কলকাতা, 6 মার্চ: সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে ভরাডুবি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) । এদিন এই নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন রাজ্য বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ছিল । এই বৈঠকের শেষেই সাগরদিঘি নির্বাচন নিয়ে কাঁটাছেড়া করতে দায়িত্বে থাকা নেতাদের নিয়ে একটি ঘরোয়া আলোচনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata held meeting to discuss Sagardighi By Poll) ।
সূত্রের খবর, এই বৈঠকে সাগরদিঘির নির্বাচনে যেভাবে সংখ্যালঘুদের একাংশ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা । একই সঙ্গে যাঁরা এই নির্বাচনের দায়িত্বে ছিলেন, তাঁদের সাগরদিঘি নিয়ে একটি তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন তিনি ।
জানা গিয়েছে, রাজ্যের শাসক দলের তরফে সংখ্যালঘু মানুষের শাসকদলের উপর থেকে আস্থা হারাচ্ছে কি না, তা জানতে পাঁচ সদস্যের একটা কমিটিও গড়া হচ্ছে । এই কমিটি তদন্ত করে দেখবে যে সংখ্যালঘুদের মধ্যে কেন ক্ষোভ তৈরি হচ্ছে ।
সূত্রের খবর, রাজ্যের দুই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সাবিনা ইয়াসমিন ও বিধায়ক জাকির হোসেন-সহ 5 জনকে এই বিষয়টি আলাদা করে খতিয়ে দেখতে বলেছেন তৃণমূল নেত্রী । কোথাও ত্রুটি বিচ্যুতি থাকলে, তা খতিয়ে দেখে পর্যালোচনা করতে হবে ।
প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনের পর দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে তৎপর হল তৃণমূল কংগ্রেস । কোনও ভুল হয়ে থাকলে তা শুধরে নেওয়ার কথাও বলা হচ্ছে শাসক দলের তরফে ৷ অন্যদিকে এদিন সাগরদিঘি নিয়ে বিধানসভার অন্দরে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘‘সিপিএম, কংগ্রেস, বিজেপির সব মুখোশ খুলে গিয়েছে । একটা ভোটে জিতে আমাদের দিকে আঙুল তুলবেন না । একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করছে । কংগ্রেসের কারও বাড়িতে সিবিআই যায়নি, কংগ্রেস বিজেপির এ টিম । সিপিএম বিজেপির বি টিম ।’’
আরও পড়ুন: নারী দিবসে 10 হাজার মহিলার বাড়িতে পৌঁছানোই লক্ষ্য তৃণমূলের