ETV Bharat / state

Mamata on Mizoram Mishap: নির্মীয়মাণ সেতু ভেঙে মৃতদের মধ্যে অনেকে মালদার, মিজোরামের সঙ্গে যোগাযোগের নির্দেশ মমতার - Mizoram Railway Bridge Collapse

Mamata Banerjee on Mizoram Mishap:নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মৃত শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন মালদার ৷ এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata on Mizroram Mishap
মিজোরামের সঙ্গে যোগাযোগের নির্দেশ মমতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 1:48 PM IST

Updated : Aug 23, 2023, 1:58 PM IST

কলকাতা, 23 অগস্ট: মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন মালদার বাসিন্দা ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিজোরাম প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হতাহতদের উদ্ধার অভিযানে হাত লাগানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রী বুধবার টুইটে লিখেছেন, "আজ মিজোরামে একটি নির্মীয়মাণ রেলসেতু মর্মান্তিক ভাবে ভেঙে পড়ার বিষয়ে জানতে পেরে আমি হতবাক ৷ এই দুর্ঘটনায় আমাদের মালদা জেলার কয়েকজন-সহ বেশ কয়েকজন কর্মী প্রাণ হারিয়েছেন । মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধার/সহায়তা অভিযানের জন্য সমন্বয় করার জন্য আমার মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি । মালদা জেলা প্রশাসনকে সমস্ত সম্ভাব্য সাহায্যের জন্য শোকাহত পরিবারগুলির কাছে পৌঁছতে বলা হয়েছে । আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ দেব । দুর্গতদের প্রতি সংহতি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে ।"

বুধবার সকালে মিজোরামের নির্মীয়মাণ একটি রেলসেতু ভেঙে পড়ে মৃত্যু হয় কমপক্ষে 17 জন শ্রমিকের ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন মালদার বাসিন্দা রয়েছেন বলে খবর ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি টুইটে জানিয়েছেন,মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আহতদের দেওয়া হবে 50 হাজার টাকা করে ৷

  • Shocked to learn about the tragic collapse today of an under-construction railway bridge in Mizoram, leading to loss of lives of several site workers, including some belonging to our Malda district. Have instructed my chief secretary to coordinate with Mizoram administration at…

    — Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত কমপক্ষে 17, ক্ষতিপূরণ ঘোষণা মোদির

বুধবার সাইরাং এলাকার কাছে একটি নির্মীয়মাণ রেলসেতু ভেঙে পড়ে । ঘটনাস্থলে অনেকেই এখনও আটকে রয়েছেন বলে আশংকা করা হচ্ছে ৷ আজ সকাল 10 টার দিকে আইজল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে ৷ তখন 35-40 জন শ্রমিক সেই রেলসেতুতে কাজ করছিলেন বলে জানা গিয়েছে ৷ ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 17 টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আরও অনেকে এখনও নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ ৷

কলকাতা, 23 অগস্ট: মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন মালদার বাসিন্দা ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিজোরাম প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হতাহতদের উদ্ধার অভিযানে হাত লাগানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রী বুধবার টুইটে লিখেছেন, "আজ মিজোরামে একটি নির্মীয়মাণ রেলসেতু মর্মান্তিক ভাবে ভেঙে পড়ার বিষয়ে জানতে পেরে আমি হতবাক ৷ এই দুর্ঘটনায় আমাদের মালদা জেলার কয়েকজন-সহ বেশ কয়েকজন কর্মী প্রাণ হারিয়েছেন । মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধার/সহায়তা অভিযানের জন্য সমন্বয় করার জন্য আমার মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি । মালদা জেলা প্রশাসনকে সমস্ত সম্ভাব্য সাহায্যের জন্য শোকাহত পরিবারগুলির কাছে পৌঁছতে বলা হয়েছে । আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ দেব । দুর্গতদের প্রতি সংহতি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে ।"

বুধবার সকালে মিজোরামের নির্মীয়মাণ একটি রেলসেতু ভেঙে পড়ে মৃত্যু হয় কমপক্ষে 17 জন শ্রমিকের ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন মালদার বাসিন্দা রয়েছেন বলে খবর ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি টুইটে জানিয়েছেন,মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আহতদের দেওয়া হবে 50 হাজার টাকা করে ৷

  • Shocked to learn about the tragic collapse today of an under-construction railway bridge in Mizoram, leading to loss of lives of several site workers, including some belonging to our Malda district. Have instructed my chief secretary to coordinate with Mizoram administration at…

    — Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত কমপক্ষে 17, ক্ষতিপূরণ ঘোষণা মোদির

বুধবার সাইরাং এলাকার কাছে একটি নির্মীয়মাণ রেলসেতু ভেঙে পড়ে । ঘটনাস্থলে অনেকেই এখনও আটকে রয়েছেন বলে আশংকা করা হচ্ছে ৷ আজ সকাল 10 টার দিকে আইজল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে ৷ তখন 35-40 জন শ্রমিক সেই রেলসেতুতে কাজ করছিলেন বলে জানা গিয়েছে ৷ ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 17 টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আরও অনেকে এখনও নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ ৷

Last Updated : Aug 23, 2023, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.