ETV Bharat / state

Mamata Banerjee: ধানের পোকার মতো দলের পোকাও সমূলে বিনাশ করতে চান মমতা - পোকার সমূলে বিনাশ চান মমতা

তৃণমূলের নিচুতলার একাংশের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে বারবার ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে বিষয়টি নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসকদল ৷ এবার দুর্নীতি রোধে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee gives strong message to party men) ৷

ETV Bharat
দুর্নীতির পোকা সমূলে বিনাশের বার্তা মমতার
author img

By

Published : Jan 2, 2023, 5:20 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: দলকে দুর্নীতি মুক্ত করতে আগামিদিনে যে তিনি কড়া পদক্ষেপ নিতে চলছেন নতুন বছরের শুরুতেই তার বার্তা দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো ৷ বছরের প্রথম দলীয় সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দল বা দলের নেতারা ঠিক ভুল যাই করুন, কৈফিয়ৎ দিতে হয় তাঁকেই । তাই দলীয় নেতা-কর্মীদের দুর্নীতিরোধে কড়া নজরদারি চালানোর পাশাপাশি, প্রয়োজনে কঠোর সিদ্ধান্তও নেওয়া হবে (Mamata Banerjee on corruption issue)৷

সোমবার নজরুল মঞ্চে দলের বর্ধিত কমিটির বৈঠকে দুর্নীতি ইস্যুতে তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছেন মমতা (Mamata Banerjee gives strong message to party men) ৷ সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে পঞ্চায়েত স্তরের কয়েকজন নেতাকে জনসভার মঞ্চ থেকেই পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মূলত কাজে গাফিলতি বা দুর্নীতির অভিযোগেই তাঁদের পদ ছাড়তে বলা হয় বলে তৃণমূল সূত্রে খবর ৷ এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, 'একটা পোকা যদি ধানে জন্মায়, তাকে সমূলে বিনাশ না-করলে ওই পোকাটা থেকেই সারা ধানে পোকা লেগে যাবে। আমাকে পোকাটা আগেই নির্মূল করতে হবে । দেখতে হবে যাতে আর পোকা না-জন্মায় । আর যদি পোকা জন্মে থাকে, তাহলে প্রথমে তাকে সতর্ক করতে হবে । বলতে হবে, হয় নিজেকে সংশোধন করো, না-হলে আমাদের অন্য কিছু ভাবতে হবে।"

আরও পড়ুন: সরকারি প্রকল্পের নজরদারিতে বাড়ি বাড়ি পৌঁছাতে তৃণমূলের নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’

প্রসঙ্গত রবিবার একই ধরনের পরামর্শ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি জানিয়েছিলেন, তৃণমূল করে খাওয়ার জায়গা নয় । দুর্নীতি করলে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হবে । এদিন অভিষেকের সেই মন্তব্যেই কার্যত সিলমোহর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সম্প্রতি, নিয়োগ দুর্নীতি থেকে পঞ্চায়েতে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, কাটমানি নেওয়া থেকে স্বজনপোষণের অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে।

পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিষয়টি নিয়ে অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের । এই অবস্থায়, নানা অভিযোগে অভিযুক্ত একাধিক পঞ্চায়েতের প্রধানকে সরিয়ে দিয়েছে তৃণমূল । দুর্নীতি তথা বিপুল বেনামি সম্পত্তি থাকার অভিযোগের কারণে সম্প্রতি অপসারণ করা হয়েছে তমলুকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলিকে । পরবর্তী সময়ে তাঁকে গ্রেফতারও করে পুলিশ । এই প্রেক্ষাপটে, রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের কথা শোনা গিয়েছিল ৷ এদিন আরও এক ধাপ এগিয়ে এই দুর্নীতিকে সমূলে বিনাশ করার কথা বললেন তৃণমূল নেত্রী ।

এদিন ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী ? একবার দেখে নেওয়া যাক । তিনি বলেন, "গ্রাম পঞ্চায়েতের টাকা আগে রাজ্য সরকারের মাধ্যমে যেত । এখন সরাসরি চলে যায় । কাজেই আমরা যে মনিটরিং করব, তারও সুযোগ অনেক কম । তবে আমাদের নজর রাখতেই হয় । কৈফিয়ত তো পঞ্চায়েতকে দিতে হবে না । মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে আমাকে । যাঁরা ভাল কাজ করবেন, তাঁরা প্রশংসিত হবেন । তাঁদের আরও অগ্রাধিকার দিয়ে কাজ করানো হবে ।"

আরও পড়ুন: বিরোধীরা প্রতিহিংসার রাজনীতি করে, ভূ-ভারতে এমন নজির নেই, অভিযোগ মমতার

এরপরে নিজের প্রসঙ্গ টেনে এনে তৃণমূল সুপ্রিমো বলেন, "মনে রাখবেন, আমি নিজেও দলের ঊর্ধ্বে নই, মানুষের ঊর্ধ্বে নই । আমার মানুষের প্রতি কী কী দায়বদ্ধতা আছে, তা আমি প্রতিদিন সকাল থেকে রাত মেনে চলি । অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে তৃণমূল । আজ 25 বছর পূর্ণ করেছে দল । বহু খুন, হামলা হয়েছে । গুলির ফোয়ারা দেখতাম আমরা । অনেক কর্মীকে আমরা হারিয়েছি । অনেক সমর্থককেও হারিয়েছি । জীবনের এক চতুর্থাংশ কেটে গিয়েছে সংগ্রাম করতে গিয়ে । রাস্তার পর রাস্তা পেরিয়েছি আন্দোলন করতে করতে । কিন্তু, লড়াই অব্যাহত থেকেছে । বিরোধী দল হিসেবেও আমরা গঠনমূলক কাজ করেছি । বিরোধী হিসেবে কখনও কিছু ধ্বংসাত্মক করিনি । আমরা যত এগোব, তত দায়বদ্ধতা বাড়বে । আমাদের নিজেদের কাজ করতে হবে ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন কৈফিয়ৎ মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । বিশেষ করে সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন । 2021 বিধানসভা নির্বাচনেও মমতা তাঁকে দেখে ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন ৷ প্রত্যেক নির্বাচনে সমস্ত অভিযোগ সমস্ত কিছুর পরেও রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় । আর সেই জায়গা থেকেই এই বক্তব্য ভীষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

কলকাতা, 2 জানুয়ারি: দলকে দুর্নীতি মুক্ত করতে আগামিদিনে যে তিনি কড়া পদক্ষেপ নিতে চলছেন নতুন বছরের শুরুতেই তার বার্তা দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো ৷ বছরের প্রথম দলীয় সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দল বা দলের নেতারা ঠিক ভুল যাই করুন, কৈফিয়ৎ দিতে হয় তাঁকেই । তাই দলীয় নেতা-কর্মীদের দুর্নীতিরোধে কড়া নজরদারি চালানোর পাশাপাশি, প্রয়োজনে কঠোর সিদ্ধান্তও নেওয়া হবে (Mamata Banerjee on corruption issue)৷

সোমবার নজরুল মঞ্চে দলের বর্ধিত কমিটির বৈঠকে দুর্নীতি ইস্যুতে তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছেন মমতা (Mamata Banerjee gives strong message to party men) ৷ সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে পঞ্চায়েত স্তরের কয়েকজন নেতাকে জনসভার মঞ্চ থেকেই পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মূলত কাজে গাফিলতি বা দুর্নীতির অভিযোগেই তাঁদের পদ ছাড়তে বলা হয় বলে তৃণমূল সূত্রে খবর ৷ এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, 'একটা পোকা যদি ধানে জন্মায়, তাকে সমূলে বিনাশ না-করলে ওই পোকাটা থেকেই সারা ধানে পোকা লেগে যাবে। আমাকে পোকাটা আগেই নির্মূল করতে হবে । দেখতে হবে যাতে আর পোকা না-জন্মায় । আর যদি পোকা জন্মে থাকে, তাহলে প্রথমে তাকে সতর্ক করতে হবে । বলতে হবে, হয় নিজেকে সংশোধন করো, না-হলে আমাদের অন্য কিছু ভাবতে হবে।"

আরও পড়ুন: সরকারি প্রকল্পের নজরদারিতে বাড়ি বাড়ি পৌঁছাতে তৃণমূলের নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’

প্রসঙ্গত রবিবার একই ধরনের পরামর্শ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি জানিয়েছিলেন, তৃণমূল করে খাওয়ার জায়গা নয় । দুর্নীতি করলে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হবে । এদিন অভিষেকের সেই মন্তব্যেই কার্যত সিলমোহর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সম্প্রতি, নিয়োগ দুর্নীতি থেকে পঞ্চায়েতে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, কাটমানি নেওয়া থেকে স্বজনপোষণের অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে।

পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিষয়টি নিয়ে অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের । এই অবস্থায়, নানা অভিযোগে অভিযুক্ত একাধিক পঞ্চায়েতের প্রধানকে সরিয়ে দিয়েছে তৃণমূল । দুর্নীতি তথা বিপুল বেনামি সম্পত্তি থাকার অভিযোগের কারণে সম্প্রতি অপসারণ করা হয়েছে তমলুকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলিকে । পরবর্তী সময়ে তাঁকে গ্রেফতারও করে পুলিশ । এই প্রেক্ষাপটে, রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের কথা শোনা গিয়েছিল ৷ এদিন আরও এক ধাপ এগিয়ে এই দুর্নীতিকে সমূলে বিনাশ করার কথা বললেন তৃণমূল নেত্রী ।

এদিন ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী ? একবার দেখে নেওয়া যাক । তিনি বলেন, "গ্রাম পঞ্চায়েতের টাকা আগে রাজ্য সরকারের মাধ্যমে যেত । এখন সরাসরি চলে যায় । কাজেই আমরা যে মনিটরিং করব, তারও সুযোগ অনেক কম । তবে আমাদের নজর রাখতেই হয় । কৈফিয়ত তো পঞ্চায়েতকে দিতে হবে না । মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে আমাকে । যাঁরা ভাল কাজ করবেন, তাঁরা প্রশংসিত হবেন । তাঁদের আরও অগ্রাধিকার দিয়ে কাজ করানো হবে ।"

আরও পড়ুন: বিরোধীরা প্রতিহিংসার রাজনীতি করে, ভূ-ভারতে এমন নজির নেই, অভিযোগ মমতার

এরপরে নিজের প্রসঙ্গ টেনে এনে তৃণমূল সুপ্রিমো বলেন, "মনে রাখবেন, আমি নিজেও দলের ঊর্ধ্বে নই, মানুষের ঊর্ধ্বে নই । আমার মানুষের প্রতি কী কী দায়বদ্ধতা আছে, তা আমি প্রতিদিন সকাল থেকে রাত মেনে চলি । অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে তৃণমূল । আজ 25 বছর পূর্ণ করেছে দল । বহু খুন, হামলা হয়েছে । গুলির ফোয়ারা দেখতাম আমরা । অনেক কর্মীকে আমরা হারিয়েছি । অনেক সমর্থককেও হারিয়েছি । জীবনের এক চতুর্থাংশ কেটে গিয়েছে সংগ্রাম করতে গিয়ে । রাস্তার পর রাস্তা পেরিয়েছি আন্দোলন করতে করতে । কিন্তু, লড়াই অব্যাহত থেকেছে । বিরোধী দল হিসেবেও আমরা গঠনমূলক কাজ করেছি । বিরোধী হিসেবে কখনও কিছু ধ্বংসাত্মক করিনি । আমরা যত এগোব, তত দায়বদ্ধতা বাড়বে । আমাদের নিজেদের কাজ করতে হবে ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন কৈফিয়ৎ মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । বিশেষ করে সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন । 2021 বিধানসভা নির্বাচনেও মমতা তাঁকে দেখে ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন ৷ প্রত্যেক নির্বাচনে সমস্ত অভিযোগ সমস্ত কিছুর পরেও রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় । আর সেই জায়গা থেকেই এই বক্তব্য ভীষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.