ETV Bharat / state

Singur TATA NANO Plant Case: সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে আইনি পথে রাজ্য

Bengal Govt on Singur TATA NANO Plant Case: সিঙ্গুর নিয়ে টাটা ক্ষতিপূরণ দিতে বলে বলে সোমবার রায় দিয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনালে ৷ তার বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

Singur TATA NANO Plant Case
Singur TATA NANO Plant Case
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 2:31 PM IST

কলকাতা, 31 অক্টোবর: সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত আরবিট্রাল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার সেই বিষয়টিই স্পষ্ট করে দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘আমাদের সরকার অবশ্যই ট্রাইবুনালের আদেশের বিরুদ্ধে আপিল করবে ।’’ পাশাপাশি তিনি এই ফের কাঠগড়ায় তুলেছেন সিপিএমকেই ৷ তাঁর কথায়, ‘‘টাটার এই পদক্ষেপ আসলে সিপিএম দ্বারা সাজানো একটি নকশার অংশ ।’’

উল্লেখ্য, সিঙ্গুরে টাটার কারখানা নিয়ে সোমবার রায় দিয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল । সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে টাটা মোটরস গোষ্ঠীকে 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে । ক্ষতিপূরণের ওই অঙ্ক ছাড়াও 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে হিসেব করে 11 শতাংশ সুদ মেটাত হবে রাজ্যকে । এছাড়াও মামলার খরচ বাবদ আরও 1 কোটি টাকাও দিতে হবে টাটা গোষ্ঠীকে । সব মিলিয়ে প্রায় 2 হাজার কোটি টাকার ধাক্কা ।

এই নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ রয়েছে রাজ্য সরকারের কাছে ৷ সেই সুযোগই রাজ্য নেবে বলে এ দিন স্পষ্ট করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘2011 সালে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সিঙ্গুরের অবৈধ জমি অধিগ্রহণ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এরপর সুপ্রিম কোর্ট ও সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অবৈধ ও জমি আইনের পরিপন্থী বলেছিল । এক্ষেত্রে কৃষকদের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছিল এবং টাটাদের তা হস্তান্তর করা হয়েছিল ।’’

তিনি আরও বলেন, ‘‘ডাব্লুবিআইডিসি টাটাদের সঙ্গে একটা নীরব চুক্তি করেছে ট্রাইব্যুনালে ক্ষতিপূরণ চাওয়ার জন্য ৷ টাটার এই পদক্ষেপ আসলে সিপিএম দ্বারা সাজানো একটি নকশার অংশ । আমাদের সরকার অবশ্যই ট্রাইবুনালের আদেশের বিরুদ্ধে আপিল করবে ।’’

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, ট্রাইব্যুনালের তরফে ক্ষতিপূরণের যে অঙ্ক বলা হয়েছে, তা নিয়ে আপত্তি রয়েছে রাজ্য সরকারের । কীভাবে এই টাকার অঙ্ক ঠিক হল, তা রাজ্য সরকারের কাছে পরিষ্কার নয় । তাই রাজ্য সরকারের তরফ থেকে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিষয়টি নিয়ে বিভিন্ন আইনজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছেন । রাজ্য দ্রুত এই রায়ের কপি হাতে পাওয়ার চেষ্টা করছে । রায়ের কপি হাতে পেলেই মুখ্যসচিব তা নিয়ে বিস্তারিত আইনি পরামর্শ নেওয়া শুরু করবেন বলে খবর ।

আরও পড়ুন: ন্যানো ক্ষতিপূরণ! টাটাকে প্রায় 766 কোটি টাকা দিতে হবে মমতা সরকারকে

কলকাতা, 31 অক্টোবর: সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত আরবিট্রাল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার সেই বিষয়টিই স্পষ্ট করে দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘আমাদের সরকার অবশ্যই ট্রাইবুনালের আদেশের বিরুদ্ধে আপিল করবে ।’’ পাশাপাশি তিনি এই ফের কাঠগড়ায় তুলেছেন সিপিএমকেই ৷ তাঁর কথায়, ‘‘টাটার এই পদক্ষেপ আসলে সিপিএম দ্বারা সাজানো একটি নকশার অংশ ।’’

উল্লেখ্য, সিঙ্গুরে টাটার কারখানা নিয়ে সোমবার রায় দিয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল । সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে টাটা মোটরস গোষ্ঠীকে 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে । ক্ষতিপূরণের ওই অঙ্ক ছাড়াও 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে হিসেব করে 11 শতাংশ সুদ মেটাত হবে রাজ্যকে । এছাড়াও মামলার খরচ বাবদ আরও 1 কোটি টাকাও দিতে হবে টাটা গোষ্ঠীকে । সব মিলিয়ে প্রায় 2 হাজার কোটি টাকার ধাক্কা ।

এই নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ রয়েছে রাজ্য সরকারের কাছে ৷ সেই সুযোগই রাজ্য নেবে বলে এ দিন স্পষ্ট করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘2011 সালে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সিঙ্গুরের অবৈধ জমি অধিগ্রহণ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এরপর সুপ্রিম কোর্ট ও সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অবৈধ ও জমি আইনের পরিপন্থী বলেছিল । এক্ষেত্রে কৃষকদের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছিল এবং টাটাদের তা হস্তান্তর করা হয়েছিল ।’’

তিনি আরও বলেন, ‘‘ডাব্লুবিআইডিসি টাটাদের সঙ্গে একটা নীরব চুক্তি করেছে ট্রাইব্যুনালে ক্ষতিপূরণ চাওয়ার জন্য ৷ টাটার এই পদক্ষেপ আসলে সিপিএম দ্বারা সাজানো একটি নকশার অংশ । আমাদের সরকার অবশ্যই ট্রাইবুনালের আদেশের বিরুদ্ধে আপিল করবে ।’’

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, ট্রাইব্যুনালের তরফে ক্ষতিপূরণের যে অঙ্ক বলা হয়েছে, তা নিয়ে আপত্তি রয়েছে রাজ্য সরকারের । কীভাবে এই টাকার অঙ্ক ঠিক হল, তা রাজ্য সরকারের কাছে পরিষ্কার নয় । তাই রাজ্য সরকারের তরফ থেকে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিষয়টি নিয়ে বিভিন্ন আইনজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছেন । রাজ্য দ্রুত এই রায়ের কপি হাতে পাওয়ার চেষ্টা করছে । রায়ের কপি হাতে পেলেই মুখ্যসচিব তা নিয়ে বিস্তারিত আইনি পরামর্শ নেওয়া শুরু করবেন বলে খবর ।

আরও পড়ুন: ন্যানো ক্ষতিপূরণ! টাটাকে প্রায় 766 কোটি টাকা দিতে হবে মমতা সরকারকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.