কলকাতা, 2 মার্চ: গঙ্গা আরতি দেখতে আর বারাণসী নয়, চলে যান বাঁজা কদমতলা ঘাটে । মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার তিলোত্তমাতেই এক টুকরো বারাণসী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আশা প্রকাশ করেছিলেন, বারাণসীর মতো কলকাতাতেও গঙ্গা আরতি হোক । সেই মতো কীভাবে এই কাজ সম্পন্ন করা যায়, সেই দায়িত্ব দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে । সেই উদ্যোগই এবার বাস্তব রূপ পেয়েছে । যোগী রাজ্যের মতো এরাজ্যেও রোজ গঙ্গা আরতি দেখতে পাবেন ভক্তরা (Mamata Banerjee inaugurates Ganga Arati at Baja Kadamtala Ghat) ।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কলকাতার বাঁজা কদমতলা ঘাটে শুরু হল গঙ্গা আরতি । আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ধর্মতলায় বাঁজা কদমতলা ঘাটে আরতির জন্য অস্থায়ীভাবে 11টি মঞ্চ স্থাপন করা হয়েছে । তৈরি করা হয়েছে স্থায়ী গঙ্গাদেবীর মন্দির । সেখানেই 11টি মঞ্চে প্রতিদিন 22 জন পুরোহিত মিলে গঙ্গা আরতি করবেন।
এই আরতির উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যারা আজ আরতি দেখতে এসেছেন তাঁদের স্বাগত জানাচ্ছি । আমি প্রথম কাশীতে গিয়ে আরতি দেখে এসেছিলাম । সেখানে গিয়েই এই আরতির বিষয়টি আমার মাথায় প্রথম এসেছিল ।" তিনি আরও জানিয়েছেন, শীতকালে প্রত্যেকদিন সন্ধে 6টা এবং গরমকালে প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় এই আরতি হবে । একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, বিসর্জনের সময় এই ঘাটে গঙ্গা আরতি বন্ধ থাকবে । বিসর্জনের সময় 3দিন, ছট পুজোর সময় 2দিন বন্ধ থাকবে গঙ্গা আরতি।
উল্লেখ্য, গঙ্গা আরতি উপলক্ষে এই ঘাটকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে । যে মঞ্চগুলি থেকে আরতি হবে, সেগুলি আলাদা করে আলো দিয়ে সাজানো হয়েছে । জানা গিয়েছে, মেয়র পরিষদ তারক সিংয়ের উদ্যোগে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে । দফায় দফায় এই স্থান ঘুরে দেখে নবান্নের প্রতিনিধি দল ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কলকাতার ইতিহাসে আরও একটি নতুন পালক যুক্ত হল । কলকাতার বাবুঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গঙ্গা আরতি শুরু করার নির্দেশ দিয়েছিলেন । সেই কাজ আজ বাস্তব রূপ দিতে পেরে আমি আনন্দিত । আগামিদিনে কলকাতায় ঘুরতে আসা পর্যটকদের জন্য গঙ্গা আরতি বাড়তি আগ্রহের বস্তু হবে ।" রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে বাংলায় রয়েছেন । এখানে বহু মানুষ রোজ কালীঘাট, দক্ষিণেশ্বর, বেলুড় মঠে দর্শন করতে আসেন । তাঁরাও আগামিদিনে এখানে আরতি দেখতে আসবেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রিত্বের এক দশক পার, এই প্রথম ফোর্ট উইলিয়ামে পা রাখলেন মমতা