ETV Bharat / state

Mamata Banerjee: ঈদের আগেই ষোলআনা মসজিদের নতুন গেটের উদ্বোধন মমতার - প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সাগরদিঘী থেকে শিক্ষা ? ঈদের আগেই ষোলআনা মসজিদের নতুন গেটের উদ্বোধন করলেন মমতা ৷ যা নিয়ে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সংখ্যালঘু ভোট ব্যাংককে ফের কাছে পেতে মরিয়া চেষ্টা তৃণমূলের ৷

Etv Bharat
মসজিদের নতুন গেটের উদ্বোধন মমতার
author img

By

Published : Apr 19, 2023, 9:15 PM IST

কলকাতা, 19 এপ্রিল: ঈদের আগেই ষোল আনা মসজিদের নতুন গেট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জয়ের পর মসজিদের নতুন গেট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতো তৈরি হয় গেট ৷ বুধবার মদজিদের সেই নবনির্মিত গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরের ষোলআনা মসজিদে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছিলেন। সেই সময় মসজিদ কর্তৃপক্ষের কাছে ষোলআনা মসজিদের নতুন গেট করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা মতোই হয়েছে কাজ ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে তিনি তা রাখেন।

বুধবার নবান্ন থেকে বেরিয়ে সরাসরি ষোলআনা মসজিদে চলে আসেন মুখ্যমন্ত্রী। এরপর মসজিদের নবনির্মিত গেটের উদ্বোধন করেন তিনি। এদিন মসজিদে গেটের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন মসজিদের গেট উদ্বোধনের পাশাপাশি শহরে শিখ সম্প্রদায়ের দলিত ধর্মগুরু রবিদাসের একটি মূর্তি যাতে স্থাপন করা যায় তার ব্যবস্থা করতে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য উপযুক্ত জায়গারও খোঁজ দিয়েছেন তিনি।

একইসঙ্গে কলকাতার বুকে অন্যতম প্রধান মসজিদ বলে পরিচিত নাখোদা মসজিদে বর্তমান গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরি করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রবীন্দ্রনাথের জন্মস্থান অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সামনে যে গেটটি সেটিও পুরনো হয়ে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেটিও যাতে নতুন করে তৈরি করা যায় বা সাজানোর পরামর্শও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সংখ্যালঘুদের জন্য রমজান তথা এই সংযমের মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা ভরে বহু সংখ্যালঘু মুসলিম এই মাসে ধর্মাচরণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রায় প্রতি বছর নিয়ম করে পার্ক সার্কাসে আসেন এই রমজানের সময়ই।

আরও পড়ুন: 'বিজেপির সঙ্গেই আছি', রাজধানীতে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুকুল

এবারও ঈদের আগে শহরের বিভিন্ন মসজিদে যাচ্ছেন তিনি ৷ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তপশিয়ার এক মসজিদে। এদিন গিয়েছিলেন ষোল আনা মসজিদে। গত সাগরদিঘী উপনির্বাচনে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সংখ্যালঘু মানুষদের একাংশ ৷ রাজনৈতিক মহলের দাবি, ঘাসফুল শিবিরকে ভোট দেয়নি ওই কেন্দ্রের সংখ্যালঘুরা। আর এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন সংখ্যালঘু ও মুসলিম ধর্ম স্থানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভোট ব্যাংক নিশ্চিত করতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

কলকাতা, 19 এপ্রিল: ঈদের আগেই ষোল আনা মসজিদের নতুন গেট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জয়ের পর মসজিদের নতুন গেট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতো তৈরি হয় গেট ৷ বুধবার মদজিদের সেই নবনির্মিত গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরের ষোলআনা মসজিদে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছিলেন। সেই সময় মসজিদ কর্তৃপক্ষের কাছে ষোলআনা মসজিদের নতুন গেট করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা মতোই হয়েছে কাজ ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে তিনি তা রাখেন।

বুধবার নবান্ন থেকে বেরিয়ে সরাসরি ষোলআনা মসজিদে চলে আসেন মুখ্যমন্ত্রী। এরপর মসজিদের নবনির্মিত গেটের উদ্বোধন করেন তিনি। এদিন মসজিদে গেটের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন মসজিদের গেট উদ্বোধনের পাশাপাশি শহরে শিখ সম্প্রদায়ের দলিত ধর্মগুরু রবিদাসের একটি মূর্তি যাতে স্থাপন করা যায় তার ব্যবস্থা করতে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য উপযুক্ত জায়গারও খোঁজ দিয়েছেন তিনি।

একইসঙ্গে কলকাতার বুকে অন্যতম প্রধান মসজিদ বলে পরিচিত নাখোদা মসজিদে বর্তমান গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরি করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রবীন্দ্রনাথের জন্মস্থান অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সামনে যে গেটটি সেটিও পুরনো হয়ে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেটিও যাতে নতুন করে তৈরি করা যায় বা সাজানোর পরামর্শও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সংখ্যালঘুদের জন্য রমজান তথা এই সংযমের মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা ভরে বহু সংখ্যালঘু মুসলিম এই মাসে ধর্মাচরণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রায় প্রতি বছর নিয়ম করে পার্ক সার্কাসে আসেন এই রমজানের সময়ই।

আরও পড়ুন: 'বিজেপির সঙ্গেই আছি', রাজধানীতে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুকুল

এবারও ঈদের আগে শহরের বিভিন্ন মসজিদে যাচ্ছেন তিনি ৷ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তপশিয়ার এক মসজিদে। এদিন গিয়েছিলেন ষোল আনা মসজিদে। গত সাগরদিঘী উপনির্বাচনে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সংখ্যালঘু মানুষদের একাংশ ৷ রাজনৈতিক মহলের দাবি, ঘাসফুল শিবিরকে ভোট দেয়নি ওই কেন্দ্রের সংখ্যালঘুরা। আর এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন সংখ্যালঘু ও মুসলিম ধর্ম স্থানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভোট ব্যাংক নিশ্চিত করতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.