ETV Bharat / state

Mamata Banerjee: দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় বকেয়ার হিসেব মন্ত্রীদের থেকে নিলেন মমতা - মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর

দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের থেকে রাজ্যের যে পাওনা রয়েছে, সেই হিসেব মন্ত্রীদের থেকে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আজ মন্ত্রিসভার বৈঠক করেন তিনি ৷

mamata-banerjee-held-cabinet-meeting-before-going-to-delhi
দিল্লি যাওয়ার আগে বকেয়ার হিসেব মন্ত্রীদের থেকে নিয়ে গেলেন মমতা
author img

By

Published : Jul 26, 2021, 4:45 PM IST

Updated : Jul 26, 2021, 5:37 PM IST

কলকাতা, 26 জুলাই: 2021 সালের নির্বাচনে বিপুল ভোটে রাজ্যে ফের ক্ষমতা দখলের পর আজ দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তার আগে সোমবার জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক করলেন তিনি ৷ তাঁর অবর্তমানে সরকারি কাজকর্ম কীভাবে চলবে, অন্যান্য শীর্ষ মন্ত্রীদের দায়িত্ব দিয়ে তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি নিয়ে নিলেন কেন্দ্রের থেকে পাওনা-গণ্ডার হিসেব ৷

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকলেও নবান্নের শীর্ষ আমলারা প্রতি মুহূর্তেই তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলবেন । যদি কোনও সমস্যা হয়, তা হলে তা সামাল দেওয়ার জন্য সামগ্রিকভাবে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ অন্যান্য শীর্ষ মন্ত্রীদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: শুভেন্দু-দিলীপকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ভুল স্বীকার সৌমিত্রর

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর একদিকে যেমন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যবহ, পাশাপাশি রাজ্যের দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রেও সাংঘাতিক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । তাই এদিন মন্ত্রিসভার বৈঠকেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কেন্দ্রীয় বকেয়ার একটা হিসেব নিয়ে নেন মমতা ৷ সেই হিসেব সঙ্গে নিয়েই দিল্লি যাত্রা করছেন তিনি ।

আগামী 28 জুলাই প্রধানমন্ত্রীর দফতর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য সময় দেওয়া হয়েছে । সূত্রের দাবি, এই সাক্ষাতেই রাজ্যের দাবি-দাওয়া সম্পর্কে প্রধানমন্ত্রীকে সামনাসামনি সবিস্তার জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত যা খবর, তাতে এই মুহূর্তে কেন্দ্রের কাছে জিএসটির বকেয়া-সহ 60 হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারের । সেই বকেয়া অর্থ যাতে দ্রুত রাজ্যকে দেওয়া হয়, মমতা প্রধানমন্ত্রীর কাছে সেই আবেদন জানাতে পারেন বলে খবর ।

আরও পড়ুন: হিমাচলে ভয়াবহ ভূমিধস, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই ছবি পোস্ট ডাক্তারের

এ ছাড়াও এই মুহূর্তে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কায় গোটা দেশ । পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয় । মুখ্যমন্ত্রী চাইছেন, রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষের টিকাকরণ করতে । তবে সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্রের টিকা সরবরাহের অপ্রতুলতা । প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টিকা যাতে রাজ্যকে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী সে বিষয়ে নিশ্চয়তা আদায় করার চেষ্টা চালাতে পারেন বলে খবর ৷

আরও পড়ুন: কঠিনতম যুদ্ধের স্মৃতি রোমন্থন কার্গিলের শহিদের গর্বিত বাবার

একদিকে রাজনৈতিকভাবে দলকে গোটা দেশে সুপ্রতিষ্ঠিত করা ও কেন্দ্রীয় রাজনীতিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া, পাশাপাশি রাজ্যের বকেয়া আদায় - মোটের উপর এই দুটিই প্রাথমিক লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের ৷ এই কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সফল হন এখন সেটাই দেখার ।

কলকাতা, 26 জুলাই: 2021 সালের নির্বাচনে বিপুল ভোটে রাজ্যে ফের ক্ষমতা দখলের পর আজ দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তার আগে সোমবার জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক করলেন তিনি ৷ তাঁর অবর্তমানে সরকারি কাজকর্ম কীভাবে চলবে, অন্যান্য শীর্ষ মন্ত্রীদের দায়িত্ব দিয়ে তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি নিয়ে নিলেন কেন্দ্রের থেকে পাওনা-গণ্ডার হিসেব ৷

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকলেও নবান্নের শীর্ষ আমলারা প্রতি মুহূর্তেই তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলবেন । যদি কোনও সমস্যা হয়, তা হলে তা সামাল দেওয়ার জন্য সামগ্রিকভাবে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ অন্যান্য শীর্ষ মন্ত্রীদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: শুভেন্দু-দিলীপকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ভুল স্বীকার সৌমিত্রর

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর একদিকে যেমন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যবহ, পাশাপাশি রাজ্যের দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রেও সাংঘাতিক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । তাই এদিন মন্ত্রিসভার বৈঠকেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কেন্দ্রীয় বকেয়ার একটা হিসেব নিয়ে নেন মমতা ৷ সেই হিসেব সঙ্গে নিয়েই দিল্লি যাত্রা করছেন তিনি ।

আগামী 28 জুলাই প্রধানমন্ত্রীর দফতর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য সময় দেওয়া হয়েছে । সূত্রের দাবি, এই সাক্ষাতেই রাজ্যের দাবি-দাওয়া সম্পর্কে প্রধানমন্ত্রীকে সামনাসামনি সবিস্তার জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত যা খবর, তাতে এই মুহূর্তে কেন্দ্রের কাছে জিএসটির বকেয়া-সহ 60 হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারের । সেই বকেয়া অর্থ যাতে দ্রুত রাজ্যকে দেওয়া হয়, মমতা প্রধানমন্ত্রীর কাছে সেই আবেদন জানাতে পারেন বলে খবর ।

আরও পড়ুন: হিমাচলে ভয়াবহ ভূমিধস, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই ছবি পোস্ট ডাক্তারের

এ ছাড়াও এই মুহূর্তে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কায় গোটা দেশ । পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয় । মুখ্যমন্ত্রী চাইছেন, রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষের টিকাকরণ করতে । তবে সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্রের টিকা সরবরাহের অপ্রতুলতা । প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টিকা যাতে রাজ্যকে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী সে বিষয়ে নিশ্চয়তা আদায় করার চেষ্টা চালাতে পারেন বলে খবর ৷

আরও পড়ুন: কঠিনতম যুদ্ধের স্মৃতি রোমন্থন কার্গিলের শহিদের গর্বিত বাবার

একদিকে রাজনৈতিকভাবে দলকে গোটা দেশে সুপ্রতিষ্ঠিত করা ও কেন্দ্রীয় রাজনীতিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া, পাশাপাশি রাজ্যের বকেয়া আদায় - মোটের উপর এই দুটিই প্রাথমিক লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের ৷ এই কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সফল হন এখন সেটাই দেখার ।

Last Updated : Jul 26, 2021, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.