ETV Bharat / state

নেতাজি ইন্ডোরে আজ মুখ্যমন্ত্রী, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর নিয়ে ঘোষণা ?

ষষ্ঠ বেতন কমিশন কার্যকর নিয়ে আজ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Sep 13, 2019, 11:42 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : 'সুখবর' আসতে পারে ৷ সপ্তাহদুয়েক আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই জল্পনা ছড়ায়, দীর্ঘ টালবাহানার পর অবশেষে কি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হতে চলেছে? আর সেই জল্পনার মধ্যেই আজ তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওয়াকিবহল মহলের মত, সেই সভায় ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ৷

অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে 2015 সালে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল । 6 মাসের মধ্যে সেই রিপোর্ট জমা পড়ার কথা ছিল ৷ কিন্তু, দফায় দফায় কমিশনের মেয়াদ বাড়ানো হয় ৷ তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ তৈরি হয় ৷ ওয়াকিবহল মহলের বক্তব্য, লোকসভা ভোটে তার ফলও শাসকদল তৃণমূলকে ভুগতে হয়েছে ৷ পোস্টাল ব্যালটের 75 শতাংশ ভোট BJP-র ঝুলিতে গেছিল ৷ এরপর সরকারি কর্মচারীদের মন পেতে তৎপর হয় রাজ্য ৷ ছবিটা বদলাতে শুরু করে ৷ জুনেই অভিরূপ সরকারকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এরপরই রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়ায় গতি আসে ৷

ইতিমধ্যে 31 অগাস্ট কসবায় তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত বৈঠকে যোগ দেন শুভেন্দু ৷ সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন । হাতে পেলেই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন । আপনাদের একটা ভালো খবর দিচ্ছি । আগামী 13 সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । বেশ কিছু ঘোষণা করবেন তিনি ।" এরপরই জল্পনা ছড়ায়, পুজোর আগেই ষষ্ঠ বেতন কমিশন কার্যকর কথা ঘোষণা করতে পারেন ৷ তাই আজ নেতাজি ইন্ডোরে সভার আগে প্রহর গুনছেন রাজ্য সরকারি কর্মচারী ৷ তাঁদের আশা, অবশেষে সুখবর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ আপাতত সেদিকেই নজর তাঁদের ৷

এই সংক্রান্ত আরও খবর : পুজোর আগেই কার্যকর হতে পারে ষষ্ঠ বেতন কমিশন, ইঙ্গিত শুভেন্দুর

কলকাতা, 13 সেপ্টেম্বর : 'সুখবর' আসতে পারে ৷ সপ্তাহদুয়েক আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই জল্পনা ছড়ায়, দীর্ঘ টালবাহানার পর অবশেষে কি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হতে চলেছে? আর সেই জল্পনার মধ্যেই আজ তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওয়াকিবহল মহলের মত, সেই সভায় ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ৷

অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে 2015 সালে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল । 6 মাসের মধ্যে সেই রিপোর্ট জমা পড়ার কথা ছিল ৷ কিন্তু, দফায় দফায় কমিশনের মেয়াদ বাড়ানো হয় ৷ তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ তৈরি হয় ৷ ওয়াকিবহল মহলের বক্তব্য, লোকসভা ভোটে তার ফলও শাসকদল তৃণমূলকে ভুগতে হয়েছে ৷ পোস্টাল ব্যালটের 75 শতাংশ ভোট BJP-র ঝুলিতে গেছিল ৷ এরপর সরকারি কর্মচারীদের মন পেতে তৎপর হয় রাজ্য ৷ ছবিটা বদলাতে শুরু করে ৷ জুনেই অভিরূপ সরকারকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এরপরই রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়ায় গতি আসে ৷

ইতিমধ্যে 31 অগাস্ট কসবায় তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত বৈঠকে যোগ দেন শুভেন্দু ৷ সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন । হাতে পেলেই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন । আপনাদের একটা ভালো খবর দিচ্ছি । আগামী 13 সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । বেশ কিছু ঘোষণা করবেন তিনি ।" এরপরই জল্পনা ছড়ায়, পুজোর আগেই ষষ্ঠ বেতন কমিশন কার্যকর কথা ঘোষণা করতে পারেন ৷ তাই আজ নেতাজি ইন্ডোরে সভার আগে প্রহর গুনছেন রাজ্য সরকারি কর্মচারী ৷ তাঁদের আশা, অবশেষে সুখবর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ আপাতত সেদিকেই নজর তাঁদের ৷

এই সংক্রান্ত আরও খবর : পুজোর আগেই কার্যকর হতে পারে ষষ্ঠ বেতন কমিশন, ইঙ্গিত শুভেন্দুর

Intro:


আগামীকাল ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের ঘোষণা করবেন মমতা ? প্রহর গুনছেন সরকারি কর্মচারীরা

কলকাতা, ১২ সেপ্টেম্বর: পুজোর আগে সরকারি কর্মচারীদের সম্ভবত উপহার দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারীদের সভা থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের কথা ঘোষণা করতে পারেন তিনি। পাশাপাশি একপ্রস্ত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথাও জানাতে পারেন মমতা। ফলে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের এই সভার দিকেই তাকিয়ে রয়েছেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা।






Body:

বিশিষ্ট অর্থনীতিবীদ অভিরূপ সরকারকে মাথায় রেখে ২০১৫ সালে গঠন হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। সেই বেতন কমিশন এখনও পর্যন্ত কার্যকর হয়নি। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কার্যকর না হওয়া নিয়ে ক্ষোভ রয়েছে সরকারি কর্মচারী মহলে। ইতিমধ্যেই স্যাট রায় দিয়েছে যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই রাজ্যকে বকেয়া ডিএ মেটাতে হবে। স্যাটের রায় দানের পর থেকে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে একপ্রকার চুপ চাপ রাজ্য প্রশাসন। স্যাটের রায় দান করার পরেও রাজ্য সরকার মহার্ঘ ভাতা দিতে বিলম্ব করছে কেনো, তা নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের অধিকাংশ। কিছু দিন আগে কর্মচারীদের ক্ষোভের ওপরে প্রলেপ লাগাতে তাদের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকে সেরেছিলেন শুভেন্দু। জানা গেছে, সে সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করার জন্য শুভেন্দুর কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতো আগামীকাল দলীয় সরকারি কর্মচারী সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের জন্য দরাজ হাতে কি কি ঘোষণা করবেন তা নিয়েই কৌতুহলের পারদ চড়ছে।






Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.