নামখানা, 16 জুন: অভিষেকের হাতে ফ্রেমে বাঁধানো ছবি তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মায়ের কোলে বসে ছোট্ট অভিষেক, সামনে মাথায় ব্যান্ডেজ বেঁধে বসে মমতা ৷ 1990 সালে হাজরা মোড়ে রাজনৈতিক হিংসায় মাথা ফেটেছিল মমতার ৷ নামখানার সভায় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, ছবির অভিষেকের বয়স তখন সবে দু'বছর ৷ ক্যালেন্ডার বলছে, সামনের জন তখন যুবদল পেরিয়ে প্রবেশ করেছেন প্রত্যক্ষ রাজনীতিতে ৷ নির্বাচনে সিপিআইএম-এর মালিনী ভট্টাচার্যর কাছে হারলেও আস্তে আস্তে শক্ত হচ্ছে জননেত্রীর রাজনৈতিক খুঁটি ৷
মুখ্যমন্ত্রী দাবি, ওই বয়স থেকেই রাজনীতির সঙ্গে জুড়ে রয়েছেন অভিষেকও ৷ কঠিন সমীকরণ না বুঝেও হেঁটেছেন মিছিলে, আন্দোলন-ধর্নাতেও সঙ্গ দিয়েছেন অগ্রজদের ৷ মমতার কথায়, "1990 সালে সিপিএম আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি এসে মা'র সঙ্গে কথা বলছিলাম । আমার মায়ের কোলে বসে অভিষেক সব কথা শুনছিল । পরের দিন থেকে একটা ঝাণ্ডা নিয়ে ও রোজ বলত, 'দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও ।' ওইটুকু একটা ছেলে দু'বছর বয়সেই প্রতিদিন মিছিল করত ।" সেই অনুজের হাতেই এদিন 'রাজদণ্ড' তুলে দিলেন মমতা ৷ নামখানার মঞ্চ থেকে সদর্পে ঘোষণা করলেন, দলের আগামী প্রজন্ম তৈরি ৷ তৃণমূলের মশাল বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব অভিষেকের কাঁধে ৷
দিনকয়েক আগেই পারিবারিক রাজনীতি নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী ৷ নিশানায় গান্ধি পরিবার থাকলেও যে অন্যান্যরা যে আক্রমণের বাইরে নয়, তা স্পষ্ট বোঝা গিয়েছিল ৷ পালটা বিজেপির নেতা-নেত্রী এবং দলের গুরুত্বপূর্ণ পদে থাকা তাঁদের ছেলে-মেয়েদের ছবি প্রকাশ্যে এনেছিলেন অভিষেক ৷ এদিন অভিষেকের হাতে নিজেদের পারিবারিক মুহূর্তের ছবি তুলে দিয়ে মমতা বোঝালেন, বিজেপির (পড়ুন, প্রধানমন্ত্রী) অভিযোগকে তিনি ধর্তব্যের মধ্যেই আনছেন না ৷ আর অভিষেকের রাজনীতি যোগ যে পরিবারতন্ত্রের ফসল নয় তা বোঝাতে 32 বছর আগের ইতিহাস টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, দলের রাশ ভবিষ্যতে অভিষেকের হাতেই যাবে ৷ যার আগাম পৌরহিত্যই তিনি করে রাখলেন পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ৷
প্রসঙ্গত, শুক্রবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান । কোচবিহার থেকে এই কর্মসূচি শুরু হয়ে প্রায় 4 হাজার 500 কিলোমিটার অতিক্রম করেছে ৷ রাজনৈতিক বোদ্ধারা বলছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্রমশ বেরিয়ে আসছেন মমতায় ছায়া থেকে । শুধুমাত্র প্রশাসনিক পদ নয়, পিসির মতোই দল সামলাতেও পারদর্শী হয়ে উঠছেন অভিষেক ৷ দলের 'সেকেন্ড-ইন-কমান্ড' ক্রমশ দলের রশি কষে ধরছেন ৷
আরও পড়ুন: পটনায় বিরোধী বৈঠকের আগেই কংগ্রেসের বিরুদ্ধে ঝাঁঝ বাড়ালেন মমতা