ETV Bharat / state

Mamata on Celeb TMC Leaders: দলের টাস্ক নিয়ে তারকা সাংসদ-বিধায়কদের প্রতি নরম তৃণমূল নেত্রী

সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের (Trinamool Congress) সাংগঠনিক বৈঠক হয় ৷ সেখানে কয়েকজন নেতার নাম বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই তালিকায় তারকা সাংসদ ও বিধায়করাও ছিলেন ৷ দলের কাজের জন্য অন্যদের বেশি সময় দিতে বলেন মমতা ৷ তবে তারকাদের ছাড় দিতেও নির্দেশ দেন তিনি ৷

Mamata on Celeb TMC Leaders
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 2, 2023, 8:25 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: দলের টাস্ক নিয়ে নেতা-কর্মীদের প্রতি কড়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবু তারকাদের প্রতি নরম তিনি । দলের প্রত্যেক নেতা-কর্মীদের জন্য দলকে সময় দেওয়া বাধ্যতামূলক, একথা সোমবার নজরুল মঞ্চের সাংগঠনিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো ।

তবে তথাকথিত রাজনীতির লোক নন যাঁরা, তাঁদের ক্ষেত্রে বিশেষ করে সংস্কৃতি, খেলাধূলা ও চলচ্চিত্র জগতের মানুষদের জন্য এবং অত্যাবশ্যকীয় কাজের ক্ষেত্রে এই নিয়মে কিছুটা হলেও শিথিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই দেব, মিমি, নুসরত, মনোজ তিওয়ারিদের দলের সাংগঠনিক কাজ থেকে ছাড় দিলেন মমতা ।

এদিন তৃণমূল নেত্রীকে বক্তব্য রাখার সময় যাঁরা দলের কাজকর্মে সক্রিয় নন, তাঁদের নামের একটা তালিকা তুলে দেওয়া হয় । এই নামের তালিকায় ছিলেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ দোলা সেন, লোকসভার সাংসদ দেব (TMC MP Dev), নুসরত, মিমি চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া ও মন্ত্রী মনোজ তেওয়ারির নাম ।

এই তালিকা হাতে পাওয়ার পরই দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্দেশ্যে বলেন, ‘‘নুসরত টাইম দেয়নি । ওরা একটু ফিল্ম-টিল্ম করে, দেব, নুসরত, মিমি ওদের একটু রিলাক্সেশন দিবি ।’’ আর জুন মালিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি জানি জুন ওর বিধানসভা কেন্দ্রে ভালোই সময় দেয় ।’’

এই তালিকায় আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নাম রয়েছে । এই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমি জানি ওঁকে সব সময় পাওয়া যাবে না । তবে নির্বাচনের সময় আমরা ওঁকে কাজে লাগাব ।’’ এই তালিকায় আর এক লোকসভার সাংসদ সি এম জাটুয়ার নামও রয়েছে । তাঁর প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমি জানি সি এম জাটুয়া অসুস্থ । তাই ঠিকমতো সময় দিতে পারছেন না ।’’

মঞ্চে নুসরত দেব বা মিমিদের পাশে দাঁড়ালেও বাস্তবে তিনি চালু হওয়া প্রকল্পে সময় দেওয়ার কথা চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদেরও বলেছেন । একই সঙ্গে জানা গিয়েছে, যেভাবে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও শতাব্দী রায় বা রাজ চক্রবর্তী বা কাঞ্চন মল্লিকের মতো নেতারা নিজেদের রাজনীতির সঙ্গে মানিয়ে নিয়েছেন, তারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, গতকাল 1 জানুয়ারি ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day) ৷ তার পরদিন, সোমবার নজরুল মঞ্চে নেতা-কর্মীদের নিয়ে একাংশকে নিয়ে সাংগঠনিক বৈঠক হয় তৃণমূলের ৷ সেখানে শাসক দলের নয়া কর্মসূচির নাম ঘোষণা করা হয় ৷ যার নাম দিদির সুরক্ষা কবচ ৷ এছাড়া দিদির দূত নামে একটি অ্যাপের কথাও ঘোষণা করা হয়েছে এদিন ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী প্রসঙ্গে মমতার প্রতিক্রিয়া কি নিছকই সৌজন্য !

কলকাতা, 2 জানুয়ারি: দলের টাস্ক নিয়ে নেতা-কর্মীদের প্রতি কড়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবু তারকাদের প্রতি নরম তিনি । দলের প্রত্যেক নেতা-কর্মীদের জন্য দলকে সময় দেওয়া বাধ্যতামূলক, একথা সোমবার নজরুল মঞ্চের সাংগঠনিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো ।

তবে তথাকথিত রাজনীতির লোক নন যাঁরা, তাঁদের ক্ষেত্রে বিশেষ করে সংস্কৃতি, খেলাধূলা ও চলচ্চিত্র জগতের মানুষদের জন্য এবং অত্যাবশ্যকীয় কাজের ক্ষেত্রে এই নিয়মে কিছুটা হলেও শিথিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই দেব, মিমি, নুসরত, মনোজ তিওয়ারিদের দলের সাংগঠনিক কাজ থেকে ছাড় দিলেন মমতা ।

এদিন তৃণমূল নেত্রীকে বক্তব্য রাখার সময় যাঁরা দলের কাজকর্মে সক্রিয় নন, তাঁদের নামের একটা তালিকা তুলে দেওয়া হয় । এই নামের তালিকায় ছিলেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ দোলা সেন, লোকসভার সাংসদ দেব (TMC MP Dev), নুসরত, মিমি চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া ও মন্ত্রী মনোজ তেওয়ারির নাম ।

এই তালিকা হাতে পাওয়ার পরই দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্দেশ্যে বলেন, ‘‘নুসরত টাইম দেয়নি । ওরা একটু ফিল্ম-টিল্ম করে, দেব, নুসরত, মিমি ওদের একটু রিলাক্সেশন দিবি ।’’ আর জুন মালিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি জানি জুন ওর বিধানসভা কেন্দ্রে ভালোই সময় দেয় ।’’

এই তালিকায় আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নাম রয়েছে । এই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমি জানি ওঁকে সব সময় পাওয়া যাবে না । তবে নির্বাচনের সময় আমরা ওঁকে কাজে লাগাব ।’’ এই তালিকায় আর এক লোকসভার সাংসদ সি এম জাটুয়ার নামও রয়েছে । তাঁর প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমি জানি সি এম জাটুয়া অসুস্থ । তাই ঠিকমতো সময় দিতে পারছেন না ।’’

মঞ্চে নুসরত দেব বা মিমিদের পাশে দাঁড়ালেও বাস্তবে তিনি চালু হওয়া প্রকল্পে সময় দেওয়ার কথা চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদেরও বলেছেন । একই সঙ্গে জানা গিয়েছে, যেভাবে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও শতাব্দী রায় বা রাজ চক্রবর্তী বা কাঞ্চন মল্লিকের মতো নেতারা নিজেদের রাজনীতির সঙ্গে মানিয়ে নিয়েছেন, তারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, গতকাল 1 জানুয়ারি ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day) ৷ তার পরদিন, সোমবার নজরুল মঞ্চে নেতা-কর্মীদের নিয়ে একাংশকে নিয়ে সাংগঠনিক বৈঠক হয় তৃণমূলের ৷ সেখানে শাসক দলের নয়া কর্মসূচির নাম ঘোষণা করা হয় ৷ যার নাম দিদির সুরক্ষা কবচ ৷ এছাড়া দিদির দূত নামে একটি অ্যাপের কথাও ঘোষণা করা হয়েছে এদিন ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী প্রসঙ্গে মমতার প্রতিক্রিয়া কি নিছকই সৌজন্য !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.