ETV Bharat / state

লোকসভা নির্বাচনের আগে পরিযায়ীদের আসা-যাওয়া, অমিত শাহের সফরকে কটাক্ষ মমতার মন্ত্রী ফিরহাদের - তৃণমূল

Firhad Hakim Slams Amit Shah: সোমবার রাতে বিজেপির সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে দু’দিনের সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর এই সফরকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । তিনি এই সফরকে লোকসভা নির্বাচনের আগে পরিযায়ীদের আসা-যাওয়া হিসেবেই দেখছেন ৷

Firhad Hakim Slams Amit Shah
Firhad Hakim Slams Amit Shah
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 7:05 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: বিজেপির সাংগঠনিক কর্মসূচির জন্য ফের দু’দিনের জন্য বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ (সোমবার) ও আগামিকাল (মঙ্গলবার) দু’দিন দলীয় বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন তিনি । কলকাতার কালীঘাট মন্দিরেও যাওয়ার কথা তাঁর । অমিত শাহের এই সফর নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । লোকসভার আগে ‘পরিযায়ীদের আনাগোনা’ বলে কটাক্ষ করেছেন তিনি ।

তিনি বলেন, ‘‘2024-এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দিল্লি থেকে পরিযায়ী নেতাদের আসা-যাওয়া বৃদ্ধি পেতে শুরু করেছে । বিগত 2019, 2021-এর নির্বাচনের আগেও দিল্লি থেকে মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের মতো পরিযায়ী নেতারা রাজ্যে এসেছেন একাধিকবার । বিজেপিকে ক্ষমতায় আনার লক্ষ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন । শেষ পর্যন্ত যদিও তাঁদের প্রত্যাখ্যান করেছেন এরাজ্যের আপামর জনতা । সেই সময় ওঁরা বলেছিলেন - ইস বার 200 পার । শেষ পর্যন্ত ওরা ব্যর্থ হয়ে পালিয়ে যান । এবারেও ওঁরা কেউ সফল হবেন না । ওঁরা যতই চেষ্টা করুন, এরাজ্যে বিজেপির কোনও স্থান নেই ।’’

তিনি আরও বলেন, ‘‘সাম্প্রদায়িকতার বীজ বপন করে এ রাজ্যে ক্ষমতায় আসা যাবে না । সম্প্রীতির বাংলায় আমরা যাঁরা বসবাস করি, তাঁরা রবীন্দ্রনাথ-নজরুল থেকে শুরু করে রামকৃষ্ণ-বিবেকানন্দ, সকলকে নিয়েই আমরা একসঙ্গে বসবাস করি । আমরা ঈদ পালন করি, বড়দিন পালন করি, কালীপুজো করি । ছট পুজো করি দুর্গাপুজো করি । আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন - ধর্ম যার যার, উৎসব সবার । আমরা এ রাজ্যে শ্রদ্ধার সঙ্গে সমস্ত ধর্মীয় উৎসবে সামিল হই । উৎসব পালন করি একসঙ্গে । এই সংস্কৃতি যে বা যাঁরা ভাঙতে চান, তাঁরা কোনোদিনই সফল হবেন না ।’’

আরও পড়ুন:

  1. আজ রাতেই শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, মঙ্গলে কালীঘাটে পুজো দিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক শাহের
  2. অভিষেকের নবজোয়ার থেকে অমিত শাহের টার্গেট 35 এবং হিংসাদীর্ণ পঞ্চায়েত ভোট, ফিরে দেখা 2023 এর বঙ্গ-রাজনীতি
  3. বড়দিন উপলক্ষে রাতে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জানালেন রাজ্যবাসীকে

কলকাতা, 25 ডিসেম্বর: বিজেপির সাংগঠনিক কর্মসূচির জন্য ফের দু’দিনের জন্য বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ (সোমবার) ও আগামিকাল (মঙ্গলবার) দু’দিন দলীয় বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন তিনি । কলকাতার কালীঘাট মন্দিরেও যাওয়ার কথা তাঁর । অমিত শাহের এই সফর নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । লোকসভার আগে ‘পরিযায়ীদের আনাগোনা’ বলে কটাক্ষ করেছেন তিনি ।

তিনি বলেন, ‘‘2024-এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দিল্লি থেকে পরিযায়ী নেতাদের আসা-যাওয়া বৃদ্ধি পেতে শুরু করেছে । বিগত 2019, 2021-এর নির্বাচনের আগেও দিল্লি থেকে মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের মতো পরিযায়ী নেতারা রাজ্যে এসেছেন একাধিকবার । বিজেপিকে ক্ষমতায় আনার লক্ষ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন । শেষ পর্যন্ত যদিও তাঁদের প্রত্যাখ্যান করেছেন এরাজ্যের আপামর জনতা । সেই সময় ওঁরা বলেছিলেন - ইস বার 200 পার । শেষ পর্যন্ত ওরা ব্যর্থ হয়ে পালিয়ে যান । এবারেও ওঁরা কেউ সফল হবেন না । ওঁরা যতই চেষ্টা করুন, এরাজ্যে বিজেপির কোনও স্থান নেই ।’’

তিনি আরও বলেন, ‘‘সাম্প্রদায়িকতার বীজ বপন করে এ রাজ্যে ক্ষমতায় আসা যাবে না । সম্প্রীতির বাংলায় আমরা যাঁরা বসবাস করি, তাঁরা রবীন্দ্রনাথ-নজরুল থেকে শুরু করে রামকৃষ্ণ-বিবেকানন্দ, সকলকে নিয়েই আমরা একসঙ্গে বসবাস করি । আমরা ঈদ পালন করি, বড়দিন পালন করি, কালীপুজো করি । ছট পুজো করি দুর্গাপুজো করি । আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন - ধর্ম যার যার, উৎসব সবার । আমরা এ রাজ্যে শ্রদ্ধার সঙ্গে সমস্ত ধর্মীয় উৎসবে সামিল হই । উৎসব পালন করি একসঙ্গে । এই সংস্কৃতি যে বা যাঁরা ভাঙতে চান, তাঁরা কোনোদিনই সফল হবেন না ।’’

আরও পড়ুন:

  1. আজ রাতেই শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, মঙ্গলে কালীঘাটে পুজো দিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক শাহের
  2. অভিষেকের নবজোয়ার থেকে অমিত শাহের টার্গেট 35 এবং হিংসাদীর্ণ পঞ্চায়েত ভোট, ফিরে দেখা 2023 এর বঙ্গ-রাজনীতি
  3. বড়দিন উপলক্ষে রাতে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জানালেন রাজ্যবাসীকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.