কলকাতা, 28 জানুয়ারি : ছবি এঁকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী । কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 26 জন শিল্পী আজ এই প্রতিবাদে শামিল হন । এতদিন CAA-র বিরুদ্ধে একাধিক বৈঠক ও পদযাত্রা করেছেন মমতা । এইবার অন্যান্য শিল্পীদের সঙ্গে তুলির টানে প্রতিবাদ জানালেন তিনিও । নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে কণ্ঠরোধ করা হচ্ছে - এই ভাবনা উঠে এল তাঁদের ক্যানভাসে । ছবির মাধ্যমে দেশের ঐক্যের বিষয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী ।
নাগরকিত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে আজ ওই অনুষ্ঠানে দেশের ঐক্য ও বৈচিত্র্যের কথা আরও একবার মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এই প্রতিবাদ প্রসঙ্গে বলেন, "আমাদের দুঃখ, শোক, ব্যথা, বেদনা রয়েছে । কিন্তু বৈচিত্র্যের মধ্যেও ঐক্য আছে । ক্যানভাসগুলোয় যা দেখলেন তা অভিনব প্রতিবাদ । প্রত্যেকে তাঁর শিল্পকর্ম ও প্রতিবাদকে নিজস্বতায় সমৃদ্ধ করেছে । আমরা এই ছবিগুলি সংরক্ষণের চেষ্টা করব । সাধারণ মানুষের দেখার জন্য একটি প্রদর্শনীর ব্যবস্থা শুভাদা ( শিল্পী শুভাপ্রসন্ন) দায়িত্ব নিয়ে করবেন ।"
মমতা বলেন, "আজকের এই কর্মসূচিতে আমি আমন্ত্রিত । তাঁদের কাজের মধ্যে আমার মতো সামান্য মানুষকে ডেকেছেন তার জন্য আমি কৃতজ্ঞ । এখানে যাঁরা রয়েছেন তাঁরা বড় বড় শিল্পী । বিভিন্ন আর্ট কলেজের সঙ্গে যুক্ত । তাঁরা আমাদের সকলের গর্ব । আমি শিল্পী নই । আমি একটু ইধার, উধার করি । আমি শুভাদাকে আমায় ডাকার কারণ জিজ্ঞাসা করেছিলাম । আমাকে বললেন আপনিও অংশগ্রহণ করুন । তুলির টানে, রঙের টানে, প্রাণের টানে এখানে এসেছি । আমরা একই কথা বললাম । ভাঙতে আমরা চাই না । গড়তে চাই । ভাঙা সহজ । গড়া শক্ত ।"