ETV Bharat / state

সিঙ্গুরের সঙ্গে হাথরসকে মেলালেন মমতা - Mamata Banerjee rally about Hathras rape case

সভামঞ্চে থেকে মমতা প্রশ্ন তোলেন “আজ UPতে যদি এমনটা হয় তাহলে কাল সারাদেশে কী হবে ?” তবে এই ঘটনা নিয়ে তিনি যে সহজে ছেড়ে দেবেন না, আজ কার্যত পথে নেমে সেই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ।

Mama মমতা বন্দ্যোপাধ্যায় ta Banerjee
Mamata মমতা বন্দ্যোপাধ্যায় Banerjee
author img

By

Published : Oct 3, 2020, 8:13 PM IST

Updated : Oct 3, 2020, 9:44 PM IST

কলকাতা, 3 অক্টোবর: "সিঙ্গুরের ঘটনা নিয়ে প্রতিবাদ করেছি । আজও করবো" এভাবেই আজ গান্ধি মূর্তির পাদদেশের প্রতিবাদ মঞ্চ থেকে সিঙ্গুরের সঙ্গে হাথরাসের ঘটনাকে মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, বাম আমলে সিঙ্গুরে তাপসী মালিককে নির্যাতন করে পুড়িয়ে মারার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূল কংগ্রেসের নেতারা । অনেকটা একই রকম ভাব BJP শাসিত উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতার মৃত্যু নিয়েও পথে নেমে সরব হলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।



কোরোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সেভাবে মিছিল-মিটিং করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে । আজ দীর্ঘ ৭ মাস পর প্রতিবাদ মিছিলে শামিল হলেন তিনি । হাথরাসের নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে রাজপথে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গে মমতার বক্তব্য, "কোভিড এখন গোষ্ঠী সংক্রমণ হয়ে গেছে । মহামারীর আকার নিয়েছে। আমার কয়েকজন বিধায়ক মারা গেছে । তাঁদের জন্য কষ্ট হচ্ছে । সকলের সমস্যার কথা ভেবে মিটিং-মিছিল করছি না । কিন্তু বাধ্য হয়ে আজ করতে হল ।"

মমতা বুঝিয়ে দিলেন, সিঙ্গুরে নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে যেভাবে সরব হয়েছেন, আজও একইরকম ভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন তিনি। এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমার মন পড়ে আছে উত্তরপ্রদেশের ওই গ্রামে। মনে হচ্ছে এখনই ওখানে ছুটে যাই । ডেরেক ও'ব্রায়েন, মমতাবালা ঠাকুর, প্রতিমা মন্ডল, কাকলি ঘোষ দস্তিদারদের ওখানে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি । কিন্তু তাঁদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করা হয়েছে । ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকদের সঙ্গেও খুবই খারাপ ব্যবহার করা হচ্ছে ।" সভামঞ্চে থেকে মমতা প্রশ্ন তোলেন “আজ UPতে যদি এমনটা হয় তাহলে কাল সারাদেশে কী হবে ?”

কলকাতা, 3 অক্টোবর: "সিঙ্গুরের ঘটনা নিয়ে প্রতিবাদ করেছি । আজও করবো" এভাবেই আজ গান্ধি মূর্তির পাদদেশের প্রতিবাদ মঞ্চ থেকে সিঙ্গুরের সঙ্গে হাথরাসের ঘটনাকে মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, বাম আমলে সিঙ্গুরে তাপসী মালিককে নির্যাতন করে পুড়িয়ে মারার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূল কংগ্রেসের নেতারা । অনেকটা একই রকম ভাব BJP শাসিত উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতার মৃত্যু নিয়েও পথে নেমে সরব হলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।



কোরোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সেভাবে মিছিল-মিটিং করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে । আজ দীর্ঘ ৭ মাস পর প্রতিবাদ মিছিলে শামিল হলেন তিনি । হাথরাসের নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে রাজপথে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গে মমতার বক্তব্য, "কোভিড এখন গোষ্ঠী সংক্রমণ হয়ে গেছে । মহামারীর আকার নিয়েছে। আমার কয়েকজন বিধায়ক মারা গেছে । তাঁদের জন্য কষ্ট হচ্ছে । সকলের সমস্যার কথা ভেবে মিটিং-মিছিল করছি না । কিন্তু বাধ্য হয়ে আজ করতে হল ।"

মমতা বুঝিয়ে দিলেন, সিঙ্গুরে নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে যেভাবে সরব হয়েছেন, আজও একইরকম ভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন তিনি। এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমার মন পড়ে আছে উত্তরপ্রদেশের ওই গ্রামে। মনে হচ্ছে এখনই ওখানে ছুটে যাই । ডেরেক ও'ব্রায়েন, মমতাবালা ঠাকুর, প্রতিমা মন্ডল, কাকলি ঘোষ দস্তিদারদের ওখানে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি । কিন্তু তাঁদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করা হয়েছে । ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকদের সঙ্গেও খুবই খারাপ ব্যবহার করা হচ্ছে ।" সভামঞ্চে থেকে মমতা প্রশ্ন তোলেন “আজ UPতে যদি এমনটা হয় তাহলে কাল সারাদেশে কী হবে ?”

Last Updated : Oct 3, 2020, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.