ETV Bharat / state

Opposition Meet in Patna: বিজেপি-বিরোধী শিবিরের বৈঠক, একদিন আগেই পটনায় মমতা - লালুপ্রসাদ যাদব

23 জুন বিহারের পটনায় বিরোধীদের বৈঠক হওয়ার কথা ৷ এর আহ্বায়ক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ একদিন আগেই পটনা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে লালুপ্রসাদ যাদবের বাড়িতে তাঁর আমন্ত্রণ রয়েছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
মমতা বন্দ্য়োপাধ্যায়
author img

By

Published : Jun 21, 2023, 7:35 AM IST

Updated : Jun 21, 2023, 9:59 AM IST

কলকাতা, 21 জুন: লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে হঠাতে বদ্ধপরিকর বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ তাই বিরোধীদের একজোট করতে 23 জুন এই বৈঠক ডেকেছিলেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ এই বৈঠকে কংগ্রেসেরও অংশ নেওয়ার কথা ৷ তবে এখানে বিজেপি বিরোধী হিসেবে গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তাই একদিন আগে অর্থাৎ 22 জুনই পটনা পৌঁছবেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

বিজেপি বিরোধী জোট গঠনের প্রাথমিক প্রক্রিয়ার সূচনা হয়েছিল আগেই ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে দেখা করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা প্রধান অখিলেশ যাদব। আসেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) প্রধান এইচডি দেবগৌড়া ৷ এরপর 24 এপ্রিল নবান্নে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ তাঁদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন ৷ সেখান থেকেই ইঙ্গিত মিলেছিল বিজেপি-বিরোধী শিবিরের বৈঠকে বসতে পারে ৷ শেষমেশ শুক্রবার পটনায় সেই বহু প্রতীক্ষিত বৈঠকটি হওয়ার কথা ৷

সূত্রে জানা গিয়েছে, দুদিনের সফরে পটনা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে পৌঁছে প্রথমে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন তিনি ৷ বিরোধী শিবিরের বৈঠকের আগে আরজেডি প্রধানের সঙ্গে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আরও পড়ুন: বড় নেতাদের না পেয়ে 12 জুনের বৈঠক পিছোতে পারেন নীতীশ, কবে বসবে বিরোধীরা ?

একসময় লালুপ্রসাদ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একই সঙ্গে লোকসভায় দেখা গিয়েছে ৷ দু'জনে কেন্দ্রে রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন ৷ জানা গিয়েছে, লালু-পুত্র তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন ৷ এরপর 23 তারিখ বিরোধী-শিবিরের বৈঠক ৷ এদিন বিকেলে রাজ্যে ফিরে আসার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর ৷ তবে কয়েকটি সূত্রের দাবি, বৈঠকে নাও থাকতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। পাশাপাশি ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিনের উপস্থিতি নিয়েও সংশয় রয়েছে ৷

কলকাতা, 21 জুন: লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে হঠাতে বদ্ধপরিকর বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ তাই বিরোধীদের একজোট করতে 23 জুন এই বৈঠক ডেকেছিলেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ এই বৈঠকে কংগ্রেসেরও অংশ নেওয়ার কথা ৷ তবে এখানে বিজেপি বিরোধী হিসেবে গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তাই একদিন আগে অর্থাৎ 22 জুনই পটনা পৌঁছবেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

বিজেপি বিরোধী জোট গঠনের প্রাথমিক প্রক্রিয়ার সূচনা হয়েছিল আগেই ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে দেখা করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা প্রধান অখিলেশ যাদব। আসেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) প্রধান এইচডি দেবগৌড়া ৷ এরপর 24 এপ্রিল নবান্নে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ তাঁদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন ৷ সেখান থেকেই ইঙ্গিত মিলেছিল বিজেপি-বিরোধী শিবিরের বৈঠকে বসতে পারে ৷ শেষমেশ শুক্রবার পটনায় সেই বহু প্রতীক্ষিত বৈঠকটি হওয়ার কথা ৷

সূত্রে জানা গিয়েছে, দুদিনের সফরে পটনা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে পৌঁছে প্রথমে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন তিনি ৷ বিরোধী শিবিরের বৈঠকের আগে আরজেডি প্রধানের সঙ্গে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আরও পড়ুন: বড় নেতাদের না পেয়ে 12 জুনের বৈঠক পিছোতে পারেন নীতীশ, কবে বসবে বিরোধীরা ?

একসময় লালুপ্রসাদ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একই সঙ্গে লোকসভায় দেখা গিয়েছে ৷ দু'জনে কেন্দ্রে রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন ৷ জানা গিয়েছে, লালু-পুত্র তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন ৷ এরপর 23 তারিখ বিরোধী-শিবিরের বৈঠক ৷ এদিন বিকেলে রাজ্যে ফিরে আসার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর ৷ তবে কয়েকটি সূত্রের দাবি, বৈঠকে নাও থাকতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। পাশাপাশি ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিনের উপস্থিতি নিয়েও সংশয় রয়েছে ৷

Last Updated : Jun 21, 2023, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.