ETV Bharat / state

CAA-র প্রতিবাদে এবার তুলি হাতে মমতা

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে দেশের ঐক্য ও বৈচিত্র্যের কথা আরও একবার মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । 26 জন শিল্পীর সঙ্গে গান্ধি মূর্তির পাদদেশে ছবি এঁকে প্রতিবাদ জানান তিনি ।

mamata
ছবি এঁকে CAA-র প্রতিবাদে মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jan 28, 2020, 10:35 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : ছবি এঁকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী । কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 26 জন শিল্পী আজ এই প্রতিবাদে শামিল হন । এতদিন CAA-র বিরুদ্ধে একাধিক বৈঠক ও পদযাত্রা করেছেন মমতা । এইবার অন্যান্য শিল্পীদের সঙ্গে তুলির টানে প্রতিবাদ জানালেন তিনিও । নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে কণ্ঠরোধ করা হচ্ছে - এই ভাবনা উঠে এল তাঁদের ক্যানভাসে । ছবির মাধ্যমে দেশের ঐক্যের বিষয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী ।

নাগরকিত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে আজ ওই অনুষ্ঠানে দেশের ঐক্য ও বৈচিত্র্যের কথা আরও একবার মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এই প্রতিবাদ প্রসঙ্গে বলেন, "আমাদের দুঃখ, শোক, ব্যথা, বেদনা রয়েছে । কিন্তু বৈচিত্র্যের মধ্যেও ঐক্য আছে । ক্যানভাসগুলোয় যা দেখলেন তা অভিনব প্রতিবাদ । প্রত্যেকে তাঁর শিল্পকর্ম ও প্রতিবাদকে নিজস্বতায় সমৃদ্ধ করেছে । আমরা এই ছবিগুলি সংরক্ষণের চেষ্টা করব । সাধারণ মানুষের দেখার জন্য একটি প্রদর্শনীর ব্যবস্থা শুভাদা ( শিল্পী শুভাপ্রসন্ন) দায়িত্ব নিয়ে করবেন ।"

ছবি এঁকে CAA-র প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বলেন, "আজকের এই কর্মসূচিতে আমি আমন্ত্রিত । তাঁদের কাজের মধ্যে আমার মতো সামান্য মানুষকে ডেকেছেন তার জন্য আমি কৃতজ্ঞ । এখানে যাঁরা রয়েছেন তাঁরা বড় বড় শিল্পী । বিভিন্ন আর্ট কলেজের সঙ্গে যুক্ত । তাঁরা আমাদের সকলের গর্ব । আমি শিল্পী নই । আমি একটু ইধার, উধার করি । আমি শুভাদাকে আমায় ডাকার কারণ জিজ্ঞাসা করেছিলাম । আমাকে বললেন আপনিও অংশগ্রহণ করুন । তুলির টানে, রঙের টানে, প্রাণের টানে এখানে এসেছি । আমরা একই কথা বললাম । ভাঙতে আমরা চাই না । গড়তে চাই । ভাঙা সহজ । গড়া শক্ত ।"

কলকাতা, 28 জানুয়ারি : ছবি এঁকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী । কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 26 জন শিল্পী আজ এই প্রতিবাদে শামিল হন । এতদিন CAA-র বিরুদ্ধে একাধিক বৈঠক ও পদযাত্রা করেছেন মমতা । এইবার অন্যান্য শিল্পীদের সঙ্গে তুলির টানে প্রতিবাদ জানালেন তিনিও । নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে কণ্ঠরোধ করা হচ্ছে - এই ভাবনা উঠে এল তাঁদের ক্যানভাসে । ছবির মাধ্যমে দেশের ঐক্যের বিষয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী ।

নাগরকিত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে আজ ওই অনুষ্ঠানে দেশের ঐক্য ও বৈচিত্র্যের কথা আরও একবার মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এই প্রতিবাদ প্রসঙ্গে বলেন, "আমাদের দুঃখ, শোক, ব্যথা, বেদনা রয়েছে । কিন্তু বৈচিত্র্যের মধ্যেও ঐক্য আছে । ক্যানভাসগুলোয় যা দেখলেন তা অভিনব প্রতিবাদ । প্রত্যেকে তাঁর শিল্পকর্ম ও প্রতিবাদকে নিজস্বতায় সমৃদ্ধ করেছে । আমরা এই ছবিগুলি সংরক্ষণের চেষ্টা করব । সাধারণ মানুষের দেখার জন্য একটি প্রদর্শনীর ব্যবস্থা শুভাদা ( শিল্পী শুভাপ্রসন্ন) দায়িত্ব নিয়ে করবেন ।"

ছবি এঁকে CAA-র প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বলেন, "আজকের এই কর্মসূচিতে আমি আমন্ত্রিত । তাঁদের কাজের মধ্যে আমার মতো সামান্য মানুষকে ডেকেছেন তার জন্য আমি কৃতজ্ঞ । এখানে যাঁরা রয়েছেন তাঁরা বড় বড় শিল্পী । বিভিন্ন আর্ট কলেজের সঙ্গে যুক্ত । তাঁরা আমাদের সকলের গর্ব । আমি শিল্পী নই । আমি একটু ইধার, উধার করি । আমি শুভাদাকে আমায় ডাকার কারণ জিজ্ঞাসা করেছিলাম । আমাকে বললেন আপনিও অংশগ্রহণ করুন । তুলির টানে, রঙের টানে, প্রাণের টানে এখানে এসেছি । আমরা একই কথা বললাম । ভাঙতে আমরা চাই না । গড়তে চাই । ভাঙা সহজ । গড়া শক্ত ।"

Intro:কলকাতা, ২৮ জানুয়ারি : আজ রাজপথে ছবি এঁকে NRC ও CAA এর বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ঠ শিল্পীরা। গান্ধী মূর্তির পাদদেশে ২৬ জন শিল্পী প্রত্যেকেই তুলির টানে নিঃশব্দ প্রতিবাদে সামিল হলেন। মুখ্যমন্ত্রী তাঁর ছবিতে সাবলীল ভাবে ফুটিয়ে তুললেন 'নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে করা হচ্ছে কণ্ঠরোধ।'


Body:আজ নামী শিল্পীদের পাশাপাশি রং তুলে হাতে নিয়ে প্রতিবাদে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই নিঃশব্দ প্রতিবাদ যাতে জাতীয় স্তরে নাড়া দেয় সেই বার্তা দিলেন তিনি। অভিনব প্রতিবাদ সম্পর্কে মমতা বলেন, " আমাদের দুঃখ, শোক, ব্যথা, বেদনা রয়েছে। কিন্তু বৈচিত্রের মধ্যেও ঐক্য আছে। ক্যানভাস গুলো দেখলেন যা অভিনব প্রতিবাদ। প্রত্যেকে তার নিজস্বতায় সমৃদ্ধ করেছে। আমরা এই ছবিগুলো সংরক্ষণ করার চেষ্টা করব। সাধারণ মানুষ যাতে করে দেখতে পান তার জন্য কোনও একটা জায়গায় রাখার ব্যবস্থা শুভা দা ( শিল্পী শুভা প্রসন্ন) দায়িত্ব নিয়ে করবেন। " প্রতিবাদ ও শিল্পীসত্তাকে একত্রিত করে মমতা বলেন, "আজকের এই কর্মসূচিতে আমিও আমন্ত্রিত। তাদের কাজের মধ্যে আমার মতো সামান্য মানুষকে ডেকেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এখানে যারা রয়েছেন তারা বড় বড় শিল্পী। বিভিন্ন আর্ট কলেজ এর সঙ্গে যুক্ত। তারা আমাদের সকলের গর্ব। আমি শিল্পী নয়। আমি একটু ইধার, উধার করি । আমি শুভদাকে বলেছিলাম আমাকে ডাকছেন কেন ? আমাকে বললেন ওই একটা টান দিয়ে দিন। তুলির টানে, রঙের টানে, প্রাণের টানে এখানে এসেছি। আমরা একই কথা বললাম। ভাঙ্গা আমরা চাইনা। গড়া চাই। ভাঙ্গার সহজ। গড়া শক্ত।"


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.