ETV Bharat / state

Mamata Banerjee : ভূমিধসে বিধ্বস্ত দার্জিলিংয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে পাহাড়ে যাচ্ছেন মমতা - উত্তরবঙ্গ সফর

সম্প্রতি প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে দার্জিলিং-সহ পাহাড়ের অনেকাংশ ৷ আবহাওয়ার খামখেয়ালিতে বিপর্যস্ত পাহাড় । ঘনঘন সেখানে নামছে ধস ৷

Mamata Banerjee
ভূমিধসে বিধ্বস্ত দার্জিলিংয়ের পাশে দাঁড়াতে পাহাড়ে যাচ্ছেন মমতা
author img

By

Published : Oct 21, 2021, 3:42 PM IST

Updated : Oct 21, 2021, 4:26 PM IST

কলকাতা, 21 অক্টোবর : পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে দার্জিলিং-সহ পাহাড়ের অনেকাংশ৷ আবহাওয়ার খামখেয়ালিতে বিপর্যস্ত পাহাড়। ঘনঘন সেখানে নামছে ধস ৷ এই অবস্থায় পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা থাকলেও, সেসময় নির্বাচনের কথা ভেবে সেই সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধি লঙ্ঘিত হতে পারে ভেবে প্রায় শেষ মুহূর্তে ওই সফর বাতিল করলেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নির্বাচনের পর তিনি উত্তরবঙ্গে যাবেন। সেই কথাই রাখলেন মমতা। এখনও পর্যন্ত তাঁর যে কর্মসূচি ঠিক হয়েছে সেই অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের উদ্দেশে কলকাতা থেকে উড়ে যাবেন তিনি।

24 এবং 25 অক্টোবর শিলিগুড়িতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। এরপর 26 ও 27 অক্টোবর তিনি থাকবেন পাহাড়ে। সেক্ষেত্রে কার্শিয়াং থেকে ভূমিধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। কথা বলতে পারেন পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর নেতাদের সঙ্গেও। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের আশানুরূপ ফল না হলেও উত্তরবঙ্গকে তিনি যে উপেক্ষা করেন না, তারই প্রমাণ স্বরূপ ভোটের 6 মাসের মধ্যেই দু'বার উত্তরবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

আরও পড়ুন : Dinhata Bye Election : বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রচার দিনহাটার বিজেপি প্রার্থীর

মনে করা হচ্ছে, পাহাড়ের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন লাগাতার ভূমিধস চলছে, মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত তখন এই বিপদের দিনে পাহাড়ের মানুষের পাশে দাঁড়িতেই এই সময় নিজের পাহাড় সফর বেছে নিলেন তিনি ৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী 27 অক্টোবর তিনি পাহাড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে মানুষের সঙ্গে কথা বলতে পারেন।

তবে তাঁর গোটা কর্মসূচিই নির্ভর করছে আবহাওয়া এবং অন্যান্য পরিবর্তিত পরিস্থিতির উপর। সূত্রের খবর, পাহাড় থেকে কলকাতায় ফিরে চলতি মাসের শেষেই গোয়া সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ সেখানকার বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷

কলকাতা, 21 অক্টোবর : পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে দার্জিলিং-সহ পাহাড়ের অনেকাংশ৷ আবহাওয়ার খামখেয়ালিতে বিপর্যস্ত পাহাড়। ঘনঘন সেখানে নামছে ধস ৷ এই অবস্থায় পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা থাকলেও, সেসময় নির্বাচনের কথা ভেবে সেই সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধি লঙ্ঘিত হতে পারে ভেবে প্রায় শেষ মুহূর্তে ওই সফর বাতিল করলেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নির্বাচনের পর তিনি উত্তরবঙ্গে যাবেন। সেই কথাই রাখলেন মমতা। এখনও পর্যন্ত তাঁর যে কর্মসূচি ঠিক হয়েছে সেই অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের উদ্দেশে কলকাতা থেকে উড়ে যাবেন তিনি।

24 এবং 25 অক্টোবর শিলিগুড়িতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। এরপর 26 ও 27 অক্টোবর তিনি থাকবেন পাহাড়ে। সেক্ষেত্রে কার্শিয়াং থেকে ভূমিধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। কথা বলতে পারেন পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর নেতাদের সঙ্গেও। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের আশানুরূপ ফল না হলেও উত্তরবঙ্গকে তিনি যে উপেক্ষা করেন না, তারই প্রমাণ স্বরূপ ভোটের 6 মাসের মধ্যেই দু'বার উত্তরবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

আরও পড়ুন : Dinhata Bye Election : বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রচার দিনহাটার বিজেপি প্রার্থীর

মনে করা হচ্ছে, পাহাড়ের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন লাগাতার ভূমিধস চলছে, মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত তখন এই বিপদের দিনে পাহাড়ের মানুষের পাশে দাঁড়িতেই এই সময় নিজের পাহাড় সফর বেছে নিলেন তিনি ৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী 27 অক্টোবর তিনি পাহাড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে মানুষের সঙ্গে কথা বলতে পারেন।

তবে তাঁর গোটা কর্মসূচিই নির্ভর করছে আবহাওয়া এবং অন্যান্য পরিবর্তিত পরিস্থিতির উপর। সূত্রের খবর, পাহাড় থেকে কলকাতায় ফিরে চলতি মাসের শেষেই গোয়া সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ সেখানকার বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷

Last Updated : Oct 21, 2021, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.