ETV Bharat / state

Mamata Banerjee: শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

শিখ ধর্মগুরু গুরু নানকের 553 তম জন্মোৎসবের (Guru Nanak Jayanti) অনুষ্ঠানে সোমবার শহিদ মিনারের পাদদেশে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানেই তিনি সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

mamata-banerjee-promises-to-give-land-for-guru-nanak-bhawan-in-kolkata-on-guru-nanak-jayanti
Mamata Banerjee: শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Nov 7, 2022, 7:28 PM IST

কলকাতা, 7 নভেম্বর: শিখ ধর্মগুরু গুরু নানকের 553 তম জন্মোৎসব (Guru Nanak Jayanti) উপলক্ষে শহিদ মিনারের পাদদেশে উপস্থিত হয়ে শিখ সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন থেকেই সেখানে উৎসব শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী সেখানেই উপস্থিত থেকে বলেন, ‘‘স্বাধীনতার লড়াইয়ে পঞ্জাবের (Punjab) অবদান প্রচুর । বাংলার সঙ্গে একইভাবে উচ্চারিত হয় পঞ্জাবের নাম ।’’

প্রসঙ্গত, শিখদের বড় সব অনুষ্ঠানেই যোগ দেন মুখ্যমন্ত্রী । তাই এই দিন শিখদের অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘গুরু নানকজি, গুরু তোগবাহাদুরজি, ভগত সিংজি, সবাই পঞ্জাবের মানুষ । স্বাধীনতার যুদ্ধে শহিদ ভগত সিংজির সঙ্গেও বাংলার সম্পর্ক রয়েছে । আন্দামানের সেলুলার জেলে গেলে দেখবেন যাঁরা স্বাধীনতার সংগ্রামে এগিয়ে ছিল, তাঁদের মধ্যে অন্যতম বাংলা ও পঞ্জাব ।’’

তিনি আরও বলেন, ‘‘এভাবেই বাংলার সঙ্গে পঞ্জাবের একটা বরাবরের যোগসূত্র রয়েছে । এই জন্য কবিগুরু যখন জনগণমন লিখেছিলেন, তখন আগে এসেছিল পঞ্জাবের নাম । কারণ, পঞ্জাবের মানুষ দেশের জন্য প্রাণ দিতেও তৈরি । পঞ্জাবের মানুষ আজও সেনায়, সীমান্তে দেশ রক্ষার কাজ করে চলেছেন । আপনাদের অনুষ্ঠানে এসে আমি খুশি ।’’

শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী শিখ ধর্মগুরুদের বলেন, ‘‘আপনারা গুরু নানক ভবনের কথা বলেছিলেন । কলকাতায় একটি গুরু নানক ভবন তৈরির আবেদন করেছিলেন কলকাতাবাসী শিখরা । আপনারা যা চেয়েছিলেন, তার দাম 6 কোটি টাকা । ওই সম্পত্তি সরকার দিতে পারবে না । তাই আপনাদের কাছে অনুরোধ আরও একটা আবেদন আপনারা করুন । সেখানে গুরুনানক ভবনের পাশাপাশি কোনও জনহিতকর কাজ করার কথা জানান । তাহলে আমি ওই সম্পত্তি এক টাকায় দিয়ে দেব । আবেদনে একটি বদল করলেই সমাধান হয়ে যাবে ।’’

প্রসঙ্গত, তাৎপর্যপূর্ণভাবে এই দিন শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা । ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বোন, তাঁর স্ত্রী এবং তার দুই সন্তানও । আগামিকাল জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । তাঁর আগেই শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে হাজির হয়ে তাদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: গুরু নানকের জন্মদিনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, ফের ধরনা মঞ্চে বসার নিষেধাজ্ঞা পুলিশের

কলকাতা, 7 নভেম্বর: শিখ ধর্মগুরু গুরু নানকের 553 তম জন্মোৎসব (Guru Nanak Jayanti) উপলক্ষে শহিদ মিনারের পাদদেশে উপস্থিত হয়ে শিখ সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন থেকেই সেখানে উৎসব শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী সেখানেই উপস্থিত থেকে বলেন, ‘‘স্বাধীনতার লড়াইয়ে পঞ্জাবের (Punjab) অবদান প্রচুর । বাংলার সঙ্গে একইভাবে উচ্চারিত হয় পঞ্জাবের নাম ।’’

প্রসঙ্গত, শিখদের বড় সব অনুষ্ঠানেই যোগ দেন মুখ্যমন্ত্রী । তাই এই দিন শিখদের অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘গুরু নানকজি, গুরু তোগবাহাদুরজি, ভগত সিংজি, সবাই পঞ্জাবের মানুষ । স্বাধীনতার যুদ্ধে শহিদ ভগত সিংজির সঙ্গেও বাংলার সম্পর্ক রয়েছে । আন্দামানের সেলুলার জেলে গেলে দেখবেন যাঁরা স্বাধীনতার সংগ্রামে এগিয়ে ছিল, তাঁদের মধ্যে অন্যতম বাংলা ও পঞ্জাব ।’’

তিনি আরও বলেন, ‘‘এভাবেই বাংলার সঙ্গে পঞ্জাবের একটা বরাবরের যোগসূত্র রয়েছে । এই জন্য কবিগুরু যখন জনগণমন লিখেছিলেন, তখন আগে এসেছিল পঞ্জাবের নাম । কারণ, পঞ্জাবের মানুষ দেশের জন্য প্রাণ দিতেও তৈরি । পঞ্জাবের মানুষ আজও সেনায়, সীমান্তে দেশ রক্ষার কাজ করে চলেছেন । আপনাদের অনুষ্ঠানে এসে আমি খুশি ।’’

শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী শিখ ধর্মগুরুদের বলেন, ‘‘আপনারা গুরু নানক ভবনের কথা বলেছিলেন । কলকাতায় একটি গুরু নানক ভবন তৈরির আবেদন করেছিলেন কলকাতাবাসী শিখরা । আপনারা যা চেয়েছিলেন, তার দাম 6 কোটি টাকা । ওই সম্পত্তি সরকার দিতে পারবে না । তাই আপনাদের কাছে অনুরোধ আরও একটা আবেদন আপনারা করুন । সেখানে গুরুনানক ভবনের পাশাপাশি কোনও জনহিতকর কাজ করার কথা জানান । তাহলে আমি ওই সম্পত্তি এক টাকায় দিয়ে দেব । আবেদনে একটি বদল করলেই সমাধান হয়ে যাবে ।’’

প্রসঙ্গত, তাৎপর্যপূর্ণভাবে এই দিন শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা । ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বোন, তাঁর স্ত্রী এবং তার দুই সন্তানও । আগামিকাল জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । তাঁর আগেই শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে হাজির হয়ে তাদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: গুরু নানকের জন্মদিনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, ফের ধরনা মঞ্চে বসার নিষেধাজ্ঞা পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.