ETV Bharat / state

Mamata on Kaliaganj Minor Death: কালিয়াগঞ্জে মৃতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েও মুখ্যমন্ত্রীর মুখে ভালোবাসার তত্ত্ব - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মৃতার পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি ৷ একই সঙ্গে এই ঘটনাতেও তাঁর মুখে শোনা গিয়েছে ভালোবাসার তত্ত্বও ৷

Mamata on Kaliaganj Minor Death
Mamata on Kaliaganj Minor Death
author img

By

Published : Apr 26, 2023, 7:30 PM IST

কলকাতা, 26 এপ্রিল: গত শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের পর খুন করার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা নিয়ে গত কয়েকদিন উত্তপ্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গের ওই জেলা ৷ বুধবার এই নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ নিহত কিশোরীর পরিবারের পাশে থাকার বার্তাই এদিন তিনি দিয়েছেন ৷ একই সঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে ‘ভালোবাসার তত্ত্ব’ও ৷

এদিন রাজ্য়ের মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে তিনি প্রথমে বলেন, ‘‘পরিবারের পাশে আমরা আছি ৷’’ এক কিশোরীর প্রাণ চলে যাওয়ার ঘটনায় তিনিও যে ব্যাথিত, সেই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এর পরই তাঁর মুখে শোনা গিয়েছে ভালোবাসার কথা ৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর কাছে কিছু হোয়াটসঅ্যাপ বার্তা এসেছে ৷ সেখানে মেয়েটির সঙ্গে ভালোবাসার সম্পর্কের কথা স্পষ্ট হচ্ছে ৷ এই তিনি আরও জানান, এটা আত্মহত্যার ঘটনা ৷ চিকিৎসকদের রিপোর্টেও সেটা রয়েছে ৷ যদিও মেয়েটির পরিবার গণধর্ষণ ও খুনের অভিযোগে অনড় ৷ পুলিশি তদন্তে তারা অনাস্থা প্রকাশ করেছে ৷ মেয়েটির বাবা বুধবারই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৷ তিনি এই ঘটনায় সিবিআই তদন্ত চাইছেন ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই তত্ত্ব স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি করেছে ৷ বিরোধীরা এই নিয়ে সমালোচনাও শুরু করেছেন ৷

প্রসঙ্গত, 2022 সালের এপ্রিলে নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ ছিল, গণধর্ষণের পর মেয়েটির চিকিৎসায় বাধা দেওয়া ৷ সেই কারণে বাড়িতেই অসুস্থ অবস্থায় মেয়েটিকে ফেলে রাখা হয় ৷ মৃত্যুর পর অভিযুক্তরা জোর করে মেয়েটির শেষকৃত্য করে দেয় ৷

ওই ঘটনাতেও ভালোবাসার তত্ত্বের কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে ৷ একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘‘ছেলেটির সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল, আমি শুনেছি ৷’’ ওই অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিজিও উপস্থিত ছিলেন ৷ এই নিয়ে পুলিশের ডিজিকে উদ্দেশ্য করে তিনিও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী ৷ জানতে চান, ‘‘ইজ ইট এ ফ্যাক্ট ?’’ সেই সময়ও এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ বিরোধীরা মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হন ৷

আরও পড়ুন: বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে পুলিশের উপর হামলা, অভিযোগ মমতার

কলকাতা, 26 এপ্রিল: গত শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের পর খুন করার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা নিয়ে গত কয়েকদিন উত্তপ্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গের ওই জেলা ৷ বুধবার এই নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ নিহত কিশোরীর পরিবারের পাশে থাকার বার্তাই এদিন তিনি দিয়েছেন ৷ একই সঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে ‘ভালোবাসার তত্ত্ব’ও ৷

এদিন রাজ্য়ের মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে তিনি প্রথমে বলেন, ‘‘পরিবারের পাশে আমরা আছি ৷’’ এক কিশোরীর প্রাণ চলে যাওয়ার ঘটনায় তিনিও যে ব্যাথিত, সেই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এর পরই তাঁর মুখে শোনা গিয়েছে ভালোবাসার কথা ৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর কাছে কিছু হোয়াটসঅ্যাপ বার্তা এসেছে ৷ সেখানে মেয়েটির সঙ্গে ভালোবাসার সম্পর্কের কথা স্পষ্ট হচ্ছে ৷ এই তিনি আরও জানান, এটা আত্মহত্যার ঘটনা ৷ চিকিৎসকদের রিপোর্টেও সেটা রয়েছে ৷ যদিও মেয়েটির পরিবার গণধর্ষণ ও খুনের অভিযোগে অনড় ৷ পুলিশি তদন্তে তারা অনাস্থা প্রকাশ করেছে ৷ মেয়েটির বাবা বুধবারই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৷ তিনি এই ঘটনায় সিবিআই তদন্ত চাইছেন ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই তত্ত্ব স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি করেছে ৷ বিরোধীরা এই নিয়ে সমালোচনাও শুরু করেছেন ৷

প্রসঙ্গত, 2022 সালের এপ্রিলে নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ ছিল, গণধর্ষণের পর মেয়েটির চিকিৎসায় বাধা দেওয়া ৷ সেই কারণে বাড়িতেই অসুস্থ অবস্থায় মেয়েটিকে ফেলে রাখা হয় ৷ মৃত্যুর পর অভিযুক্তরা জোর করে মেয়েটির শেষকৃত্য করে দেয় ৷

ওই ঘটনাতেও ভালোবাসার তত্ত্বের কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে ৷ একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘‘ছেলেটির সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল, আমি শুনেছি ৷’’ ওই অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিজিও উপস্থিত ছিলেন ৷ এই নিয়ে পুলিশের ডিজিকে উদ্দেশ্য করে তিনিও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী ৷ জানতে চান, ‘‘ইজ ইট এ ফ্যাক্ট ?’’ সেই সময়ও এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ বিরোধীরা মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হন ৷

আরও পড়ুন: বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে পুলিশের উপর হামলা, অভিযোগ মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.