ETV Bharat / state

Mamata keeps faith on Anubrata: অনুব্রততেই ভরসা মমতার, বীরভূমের লাগাম রাখলেন নিজের হাতে - মমতা বন্দ্যোপাধ্যায়

এখনও অনুব্রত মণ্ডলকেই ভরসা করেন তিনি ৷ শুক্রবারের বৈঠকে এই বিষয়টি স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata keeps faith on Anubrata) ৷ আর কী কী বললেন তিনি ?

Mamata Banerjee keeps faith on Anubrata Mondal during her meeting with Birbhum TMC Leaders
ফাইল ছবি
author img

By

Published : Mar 24, 2023, 6:48 PM IST

কলকাতা, 24 মার্চ: বীরভূমের রাশ মমতার হাতে ৷ আর মমতার আস্থা অনুব্রততেই (Mamata keeps faith on Anubrata) ৷ এই মুহূর্তে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিহাড় জেলে জেলেবন্দি ! কিন্তু, তাতে কী ? শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টা তিনেকের বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে বীরভূম জেলায় দলের কোর কমিটির সদস্য বিকাশ সিনহা জানিয়ে দিলেন, অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ায় যাঁরা ভাবছেন বীরভূম থেকে তৃণমূল কংগ্রেস মুছে যাবে, তাঁরা ভুল ভাবছেন ৷ বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের শক্তি যা ছিল, তাই আছে ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে দল সেটা দেখিয়ে দেবে ৷

প্রসঙ্গত, গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার পরই দলের শীর্ষ নেতৃত্বের অনেকের বয়ান বদলে গিয়েছিল ! যার জেরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি অনুব্রত মণ্ডলের মাথার উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস ? কিন্তু, দিনের শেষে পরিষ্কার হয়ে গেল, অনুব্রত মণ্ডলের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা এখনও অটুট ৷

প্রসঙ্গত, নিচুতলায় দলের শক্তি যাচাই করতে মুখবন্ধ খামে একটি রিপোর্ট চেয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ এদিনের এই বৈঠকের আগেই সেই রিপোর্ট কালীঘাটে জমা পড়ে ৷ জানা গিয়েছে, এদিন ব্লক ধরে ধরে তৃণমূল নেত্রী দলীয় নেতাদের কথা শুনেছেন ৷ সাংগঠনিকভাবে কোথায় দলের দুর্বলতা, দলের শক্তিই বা কী, তারও খোঁজ নিয়েছেন তিনি ৷ এরপর দিনের শেষে বীরভূম জেলার সাত সদস্যের কোর কমিটির সদস্যসংখ্যা বাড়িয়ে করা হয়েছে নয় (9) ৷ কোর কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী ৷ এছাড়াও, আদিবাসী মুখ হিসাবে একজনকে এই কোর কমিটিতে যুক্ত করা হবে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে ৷

এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, মাসে একটি করে জেলা কমিটির বৈঠক করতে হবে ৷ পাশাপাশি, কোর কমিটির বৈঠক হবে সপ্তাহে একটি করে ৷ এদিন দলনেত্রী বলেছেন, বীরভূমের বিভিন্ন প্রান্তে দলকে জেতাতে হবে ৷ এটাই জেলা নেতাদের চ্যালেঞ্জ ! নেত্রী আরও বলেছেন, এই মুহূর্তে অনুব্রত মণ্ডল জেলবন্দি ৷ তাঁর অনুপস্থিতিতে সবাই মিলে একসঙ্গে দলকে জেতানোর জন্য পরিশ্রম করতে হবে ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ হাতে আর বেশি সময় নেই ৷ পঞ্চায়েতকে বাড়তি গুরুত্ব দিয়ে প্রত্যেক বুথ ধরে ধরে লড়াইয়ের জন্য প্রস্তুতির পরামর্শ দিয়েছেন মমতা ৷ এদিনের বৈঠকে নেত্রী জানিয়েছেন, বীরভূম জেলার দায়িত্ব তিনি নিজের হাতেই রেখেছেন ৷ প্রয়োজনে একাধিকবার বীরভূমে যাবেন ৷ কিন্তু, একইসঙ্গে জেলার নেতাদের এক হয়ে লড়তে হবে ৷ এদিন দলের কোর কমিটির এক সদস্যকে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন: মমতার বৈঠকের পর 7 জনের কোর কমিটি বীরভূমে, জেলা সভাপতি পদে বহাল অনুব্রত

মোটের উপর এদিনের বৈঠক থেকে স্পষ্ট, বিরোধীরা যাই বলুন, বীরভূমে মমতার আস্থা রয়েছে সেই অনুব্রততেই ৷ তাই তিহাড়ে থেকেও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্টই ৷ এখন দেখার কেষ্টলীলায় ভর করে বীরভূমের ভোট বৈতরণী তৃণমূল আদৌ পেরোতে পারে কিনা !

কলকাতা, 24 মার্চ: বীরভূমের রাশ মমতার হাতে ৷ আর মমতার আস্থা অনুব্রততেই (Mamata keeps faith on Anubrata) ৷ এই মুহূর্তে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিহাড় জেলে জেলেবন্দি ! কিন্তু, তাতে কী ? শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টা তিনেকের বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে বীরভূম জেলায় দলের কোর কমিটির সদস্য বিকাশ সিনহা জানিয়ে দিলেন, অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ায় যাঁরা ভাবছেন বীরভূম থেকে তৃণমূল কংগ্রেস মুছে যাবে, তাঁরা ভুল ভাবছেন ৷ বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের শক্তি যা ছিল, তাই আছে ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে দল সেটা দেখিয়ে দেবে ৷

প্রসঙ্গত, গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার পরই দলের শীর্ষ নেতৃত্বের অনেকের বয়ান বদলে গিয়েছিল ! যার জেরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি অনুব্রত মণ্ডলের মাথার উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস ? কিন্তু, দিনের শেষে পরিষ্কার হয়ে গেল, অনুব্রত মণ্ডলের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা এখনও অটুট ৷

প্রসঙ্গত, নিচুতলায় দলের শক্তি যাচাই করতে মুখবন্ধ খামে একটি রিপোর্ট চেয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ এদিনের এই বৈঠকের আগেই সেই রিপোর্ট কালীঘাটে জমা পড়ে ৷ জানা গিয়েছে, এদিন ব্লক ধরে ধরে তৃণমূল নেত্রী দলীয় নেতাদের কথা শুনেছেন ৷ সাংগঠনিকভাবে কোথায় দলের দুর্বলতা, দলের শক্তিই বা কী, তারও খোঁজ নিয়েছেন তিনি ৷ এরপর দিনের শেষে বীরভূম জেলার সাত সদস্যের কোর কমিটির সদস্যসংখ্যা বাড়িয়ে করা হয়েছে নয় (9) ৷ কোর কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী ৷ এছাড়াও, আদিবাসী মুখ হিসাবে একজনকে এই কোর কমিটিতে যুক্ত করা হবে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে ৷

এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, মাসে একটি করে জেলা কমিটির বৈঠক করতে হবে ৷ পাশাপাশি, কোর কমিটির বৈঠক হবে সপ্তাহে একটি করে ৷ এদিন দলনেত্রী বলেছেন, বীরভূমের বিভিন্ন প্রান্তে দলকে জেতাতে হবে ৷ এটাই জেলা নেতাদের চ্যালেঞ্জ ! নেত্রী আরও বলেছেন, এই মুহূর্তে অনুব্রত মণ্ডল জেলবন্দি ৷ তাঁর অনুপস্থিতিতে সবাই মিলে একসঙ্গে দলকে জেতানোর জন্য পরিশ্রম করতে হবে ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ হাতে আর বেশি সময় নেই ৷ পঞ্চায়েতকে বাড়তি গুরুত্ব দিয়ে প্রত্যেক বুথ ধরে ধরে লড়াইয়ের জন্য প্রস্তুতির পরামর্শ দিয়েছেন মমতা ৷ এদিনের বৈঠকে নেত্রী জানিয়েছেন, বীরভূম জেলার দায়িত্ব তিনি নিজের হাতেই রেখেছেন ৷ প্রয়োজনে একাধিকবার বীরভূমে যাবেন ৷ কিন্তু, একইসঙ্গে জেলার নেতাদের এক হয়ে লড়তে হবে ৷ এদিন দলের কোর কমিটির এক সদস্যকে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন: মমতার বৈঠকের পর 7 জনের কোর কমিটি বীরভূমে, জেলা সভাপতি পদে বহাল অনুব্রত

মোটের উপর এদিনের বৈঠক থেকে স্পষ্ট, বিরোধীরা যাই বলুন, বীরভূমে মমতার আস্থা রয়েছে সেই অনুব্রততেই ৷ তাই তিহাড়ে থেকেও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্টই ৷ এখন দেখার কেষ্টলীলায় ভর করে বীরভূমের ভোট বৈতরণী তৃণমূল আদৌ পেরোতে পারে কিনা !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.