের মানুষ । স্বাধীনতার যুদ্ধে শহিদ ভগত সিংজির সঙ্গেও বাংলার সম্পর্ক রয়েছে । আন্দামানের সেলুলার জেলে গেলে দেখবেন যাঁরা স্বাধীনতার সংগ্রামে এগিয়ে ছিল, তাঁদের মধ্যে অন্যতম বাংলা ও পঞ্জাব ।’’

তিনি আরও বলেন, ‘‘এভাবেই বাংলার সঙ্গে পঞ্জাবের একটা বরাবরের যোগসূত্র রয়েছে । এই জন্য কবিগুরু যখন জনগণমন লিখেছিলেন, তখন আগে এসেছিল পঞ্জাবের নাম । কারণ, পঞ্জাবের মানুষ দেশের জন্য প্রাণ দিতেও তৈরি । পঞ্জাবের মানুষ আজও সেনায়, সীমান্তে দেশ রক্ষার কাজ করে চলেছেন । আপনাদের অনুষ্ঠানে এসে আমি খুশি ।’’

শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী শিখ ধর্মগুরুদের বলেন, ‘‘আপনারা গুরু নানক ভবনের কথা বলেছিলেন । কলকাতায় একটি গুরু নানক ভবন তৈরির আবেদন করেছিলেন কলকাতাবাসী শিখরা । আপনারা যা চেয়েছিলেন, তার দাম 6 কোটি টাকা । ওই সম্পত্তি সরকার দিতে পারবে না । তাই আপনাদের কাছে অনুরোধ আরও একটা আবেদন আপনারা করুন । সেখানে গুরুনানক ভবনের পাশাপাশি কোনও জনহিতকর কাজ করার কথা জানান । তাহলে আমি ওই সম্পত্তি এক টাকায় দিয়ে দেব । আবেদনে একটি বদল করলেই সমাধান হয়ে যাবে ।’’

প্রসঙ্গত, তাৎপর্যপূর্ণভাবে এই দিন শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা । ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বোন, তাঁর স্ত্রী এবং তার দুই সন্তানও । আগামিকাল জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । তাঁর আগেই শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে হাজির হয়ে তাদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: গুরু নানকের জন্মদিনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, ফের ধরনা মঞ্চে বসার নিষেধাজ্ঞা পুলিশের

কলকাতা, 7 নভেম্বর: শিখ ধর্মগুরু গুরু নানকের 553 তম জন্মোৎসব (Guru Nanak Jayanti) উপলক্ষে শহিদ মিনারের পাদদেশে উপস্থিত হয়ে শিখ সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন থেকেই সেখানে উৎসব শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী সেখানেই উপস্থিত থেকে বলেন, ‘‘স্বাধীনতার লড়াইয়ে পঞ্জাবের (Punjab) অবদান প্রচুর । বাংলার সঙ্গে একইভাবে উচ্চারিত হয় পঞ্জাবের নাম ।’’

প্রসঙ্গত, শিখদের বড় সব অনুষ্ঠানেই যোগ দেন মুখ্যমন্ত্রী । তাই এই দিন শিখদের অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘গুরু নানকজি, গুরু তোগবাহাদুরজি, ভগত সিংজি, সবাই পঞ্জাবের মানুষ । স্বাধীনতার যুদ্ধে শহিদ ভগত সিংজির সঙ্গেও বাংলার সম্পর্ক রয়েছে । আন্দামানের সেলুলার জেলে গেলে দেখবেন যাঁরা স্বাধীনতার সংগ্রামে এগিয়ে ছিল, তাঁদের মধ্যে অন্যতম বাংলা ও পঞ্জাব ।’’

তিনি আরও বলেন, ‘‘এভাবেই বাংলার সঙ্গে পঞ্জাবের একটা বরাবরের যোগসূত্র রয়েছে । এই জন্য কবিগুরু যখন জনগণমন লিখেছিলেন, তখন আগে এসেছিল পঞ্জাবের নাম । কারণ, পঞ্জাবের মানুষ দেশের জন্য প্রাণ দিতেও তৈরি । পঞ্জাবের মানুষ আজও সেনায়, সীমান্তে দেশ রক্ষার কাজ করে চলেছেন । আপনাদের অনুষ্ঠানে এসে আমি খুশি ।’’

শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী শিখ ধর্মগুরুদের বলেন, ‘‘আপনারা গুরু নানক ভবনের কথা বলেছিলেন । কলকাতায় একটি গুরু নানক ভবন তৈরির আবেদন করেছিলেন কলকাতাবাসী শিখরা । আপনারা যা চেয়েছিলেন, তার দাম 6 কোটি টাকা । ওই সম্পত্তি সরকার দিতে পারবে না । তাই আপনাদের কাছে অনুরোধ আরও একটা আবেদন আপনারা করুন । সেখানে গুরুনানক ভবনের পাশাপাশি কোনও জনহিতকর কাজ করার কথা জানান । তাহলে আমি ওই সম্পত্তি এক টাকায় দিয়ে দেব । আবেদনে একটি বদল করলেই সমাধান হয়ে যাবে ।’’

প্রসঙ্গত, তাৎপর্যপূর্ণভাবে এই দিন শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা । ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বোন, তাঁর স্ত্রী এবং তার দুই সন্তানও । আগামিকাল জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । তাঁর আগেই শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে হাজির হয়ে তাদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: গুরু নানকের জন্মদিনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, ফের ধরনা মঞ্চে বসার নিষেধাজ্ঞা পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.