ETV Bharat / state

ডাক্তার দিবসে 100 কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টারের উদ্বোধন মুখ্যমন্ত্রীর - trauma center

SSKM -এর ট্রমা সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "রাজ্যে ডাক্তারদের ঘাটতি রয়েছে ।"

ফাইল ফোটো
author img

By

Published : Jul 1, 2019, 1:33 PM IST

Updated : Jul 1, 2019, 3:07 PM IST

কলকাতা, 1 জুলাই : SSKM -এর ট্রমা সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উদ্বোধনে রাজ্যে ডাক্তাদের সম্মানিত করেন তিনি ।

সেখানে কী কী বললেন মুখ্যমন্ত্রী, দেখে নিন -

  • রাজ্যে চার হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে
  • আমি বলেছি যারা কৃতী, তাঁরা নতুন নতুন পরিকল্পনা দিন
  • 12 জুলাই "সেভ ওয়াটার ডে" পালন করা হবে
  • 12 জুলাই দুপুর 3টের সময় জল বাঁচাও মিছিলে হাঁটব
  • জোড়াসাঁকো- গান্ধিমূর্তি পদযাত্রা হবে
  • নিউরোর কোটা বাড়াতে হবে
  • জলের জন্য মিছিল করা হবে
  • সাপের কামড়ের প্রতিষেধকের অভাব রয়েছে
  • সাপের কামড়ের উপর আরও গবেষণা করতে হবে, চাষিদের বাঁচাতে হবে
  • কৃষকদের যাতে সাপে না কাটে তার জন্য বিশেষ জুতো তৈরির কথা ভাবা হচ্ছে । এই নিয়ে বলেছি
  • ক্যানসারের তো কোনও চিকিৎসা বেরল না । রাজ্যের ডাক্তারদের বলি দেখুন কোথাও কিছু আবিষ্কার হল কি না
  • ডায়াবেটিস নিয়েও ভাবতে হবে
  • আগামীদিনে কন্যাশ্রী দিবস পালন করা হবে
  • "মধুস্নেহ" স্কিম আমরা অনেকদিন আগেই করেছিলাম, যে বাচ্চার মা তার জন্মানোর সময়ই মারা যায় তাদের জন্য
  • প্রসূতিদের জন্য ওয়েটিং হাট করা হয়েছে
  • ট্রমা কেয়ারে 100 কোটি টাকা বরাদ্দ
  • 760টি নতুন পদ তৈরি
  • রাজ্যে মাদার অ্যান্ড চাইল্ড হাব হবে
  • স্ক্যান ও MRI-এর জন্য 14 কোটি টাকা বরাদ্দ
  • SSKM-এর উলটো দিকে নতুন ক্যানসার হাসপাতাল তৈরি হবে
  • কলকাতা পুলিশ হাসপাতালও SSKM-এর সাথে যুক্ত হবে
  • কলকাতা পুলিশ হাসপাতালটা পড়েই আছে
  • কলকাতা পুলিশ হাসপাতালের 50 শতাংশ পুলিশদের জন্য সংরক্ষিত থাকবে । বাকিটা SSKM নিক

কলকাতা, 1 জুলাই : SSKM -এর ট্রমা সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উদ্বোধনে রাজ্যে ডাক্তাদের সম্মানিত করেন তিনি ।

সেখানে কী কী বললেন মুখ্যমন্ত্রী, দেখে নিন -

  • রাজ্যে চার হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে
  • আমি বলেছি যারা কৃতী, তাঁরা নতুন নতুন পরিকল্পনা দিন
  • 12 জুলাই "সেভ ওয়াটার ডে" পালন করা হবে
  • 12 জুলাই দুপুর 3টের সময় জল বাঁচাও মিছিলে হাঁটব
  • জোড়াসাঁকো- গান্ধিমূর্তি পদযাত্রা হবে
  • নিউরোর কোটা বাড়াতে হবে
  • জলের জন্য মিছিল করা হবে
  • সাপের কামড়ের প্রতিষেধকের অভাব রয়েছে
  • সাপের কামড়ের উপর আরও গবেষণা করতে হবে, চাষিদের বাঁচাতে হবে
  • কৃষকদের যাতে সাপে না কাটে তার জন্য বিশেষ জুতো তৈরির কথা ভাবা হচ্ছে । এই নিয়ে বলেছি
  • ক্যানসারের তো কোনও চিকিৎসা বেরল না । রাজ্যের ডাক্তারদের বলি দেখুন কোথাও কিছু আবিষ্কার হল কি না
  • ডায়াবেটিস নিয়েও ভাবতে হবে
  • আগামীদিনে কন্যাশ্রী দিবস পালন করা হবে
  • "মধুস্নেহ" স্কিম আমরা অনেকদিন আগেই করেছিলাম, যে বাচ্চার মা তার জন্মানোর সময়ই মারা যায় তাদের জন্য
  • প্রসূতিদের জন্য ওয়েটিং হাট করা হয়েছে
  • ট্রমা কেয়ারে 100 কোটি টাকা বরাদ্দ
  • 760টি নতুন পদ তৈরি
  • রাজ্যে মাদার অ্যান্ড চাইল্ড হাব হবে
  • স্ক্যান ও MRI-এর জন্য 14 কোটি টাকা বরাদ্দ
  • SSKM-এর উলটো দিকে নতুন ক্যানসার হাসপাতাল তৈরি হবে
  • কলকাতা পুলিশ হাসপাতালও SSKM-এর সাথে যুক্ত হবে
  • কলকাতা পুলিশ হাসপাতালটা পড়েই আছে
  • কলকাতা পুলিশ হাসপাতালের 50 শতাংশ পুলিশদের জন্য সংরক্ষিত থাকবে । বাকিটা SSKM নিক
Tinsukia (Assam), July 01 (ANI): A resident of Karnataka's Mysuru has been travelling to various holy places with his 70-year-old mother on a scooter. Recently, he has reached at Tinsukia district in Assam. While speaking to ANI, D Krishna Kumar said, "This is 'mathru seva sankalpa yatra' and we have started this journey on January 16, 2018 from Mysuru." "First we went to Kerala from there, we went to Tamil Nadu, Puducherry, Karnataka, Andhra Pradesh, Maharashtra, Goa, Chhattisgarh, Odisha, West Bengal, Sikkim and Bihar. We even went to Nepal and Bhutan. Now, we are heading towards Parshuram Kund in Arunachal Pradesh," he added.
Last Updated : Jul 1, 2019, 3:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.