ETV Bharat / state

Anti Ragging Helpline Number: ব়্যাগিং রুখতে 24 ঘণ্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মমতা - ব়্যাগিং রুখতে টোল ফ্রি হেল্পলাইন নম্বর

Mamata Announces Anti Ragging Helpline Number: ব়্যাগিং রুখতে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Announces Anti Ragging Helpline Number
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 5:29 PM IST

Updated : Aug 22, 2023, 8:05 PM IST

ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করলেন মমতা

কলকাতা, 22 অগস্ট: ব়্যাগিং রুখতে কলকাতা পুলিশের টোল ফ্রি হেল্পলাইন নম্বরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোথাও ব়্যাগিং-এর ঘটনা ঘটলেই এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেছেন তিনি ৷ এ ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় যাতে গোপন থাকে, কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে সরগরম গোটা রাজ্য ৷ ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে ব়্যাগিং-এর স্পষ্ট যোগ মিলেছে ৷ সেই কারণে এই মৃত্যুর ঘটনায় ব়্যাগিং-এর ধারা যুক্ত করতে চাইছে কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যেই 13 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই ঘটনায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছাত্রমৃত্যুর যথাযথ তদন্তের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং-এর ঘটনা রুখতেও তৎপর হয়েছে রাজ্য ৷

সেই মতোই রাজ্যজুড়ে ব়্যাগিং রুখতে 24 ঘণ্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ ৷ মঙ্গলবার নেতাজি ইনডোরে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের মঞ্চ থেকে এই হেল্পলাইন নম্বরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, অ্যান্টি ব়্যাগিং টোল ফ্রি নম্বরটি হবে 18003455678 ৷ কোথাও কোনও প্রতিষ্ঠানে ব়্যাগিং হলে এই নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আপনি অভিযোগ জানালে আপনার নম্বর গোপন থাকবে ৷ যাতে কেউ অভিযোগকারীর নম্বর না পায়, সে জন্য পুলিশকে সেফটি লকার তৈরি করতে বলছি ৷"

তিনি এ দিন বলেন, "যাদবপুরে যে ঘটনা দেখলাম আমাদের চোখ খুলে গেল । হয়তো অনেক ঘটনাই ঘটে । ছাত্রছাত্রীরা ভয়ে জানায় না। অন্ধ্রপ্রদেশেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে ৷ আমি সিআইডির হাতে দিয়েছি ঘটনাটা তদন্ত করার জন্য । তারাও তদন্ত শুরু করে দিয়েছে ।"

মমতা আরও বলেন, "কত কষ্ট করে বাবা মা ছেলে মেয়েদের মানুষ করেন বলুন তো । তারপর তারা কত ভালো রেজাল্ট করে এইসব জায়গায় পড়তে আসে । সেখানে দিনের পর দিন তাঁদের উপর যদি অত্যাচার হয় । এমনটা কোনও এক জায়গা নয়, অনেক জায়গায় হয় । তবে অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত ।"

আরও পড়ুন: আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা

মুখ্যমন্ত্রীর কথায়, "আমাদের সময় কিন্তু এ সব ছিল না । এখন ইদানিং দেখছি এ সব বেশি বেড়েছে । যত দেশটা উন্নত হচ্ছে তত কারও কারও অধঃপতন হচ্ছে ।" মুখ্যমন্ত্রী কারও নাম নির্দিষ্ট করে উল্লেখ না করেই বলেন, "আমি 100 শতাংশ নম্বর পেলাম এটাই আমার কোয়ালিফিকেশন না । প্রকৃত মানুষ হওয়াটা আমার কোয়ালিফিকেশন ।"

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, কোথাও র‌্যাগিং-এর ঘটনা ঘটলে সারাদিনে যে কোনও সময় ওই হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে । ফোনে কোনও অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে । বিভিন্ন জেলায় যে অ্যান্টি-র‌্যাগিং কমিটি আছে, তাদের বিষয়টি জানানো হবে । তারপর সেখান থেকে যোগাযোগ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ।

যাদবপুরের ঘটনার পর ব়়্যাগিং নিয়ে সরব হয়ে সিপিএম-কে একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন, "আমি স্তম্ভিত ৷ সব জায়গায় গেলেও আমি যাদবপুরে যাই না ৷ কয়েকটা আগমার্কা সিপিএম আছে, তারা ভাবে নতুন ছেলেমেয়েরা গ্রাম থেকে এলেই অত্যাচার করাটা অধিকার ৷ জামাকাপড় খুলে নিচ্ছে ৷ লজ্জা নেই ৷" এমনকী তিনি এও বলেছেন যে, "বামেদের ছাত্র সংগঠন যাদবপুরের ছাত্রটাকে মেরে ফেলল ৷"

ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করলেন মমতা

কলকাতা, 22 অগস্ট: ব়্যাগিং রুখতে কলকাতা পুলিশের টোল ফ্রি হেল্পলাইন নম্বরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোথাও ব়্যাগিং-এর ঘটনা ঘটলেই এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেছেন তিনি ৷ এ ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় যাতে গোপন থাকে, কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে সরগরম গোটা রাজ্য ৷ ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে ব়্যাগিং-এর স্পষ্ট যোগ মিলেছে ৷ সেই কারণে এই মৃত্যুর ঘটনায় ব়্যাগিং-এর ধারা যুক্ত করতে চাইছে কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যেই 13 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই ঘটনায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছাত্রমৃত্যুর যথাযথ তদন্তের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং-এর ঘটনা রুখতেও তৎপর হয়েছে রাজ্য ৷

সেই মতোই রাজ্যজুড়ে ব়্যাগিং রুখতে 24 ঘণ্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ ৷ মঙ্গলবার নেতাজি ইনডোরে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের মঞ্চ থেকে এই হেল্পলাইন নম্বরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, অ্যান্টি ব়্যাগিং টোল ফ্রি নম্বরটি হবে 18003455678 ৷ কোথাও কোনও প্রতিষ্ঠানে ব়্যাগিং হলে এই নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আপনি অভিযোগ জানালে আপনার নম্বর গোপন থাকবে ৷ যাতে কেউ অভিযোগকারীর নম্বর না পায়, সে জন্য পুলিশকে সেফটি লকার তৈরি করতে বলছি ৷"

তিনি এ দিন বলেন, "যাদবপুরে যে ঘটনা দেখলাম আমাদের চোখ খুলে গেল । হয়তো অনেক ঘটনাই ঘটে । ছাত্রছাত্রীরা ভয়ে জানায় না। অন্ধ্রপ্রদেশেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে ৷ আমি সিআইডির হাতে দিয়েছি ঘটনাটা তদন্ত করার জন্য । তারাও তদন্ত শুরু করে দিয়েছে ।"

মমতা আরও বলেন, "কত কষ্ট করে বাবা মা ছেলে মেয়েদের মানুষ করেন বলুন তো । তারপর তারা কত ভালো রেজাল্ট করে এইসব জায়গায় পড়তে আসে । সেখানে দিনের পর দিন তাঁদের উপর যদি অত্যাচার হয় । এমনটা কোনও এক জায়গা নয়, অনেক জায়গায় হয় । তবে অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত ।"

আরও পড়ুন: আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা

মুখ্যমন্ত্রীর কথায়, "আমাদের সময় কিন্তু এ সব ছিল না । এখন ইদানিং দেখছি এ সব বেশি বেড়েছে । যত দেশটা উন্নত হচ্ছে তত কারও কারও অধঃপতন হচ্ছে ।" মুখ্যমন্ত্রী কারও নাম নির্দিষ্ট করে উল্লেখ না করেই বলেন, "আমি 100 শতাংশ নম্বর পেলাম এটাই আমার কোয়ালিফিকেশন না । প্রকৃত মানুষ হওয়াটা আমার কোয়ালিফিকেশন ।"

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, কোথাও র‌্যাগিং-এর ঘটনা ঘটলে সারাদিনে যে কোনও সময় ওই হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে । ফোনে কোনও অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে । বিভিন্ন জেলায় যে অ্যান্টি-র‌্যাগিং কমিটি আছে, তাদের বিষয়টি জানানো হবে । তারপর সেখান থেকে যোগাযোগ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ।

যাদবপুরের ঘটনার পর ব়়্যাগিং নিয়ে সরব হয়ে সিপিএম-কে একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন, "আমি স্তম্ভিত ৷ সব জায়গায় গেলেও আমি যাদবপুরে যাই না ৷ কয়েকটা আগমার্কা সিপিএম আছে, তারা ভাবে নতুন ছেলেমেয়েরা গ্রাম থেকে এলেই অত্যাচার করাটা অধিকার ৷ জামাকাপড় খুলে নিচ্ছে ৷ লজ্জা নেই ৷" এমনকী তিনি এও বলেছেন যে, "বামেদের ছাত্র সংগঠন যাদবপুরের ছাত্রটাকে মেরে ফেলল ৷"

Last Updated : Aug 22, 2023, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.