ETV Bharat / state

Mamata Appeals for Peace: শিবপুরের ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস, শান্তি বজায় রাখার আবেদন মমতার - Mamata Appeals for Peace

শিবপুরের ঘটনায় কড়া পদক্ষেপ করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে সব পক্ষের কাছে শান্তি বজায় রাখার আবেদন করলেন তিনি ৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 31, 2023, 5:17 PM IST

কলকাতা, 31 মার্চ: হাওড়ার শিবপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, অন্যায়ের সঙ্গে কোনও ভাবেই আপোষ করবেন না তিনি । এই ঘটনা যাঁরা ঘটিয়েছেন তাঁদের কারওকে ছাড়া হবে না । এ দিন একইসঙ্গে রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী । তাঁর স্পষ্ট বার্তা, রামনবমী এবং রমজানে সবাই যার যার ধর্ম পালন করুন । কোনও বাধা নেই । কিন্তু শান্তি বজায় রাখুন ।

এ দিন রাজ্যের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাওড়ার ওই গোষ্ঠী সংঘর্ষের ঘটনার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান । তিনি বলেন, "গত 48 ঘণ্টা ধরেই আমি হাত জোড় করে সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করেছি, আপনারা রামনবমী পালন করুন, রমজানও পালন করুন, কিন্তু সবাই শান্তি বজায় রাখুন । ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না । ধর্ম শান্তির কথা বলে, ধর্ম মানবিকতার কথা বলে । এটা বিজেপির প্ল্যান ছিল । যেমন করেই হোক এই অশান্তির ঘটনা ঘটানোই ছিল লক্ষ্য । হাওড়ার ঘটনা সেই পরিকল্পনার ফসল ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৃহস্পতিবার দেশের প্রায় একশটি জায়গায় বিজেপি এ ধরনের হিংসার ঘটনা ঘটিয়েছে । হাওড়ার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি বারবার বলেছিলাম যেন ওই রুটে মিছিল না ঢোকে । তা সত্ত্বেও ক্রিমিনালরা সেই নির্দেশ অমান্য করে এই ঘটনা ঘটিয়েছে ।" মুখ্যমন্ত্রীর মতে, এটা কোনও ধর্মীয় মিছিল ছিল না । দুষ্কৃতীরা বন্দুক, পেট্রল বোমা, ছাড়াও আরও কিছু জিনিস নিয়ে এটা করেছে অন্য একটা সম্প্রদায়কে বিরক্ত করার জন্য। ওখানে সংখ্যালঘুরা থাকে । এখানে গিয়ে হামলা করা হয়েছে, তাঁদের দোকান ভাঙা হয়েছে ।

এ দিন সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, রমজান মাসে সংখ্যালঘু মানুষেরা উপবাস করেন । তাঁরা খারাপ কাজকর্ম থেকে দূরে থাকেন । তাঁদের ওখানে শান্তির পরিবেশে গিয়ে অশান্তি করেছেন কিছু লোক । একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন হাওড়ার ক্ষেত্রে কিয়দংশে পুলিশি ব্যর্থতা রয়েছে । মুখ্যমন্ত্রীর ভাষায়, "এই জায়গাতে অবশ্যই পুলিশের ব্যর্থতা আছে । আমি স্বীকার করি এবং আমি অ্যাকশন নেব ।"

মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত এই ঘটনায় 31জন গ্রেফতার হয়েছেন । তিনি আশ্বাস দিয়ে বলেছেন, "আমি আজকেও আবেদন করব জুম্মার নমাজ রয়েছে । মুসলমান ভাই-বোনেরা রোজা করছেন, রমজান করছেন শান্তিপূর্ণভাবে করুন । আর আমি কি অ্যাকশান নিই আমার দিকে তাকিয়ে থাকুন । আমি কোনও অন্যায়কে প্রশ্রয় দেব না । এই দুষ্কৃতীরা যাঁদের ঘরবাড়ি ভেঙেছে, তাঁদের সম্পূর্ণভাবে আমরা সাহায্য করব ।"

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র হাতে কেন রামনবমীর মিছিল ? ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে তোপ অভিষেকের

এ দিন পুলিশের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল শিবপুরে উপদ্রুত এলাকায় মিছিল প্রবেশের অনুমতি পুলিশ দেয়নি । এটাই মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে । আর বলা হয়েছে, গাদা গাদা লোক যখন ঢুকে গিয়েছে তখন পুলিশ যদি ফায়ার করতো তখন গুলি যে কোনও কারোও মাথায় লাগতে পারত । পুলিশকে সবটাই হয়তো হজম করতে হয়েছে ।"

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন আরও বলেন যে, "আমি মনে করি পুলিশের উচিত ছিল ব্যারিকেড করে গোটা এলাকা আটকে রাখা । আমরা পুলিশ প্রোটেকশন রেখেছিলাম । তবে গতকালের ঘটনায় কেউ মারা যায়নি, এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ ।" তিনি এও বলেছেন, গতকাল পুলিশের ভূমিকায় কিছুটা শৈথিল্য নিশ্চয়ই হয়েছে । কেউ কেউ ভয় পেয়ে গিয়েছেন । তাঁর কথায়, "যাঁরা ভীরু পুলিশ যাঁরা আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, তাঁদের আমরা সহ্য করব না । মানুষের কাজ করা আমাদের সবার কাজ । আমিও যদি ভুল করি আপনারা আমাকে টলারেট করবেন না । কিছুতেই এই হিংসার ঘটনাকে আমরা মেনে নেব না ।"

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ঘটনাকে সামনে রেখে বাংলায় এনআইএ টিম পাঠানো হতে পারে । তিনি বলেন, বাংলায় এই মুহূর্তে শান্তি বিরাজ করছে । কিন্তু এই ঘটনার নাম করে একটা এনআইএ টিম পাঠিয়ে দেওয়া হবে । 160টি কেন্দ্রীয় দল আগেই পাঠানো হয়েছে বলে কটাক্ষ করেন তিনি ৷ বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেন, "নিজেরাই বন্দুক নিয়ে গিয়ে মিছিল করল, লোক মারতে গেল, আক্রমণ করল, ঘর ভাঙলো, দোকান পুড়িয়ে দিল । আবার বলছে সেন্ট্রাল টিম আসুক, সিআরপিএফ পাঠিয়ে দাও । নাটকের একটা শেষ আছে ।"

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেছেন, দাঙ্গাবাজদের তিনি দেশের বোঝা বলে মনে করেন । তারা যত তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নেয় ততই ভালো ও মঙ্গল বলে মত মুখ্যমন্ত্রীর । তাঁর আশ্বাস, "আমি সকলকে অনুরোধ করব, আমার প্রতি আস্থা রাখুন, আমি নির্দিষ্ট পদক্ষেপ করব । যারা অ্যাটাক করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব । এটা এখন আমাদের আইন হয়ে গিয়েছে । যারা সম্পত্তি নষ্ট করবে তাদের সম্পত্তিও অ্যাটাচ করা হয়। মুখ্যসচিব পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 31 মার্চ: হাওড়ার শিবপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, অন্যায়ের সঙ্গে কোনও ভাবেই আপোষ করবেন না তিনি । এই ঘটনা যাঁরা ঘটিয়েছেন তাঁদের কারওকে ছাড়া হবে না । এ দিন একইসঙ্গে রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী । তাঁর স্পষ্ট বার্তা, রামনবমী এবং রমজানে সবাই যার যার ধর্ম পালন করুন । কোনও বাধা নেই । কিন্তু শান্তি বজায় রাখুন ।

এ দিন রাজ্যের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাওড়ার ওই গোষ্ঠী সংঘর্ষের ঘটনার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান । তিনি বলেন, "গত 48 ঘণ্টা ধরেই আমি হাত জোড় করে সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করেছি, আপনারা রামনবমী পালন করুন, রমজানও পালন করুন, কিন্তু সবাই শান্তি বজায় রাখুন । ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না । ধর্ম শান্তির কথা বলে, ধর্ম মানবিকতার কথা বলে । এটা বিজেপির প্ল্যান ছিল । যেমন করেই হোক এই অশান্তির ঘটনা ঘটানোই ছিল লক্ষ্য । হাওড়ার ঘটনা সেই পরিকল্পনার ফসল ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৃহস্পতিবার দেশের প্রায় একশটি জায়গায় বিজেপি এ ধরনের হিংসার ঘটনা ঘটিয়েছে । হাওড়ার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি বারবার বলেছিলাম যেন ওই রুটে মিছিল না ঢোকে । তা সত্ত্বেও ক্রিমিনালরা সেই নির্দেশ অমান্য করে এই ঘটনা ঘটিয়েছে ।" মুখ্যমন্ত্রীর মতে, এটা কোনও ধর্মীয় মিছিল ছিল না । দুষ্কৃতীরা বন্দুক, পেট্রল বোমা, ছাড়াও আরও কিছু জিনিস নিয়ে এটা করেছে অন্য একটা সম্প্রদায়কে বিরক্ত করার জন্য। ওখানে সংখ্যালঘুরা থাকে । এখানে গিয়ে হামলা করা হয়েছে, তাঁদের দোকান ভাঙা হয়েছে ।

এ দিন সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, রমজান মাসে সংখ্যালঘু মানুষেরা উপবাস করেন । তাঁরা খারাপ কাজকর্ম থেকে দূরে থাকেন । তাঁদের ওখানে শান্তির পরিবেশে গিয়ে অশান্তি করেছেন কিছু লোক । একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন হাওড়ার ক্ষেত্রে কিয়দংশে পুলিশি ব্যর্থতা রয়েছে । মুখ্যমন্ত্রীর ভাষায়, "এই জায়গাতে অবশ্যই পুলিশের ব্যর্থতা আছে । আমি স্বীকার করি এবং আমি অ্যাকশন নেব ।"

মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত এই ঘটনায় 31জন গ্রেফতার হয়েছেন । তিনি আশ্বাস দিয়ে বলেছেন, "আমি আজকেও আবেদন করব জুম্মার নমাজ রয়েছে । মুসলমান ভাই-বোনেরা রোজা করছেন, রমজান করছেন শান্তিপূর্ণভাবে করুন । আর আমি কি অ্যাকশান নিই আমার দিকে তাকিয়ে থাকুন । আমি কোনও অন্যায়কে প্রশ্রয় দেব না । এই দুষ্কৃতীরা যাঁদের ঘরবাড়ি ভেঙেছে, তাঁদের সম্পূর্ণভাবে আমরা সাহায্য করব ।"

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র হাতে কেন রামনবমীর মিছিল ? ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে তোপ অভিষেকের

এ দিন পুলিশের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল শিবপুরে উপদ্রুত এলাকায় মিছিল প্রবেশের অনুমতি পুলিশ দেয়নি । এটাই মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে । আর বলা হয়েছে, গাদা গাদা লোক যখন ঢুকে গিয়েছে তখন পুলিশ যদি ফায়ার করতো তখন গুলি যে কোনও কারোও মাথায় লাগতে পারত । পুলিশকে সবটাই হয়তো হজম করতে হয়েছে ।"

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন আরও বলেন যে, "আমি মনে করি পুলিশের উচিত ছিল ব্যারিকেড করে গোটা এলাকা আটকে রাখা । আমরা পুলিশ প্রোটেকশন রেখেছিলাম । তবে গতকালের ঘটনায় কেউ মারা যায়নি, এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ ।" তিনি এও বলেছেন, গতকাল পুলিশের ভূমিকায় কিছুটা শৈথিল্য নিশ্চয়ই হয়েছে । কেউ কেউ ভয় পেয়ে গিয়েছেন । তাঁর কথায়, "যাঁরা ভীরু পুলিশ যাঁরা আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, তাঁদের আমরা সহ্য করব না । মানুষের কাজ করা আমাদের সবার কাজ । আমিও যদি ভুল করি আপনারা আমাকে টলারেট করবেন না । কিছুতেই এই হিংসার ঘটনাকে আমরা মেনে নেব না ।"

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ঘটনাকে সামনে রেখে বাংলায় এনআইএ টিম পাঠানো হতে পারে । তিনি বলেন, বাংলায় এই মুহূর্তে শান্তি বিরাজ করছে । কিন্তু এই ঘটনার নাম করে একটা এনআইএ টিম পাঠিয়ে দেওয়া হবে । 160টি কেন্দ্রীয় দল আগেই পাঠানো হয়েছে বলে কটাক্ষ করেন তিনি ৷ বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেন, "নিজেরাই বন্দুক নিয়ে গিয়ে মিছিল করল, লোক মারতে গেল, আক্রমণ করল, ঘর ভাঙলো, দোকান পুড়িয়ে দিল । আবার বলছে সেন্ট্রাল টিম আসুক, সিআরপিএফ পাঠিয়ে দাও । নাটকের একটা শেষ আছে ।"

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেছেন, দাঙ্গাবাজদের তিনি দেশের বোঝা বলে মনে করেন । তারা যত তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নেয় ততই ভালো ও মঙ্গল বলে মত মুখ্যমন্ত্রীর । তাঁর আশ্বাস, "আমি সকলকে অনুরোধ করব, আমার প্রতি আস্থা রাখুন, আমি নির্দিষ্ট পদক্ষেপ করব । যারা অ্যাটাক করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব । এটা এখন আমাদের আইন হয়ে গিয়েছে । যারা সম্পত্তি নষ্ট করবে তাদের সম্পত্তিও অ্যাটাচ করা হয়। মুখ্যসচিব পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.