কলকাতা, 1 জুলাই : SSKM -এর ট্রমা সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উদ্বোধনে রাজ্যে ডাক্তাদের সম্মানিত করেন তিনি ।
সেখানে কী কী বললেন মুখ্যমন্ত্রী, দেখে নিন -
- রাজ্যে চার হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে
- আমি বলেছি যারা কৃতী, তাঁরা নতুন নতুন পরিকল্পনা দিন
- 12 জুলাই "সেভ ওয়াটার ডে" পালন করা হবে
- 12 জুলাই দুপুর 3টের সময় জল বাঁচাও মিছিলে হাঁটব
- জোড়াসাঁকো- গান্ধিমূর্তি পদযাত্রা হবে
- নিউরোর কোটা বাড়াতে হবে
- জলের জন্য মিছিল করা হবে
- সাপের কামড়ের প্রতিষেধকের অভাব রয়েছে
- সাপের কামড়ের উপর আরও গবেষণা করতে হবে, চাষিদের বাঁচাতে হবে
- কৃষকদের যাতে সাপে না কাটে তার জন্য বিশেষ জুতো তৈরির কথা ভাবা হচ্ছে । এই নিয়ে বলেছি
- ক্যানসারের তো কোনও চিকিৎসা বেরল না । রাজ্যের ডাক্তারদের বলি দেখুন কোথাও কিছু আবিষ্কার হল কি না
- ডায়াবেটিস নিয়েও ভাবতে হবে
- আগামীদিনে কন্যাশ্রী দিবস পালন করা হবে
- "মধুস্নেহ" স্কিম আমরা অনেকদিন আগেই করেছিলাম, যে বাচ্চার মা তার জন্মানোর সময়ই মারা যায় তাদের জন্য
- প্রসূতিদের জন্য ওয়েটিং হাট করা হয়েছে
- ট্রমা কেয়ারে 100 কোটি টাকা বরাদ্দ
- 760টি নতুন পদ তৈরি
- রাজ্যে মাদার অ্যান্ড চাইল্ড হাব হবে
- স্ক্যান ও MRI-এর জন্য 14 কোটি টাকা বরাদ্দ
- SSKM-এর উলটো দিকে নতুন ক্যানসার হাসপাতাল তৈরি হবে
- কলকাতা পুলিশ হাসপাতালও SSKM-এর সাথে যুক্ত হবে
- কলকাতা পুলিশ হাসপাতালটা পড়েই আছে
- কলকাতা পুলিশ হাসপাতালের 50 শতাংশ পুলিশদের জন্য সংরক্ষিত থাকবে । বাকিটা SSKM নিক