কলকাতা, 8 জুন: বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন 'ডু ইট নাও' ৷ কার্যত সেই বার্তাই আরও কড়া ভাষায় শোনা গেল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ 'সরাসরি মুখ্যমন্ত্রী' প্রকল্প চালু করে রাজ্য প্রশাসনের উদ্দেশে একাধিক দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে, তাঁর কড়া হুঁশিয়ারি, সরাসরি মুখ্যমন্ত্রী-তে ফোন করে অভিযোগ এলে তা কোনওভাবেই ফেলে রাখা যাবে না ৷
বৃহস্পতিবার প্রকল্পের উদ্বোধনের পর রাজ্য প্রশাসনের সচিবদের উদ্দেশেও তিনি রীতিমতো কড়া ভাষায় জানান, কোনও বিষয় এলে তা কেবল নীচের অফিসারদের কাছে পাঠিয়ে দিলে চলবে না ৷ এমনকী সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিলেন মমতা ৷ মুখ্যমন্ত্রীর সাফ জবাব, "অভিযোগ এলে 7 থেকে 10 দিনের মধ্য়ে সমাধান করতে হবে ৷" এর সঙ্গেই এদিন রাজ্যের বিভিন্ন থানার আিসি এবং ওসিদেরও নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, থানায় বসে থাকা পুলিশের কাজ নয় ৷
এদিন নবান্ন সভাঘর থেকে কেষ্টপুর নয়া সেতু উদ্বোধনের পর 'সরাসরি মুখ্যমন্ত্রী' প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী ৷ আর এরপরই রাজ্য প্রশাসনের কর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা প্রশ্নে থানার আইসি, ওসিদেরও ঠারোঠোরে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি জানান, সরাসরি মুখ্যমন্ত্রী-তে ফোন করে কোনও ব্যক্তি অভিযোগ জানালে তা নিয়ে গড়িমশি করলে তা বরদাস্ত করা হবে না ৷ সেমবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 9137091370 নম্বরে রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যে কোউ তাঁদের অভিযোগ জানাতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ৷ আর সেই অভিযোগ বা আবেদনের ক্ষেত্রে সরকার দ্রুত পদক্ষেপ নিতে হবে বলা মুখ্যমন্ত্রী বলেন, "সব দফতরের সচিবদের বলছি, অভিযোগ আসলে, দেখছি, দেখব তা করলে চলবে না ৷ অথবা কোনও ইস্যু এলে শুধুমাত্র নীচের অফিসারকে পাঠিয়ে দিলে হবে না ৷ সঙ্গে সঙ্গে তার সমাধান করতে হবে ৷ আমি নিজেও তদারকি করব ৷"
আরও পড়ুন: একাদশ-দ্বাদশে ওএমআর শিট কারচুপি'তে রিপোর্ট তলব হাইকোর্টের
সেই সঙ্গেই কোন কোন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে হবে তাও এদিন বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, হাসপাতালে ভর্তি, মেডিকেল সংক্রান্ত বা আইন-শৃঙ্খলার বিষয়ে কোনও খবর এলে তৎক্ষণাৎ ব্যাবস্থা নিতে হবে আধিকারিকদের ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অভিযোগ বা আবেদনের ক্ষেত্রে তা সমাধান হওয়ার পর সংশ্লিষ্ট অভিযোগকারী বা ব্যক্তিকে মেসেজ মারফৎ কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে দেওয়া হবে ৷ অন্যদিকে, এদিনও নবান্ন থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ 'বাংলার বাড়ি' প্রকল্পের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে ফের একবার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: ইডি দফতরে রুজিরা, অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদে দিল্লি থেকে হাজির 3 বিশেষ আধিকারিক
তাঁর কথায়, "দিল্লিতে নতুন সরকার আসবে, তখন আবার এই প্রকল্প চালু করব ৷" একই সঙ্গে আইন-শৃঙ্খলা প্রশ্নে বারবার রাজ্যে আক্রান্ত হয়েছেন পুলিশ অফিসাররা ৷ প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও ৷ এদিন তা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "থানায় বসে থাকা পুলিশের কাজ নয় ৷ পুলিশকে আরও সক্রিয় হতে হবে ৷ কোনও অভিযোগ পেলে ঘটনাস্থলে যাবেন আইসিরা ৷ পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে ৷"