কলকাতা, 11 অগস্ট : আবারও আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৷ নবান্ন সূত্রে খবর, আগামী অক্টোবর মাসে রোমে (Rome) যাচ্ছেন তিনি । ওই সময় সেখানে বিশ্ব শান্তি বৈঠক (Peace Conference) অনুষ্ঠিত হবে । সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে । তাঁর সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের জন্যই তিনি এই আমন্ত্রণ পেয়েছেন বলে খবর ।
জানা গিয়েছে, রোমের সংগঠন কমিউনিটি অফ সন্ত এগিডিও-র তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে ৷ উপস্থিত থাকবেন পোপ ফ্রান্সিস, মিশরের ইমাম আহমেদ আল তায়েব, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল-সহ একাধিক বিশ্ব নেতৃত্ব । আগামী 6 ও 7 অক্টোবর এই অনুষ্ঠান হওয়ার কথা ।
আরও পড়ুন: By-elections : সেপ্টেম্বরে রাজ্যে হতে পারে উপনির্বাচন
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তাঁর কাছে পৌঁছে গিয়েছে ৷ সেই আমন্ত্রণপত্রে সামাজিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের প্রশংসা করা হয়েছে । তাৎপর্যপূর্ণভাবে চিঠিতে একুশের বিধানসভা নির্বাচনের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি ৷ এ ছাড়াও ওই চিঠিতে আরও লেখা হয়েছে যে, "গত 10 বছরে দেশের উন্নয়নে, সামাজিক ন্যায় এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনার অবদান ছিল অসামান্য । সমাজের পিছিয়ে পড়া দুর্বলতম অংশের জন্য আপনার কাজ কমিউনিটি অফ সন্ত এগিডিও-র নজরে এসেছে এবং হৃদয় ছুঁয়ে গিয়েছে ৷" মূলত এই কাজকে সম্মান জানাতেই বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ।
আরও পড়ুন: Modi-Dhankhar Meeting : দিল্লিতে মোদির দরবারে ধনকড়, ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি রাজ্য়পালের
আন্তর্জাতিক মঞ্চে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ এই প্রথম নয় ৷ অতীতেও একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রীকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছে ৷ কিন্তু সামাজিক কাজের জন্য বিভিন্ন ধর্মগুরু এবং রাষ্ট্রনেতাদের মধ্যে মমতাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো রাজ্যের জন্য কম সম্মানের নয় । আর সে দিক থেকে বিচার করলে এই সফর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে অনন্য পালক হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই ।