কলকাতা, 20 অক্টোবর : ওপার বাংলা থেকে মুখ্যমন্ত্রীর জন্য এল দুর্গাপুজোর উপহার । শাড়ির সঙ্গে এসেছে মিষ্টিও । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে উপহার পেয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় । ঘনিষ্ঠ মহলে খুশির কথা প্রকাশ করেছেন তিনি । এমনকী সেরা পাওনা বলেও উল্লেখ করেছেন তিনি ।
দুর্গাপুজো উপলক্ষে 'ছোটো বোন'-কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা । চারটি শাড়ি, 10 কেজি মিষ্টি এবং ফুল পাঠিয়েছেন বলে সূত্রের খবর । উপহার সামগ্রী নবান্নে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছেন ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান ।
শেখ হাসিনার সঙ্গে মমতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বজনবিদিত । এরকমও শোনা যায় যে, দু'জনের মধ্যে দিদি - বোনের মতো আত্মিক সম্পর্ক । শেখ হাসিনার জন্য জন্য জন্মদিন, ইদ সহ বিভিন্ন পার্বণে উপহার যায় এই বাংলা থেকে । সেরকম মমতার জন্যে দুর্গাপুজো, পয়লা বৈশাখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে আসে উপহার সামগ্রী ।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে উপস্থিত থাকতে আমন্ত্রণ মোদিকে
এ'বছর কোরোনা আবহেও তার অন্যথা হল না । নিয়ম মেনে মমতাকে শুভেচ্ছা উপহার পাঠালেন হাসিনা । বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই উপহার পেয়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রী । ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী তাঁর খুশির কথা ব্যক্ত করেছেন ।